"এই প্ল্যাটফর্মে 3x ডলফিন অর্জন করার যাত্রাপথের অভিজ্ঞতা ও অনুভূতি 🐬🐬🐬"
![]()
|
---|
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশাকরছি সকলে খুব ভালো আছেন, আর আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে। আমি নিজেও আজকে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। আজকের দিনের কার্যক্রম আপনাদের সাথে অন্য একটা পোস্টে শেয়ার করবো।
গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম আমি ননদের বাড়িতে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেই বিষয়টা আজকে পোস্টের মাধ্যমে শেয়ার করবো এমনটাই ঠিক করেছিলাম। তবে আজ সেগুলো থাক, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, এই প্লাটফর্মে কাজ করার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত কিছু অনুভূতি।
অনেকেই হয়তো ভাবতে পারেন হঠাৎ করে আজ কেন এই প্লাটফর্মে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করার কথা মনে হলো? কারণ তেমন কিছুই নয়, আসলে গতকাল রাতে আমার পোস্টের রিওয়ার্ড ক্লেইম করার পরেই ওয়ালেট চেক করে দেখলাম যে, স্টিম পাওয়ার ১৫,০০০ হয়েছে।হয়তো অনেকের কাছেই এটা খুব সামান্য। তবে ব্যক্তিগতভাবে এটা আমার কাছে অনেকটাই বড় অর্জন।
কারণ এই অর্জনটুকু পাওয়ার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে। তবে এই পথ চলার ক্ষেত্রে বহু অভিজ্ঞতাও হয়েছে একথাও অস্বীকার করার জায়গা নেই। তবে ব্যক্তিগতভাবে আমি এতেই তৃপ্ত যে, সততার সাথে এই কঠিন পথকে অতিক্রম করেছি, নিজের বিবেকের কাছে সর্বদা পরিষ্কার থেকেছি এবং সঠিক পথ অনুসরণ করে, ধীরে ধীরে হলেও এই লক্ষ্যে পৌঁছেছি।
যদিও লক্ষ্য এখনো পূরণ হয়নি। কারণ এই প্ল্যাটফর্মে আমি ঠিক কতদিন কাজ করতে চাই, এই বিষয়ে কোনো লক্ষ্যই আমি স্থির করিনি। কারণ আমি এখানে কাজ করে যেতে চাই যতদিন সম্ভব।
এই প্লাটফর্ম যে শুধুই আমার আর্থিক উপার্জনের একটি জায়গা একথা আমি বলবো না, বরং তার থেকেও বেশি এই জায়গাটি আমাকে ব্যক্তিগতভাবে ব্যস্ত রাখে। অনেক ব্যক্তিগত সমস্যাকে এড়িয়ে যেতে সাহায্য করে, নিজের মনের এমন অনেক অনুভূতি প্রকাশের স্বাধীনতা দেয়, যা আমি অন্য কারোর সাথে কখনো শেয়ার করে উঠতে পারিনি।
একাধারে এই প্লাটফর্মে যেমন জমা হয়ে আছে আমার মনের অনেক কষ্ট, জীবনের অনেক খারাপ অভিজ্ঞতা, অনেক খারাপ মুহূর্ত। ঠিক উল্টো ভাবেই এখানে জমা আছে আমার জীবনের কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্তের স্মৃতিও। এমন অনেক স্মৃতি রোমন্থনের পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আমার বেঁচে থাকাকে সার্থক করে।
আর সর্বোপরি এই প্ল্যাটফর্মে বহু মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ব্যক্তিগত পরিসরে তাদের কাউকেই হয়তো আমি চিনি না, বা জানি না। তবে তাদের লেখার মাধ্যমে, একসঙ্গে কাজ করার পরিপ্রেক্ষিতে, তাদের সাথে সময় কাটানোর কারণে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে।
