ননাসের বাড়িতে ঘুরতে যাওয়া

in Incredible India2 months ago

আসসালামু আলাইকুম

IMG_20250619_220115.jpg

প্রিয় বন্ধুরা গতকাল আমার ননাসের বাড়িতে এক ছোট্ট বেড়ানোর সুযোগ হয়েছিল। আমার সাথে ছিল আমার হাজব্যান্ড এবং তার ছোট্ট ভাগিনা। ঢাকায় একটানা ব্যস্ত সময় কাটানোর পর একটু পরিবার পরিজনের মাঝে যাওয়া যেন এক রকমের মানসিক প্রশান্তি এনে দেয়। যেহেতু আমরা ঢাকা থেকে চলে এসেছি গ্রামে শশুর বাড়িতে সেখান থেকেই আমার ননাসের বাড়িতে বেড়াতে যাওয়া। সকালে বের হয়ে দুপুর নাগাদ আমরা পৌঁছায় আমার ননাসের বাড়িতে। রেস্ট করার পর খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া আমাকে বলল তুমি তাহলে আজকে থেকে যাও আমি আগামী কালকে এসে তোমাকে নিয়ে যাব। আমি একটু দ্বিধায় পড়ে গেলেও মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না।

IMG_20250619_220136.jpg

দিনভর আড্ডা গল্প আর হাসিঠাট্টার মাঝে কেটে গেল সময় রাতে যখন আপনাদের ভাইয়া চলে গেল মনে হল হঠাৎ করেই চারপাশের সবকিছু চুপচাপ হয়ে গেছে। বুকের ভিতর একটু খালি খালি লাগলো চুপচাপ থেকে গেলাম। পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। বাসার সবার কাজকর্মে ব্যস্ততা আর আমি একা রুমে বসে। মেয়েটা একটু পরপর খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমি জানালার বাইরে তাকিয়ে দেখি চারপাশে এক অপরূপ প্রকৃতি। মনটা হঠাৎ খুব উদাস হয়ে গেল। রুমের চাঁদ দেওয়াল আর ভালো লাগছিল না। তাই সিদ্ধান্ত নিলাম একটু বাইরে হাঁটতে বের হব। হালকা মেঘলা আবহাওয়া রোদের করা ঝলক নেই বাতাসের ছিল একরকম শীতলতা।

IMG_20250619_220203.jpg

এমন আবহাওয়ায় হেঁটে বেড়াতে কার না ভালো লাগে। বাড়ির সামনের পথ ধরে একটু হাটতেই চোখে পড়লো আমার ননাসের বড় বড় খড়ের পালা,বড় একটা পুকুর, গাছের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে।এমন দৃশ্য শুধু চোখে না হৃদয়ে গেঁথে যায়। একটু সামনে গিয়ে দেখি বিশাল এক কাঁঠাল গাছ, আর সেই গাছে ধরে আছে সারি সারি কাঁঠাল। এমন ভাবে ধরেছে যেন একেকটা কাঁঠাল প্রকৃতির গয়নার মতো সাজানো। সেগুলোর গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত মাধুর্য তৈরি করেছিল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। আমার ছোট্ট মেয়েও চুপচাপ গাছটার দিকে তাকিয়ে আছে যেন ওর ছোট্ট মনে ছুয়ে গেছে এই দৃশ্য।এমন সময় পাশের বাড়ির এক আপু এসে বলল আপু কাঁঠাল পছন্দ করেন। ওগুলো সব এবার খুব মিষ্টি হয়েছে গাছে পেকে গেছে। কথায় কথায় জানলাম এই এলাকার মানুষ নিজেরাই গাছপালাগুলো যত্ন করে ফল ফেলে নষ্ট না করে সবাই ভাগ করে খায়। মনে মনে ভাবলাম এমন সুন্দর ও শান্ত পরিবেশে মানুষ কেমন সহজ সরল জীবন যাপন।

IMG_20250619_220058.jpg

ফিরে এসে মনে হচ্ছিল যেন এক স্বপ্ন থেকে ফিরে এলাম। এত সুন্দর একটা সকাল কাটানো যেন আমার জন্য একটা ছোট্ট উপহার ছিল আল্লাহর তরফ থেকে। মেয়েটার মুখে তখন শান্তির ছাপ সারাদিন খেলেছে ঘুরেছে আর আমিও ভর পর মনটা নিয়ে বসে আছি। বিকেলের দিকে আমার হাজবেন্ড এসে বলল চলো এবার বাড়ি ফিরি তখন মনটা ভার হয়ে গেল। যদিও ফিরতে হবে জানতাম কিন্তু মন চেয়েছিল আরো বেশিক্ষণ এই প্রকৃতির মাঝে থেকে যায়।যাইহোক অবশেষে বাড়িতে চলে আসলাম। আসার পর থেকে মনটা ভীষণ খারাপ লাগছিল মনে হচ্ছিল বারবার ওই অপরূপ দৃশ্যে অপরূপ মুহূর্তে চলে যায়। আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনার লেখা পড়ার আগেই আপনার ননাসের বড় বড় খড়ের গাদার দিকে চোখ পরলো।এই জিনিসটা খুব ভালো লাগে আমার।কিন্তু আমি যেখানে থাকি সেখানে দেখতে পাই না।
ভাই চলে যাওয়ার পরে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক ।তারপরও ঘুরতে বের হয়েছিলেন বাড়ির চারদেয়ালের বাইরে এটা ভালো করেছিলেন ।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে ।ভালো থাকবেন সবসময় ।

Loading...