অভিজ্ঞতা মধুর হোক কিংবা তিক্ত সবকিছু থেকেই কিছু না কিছু শেখার আছে বলেই আমি বিশ্বাস করি। তাই যবে থেকে এই প্ল্যাটফর্মে যুক্ত আছি, তবে থেকে আজ পর্যন্ত যত জনের সাথে আমার পরিচয় হয়েছে, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে আমার জীবনের কিছু ভালো অথবা মন্দ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য।
ব্যক্তিগতভাবে কাউকে কখনো আঘাত করার অভিপ্রায় কখনোই ছিলো না। তবে হয়তো কর্মক্ষেত্রে প্রয়োজনে অনেক সময় কঠিন কথা বলেছি অনেককে। তাদের মধ্য থেকে যদি কেউ আজ আমার পোস্ট পড়ে থাকেন, তাদের সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি বিশ্বাস করি অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য যদি আমি মন থেকে ক্ষমা চাই, তাহলে স্বয়ং ঈশ্বরও সেই ভুলক্ষমা করেন।
যাইহোক একটু একটু করে পথ চলতে চলতে আজ আমার এই প্রাপ্তি ব্যক্তিগতভাবে আমাকে অনেক আনন্দ দিয়েছে। এই কারণেই মনে হলো আপনাদের সাথে এই অনুভূতিটুকু শেয়ার করি। আশাকরি আপনারাও সকলে ধৈর্য্য ধরে, কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং ছোট্ট ছোট্ট পায়ে আপনারাও আমার মতন পৌঁছে যাবেন নিজেদের লক্ষ্যের দিকে।
সততার পথ কঠিন হয় ঠিকই, লক্ষ্য পূরণে হয়তো অনেকটা সময়ও ব্যয় হয়, কিন্তু তবুও এ পথে চলার কিন্তু এক আলাদা আনন্দ আছে। যা এই মুহূর্তে আমি অনুভব করতে পারছি।
আজকের এই পোস্টে একজনের নাম উল্লেখ না করলেই নয়, তিনি অন্য কেউ নন আমাদের অ্যাডমিন ম্যাম @sduttaskitchen. এই মানুষটি আমার জীবনে ঠিক কতখানি মূল্যবান, সেটা বোঝানোর মতন শব্দ আমার কাছে নেই। শুধু এই প্লাটফর্মে তিনি আমাকে যোগদান করিয়েছেন বলে আমি এই কথাটা বলছি এমনটা নয়। ব্যক্তি হিসেবে তিনি আমাকে কতটা উন্নত করেছেন, সেটা বোধহয় আজ থেকে কয়েক বছর আগের ফেলে আসা আমির কথা ভাবলে তা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি।
খুব সত্যি কথা বলতে একটা সময় আমি এটা ভাবতে শুরু করেছিলাম, ব্যক্তি হিসেবে বোধহয় আমি আত্মবিশ্বাসহীন, এই পৃথিবীতে আমি অনেক কিছুরই যোগ্য নই, লড়াই করার ক্ষমতা আমার নেই, আজীবনকাল কিছু জিনিস ইচ্ছার বিরুদ্ধে মেনে নিয়েই আমার জীবন কাটবে।
তবে কথায় আছে কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসেন। আমার জীবনে সেই ব্যক্তি অন্য কেউ নন, তিনি হলেন অ্যাডমিন ম্যাম। অনেকেই হয়তো শুনেছেন কর্মক্ষেত্রেই তার সাথে আমার পরিচয় তবে সেটা এই প্লাটফর্মে নয়।
শুরুর দিন থেকে তিনি আমার মনে একটা অন্য জায়গা করেছিলেন, যখন মানুষ হিসেবে ওনাকে চেনার সুযোগ হয়নি। আমিও পারি, আমিও পারবো, আমিও যোগ্য, আমার মধ্যেও কিছু করার ক্ষমতা আছে, মানুষ হিসেবে আমি নগণ্য নই, এই পৃথিবীতে অনেক মানুষের থেকেও আমার মানসিকতা উন্নত, মানুষ হিসেবে আমি আরো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এই সমস্ত অনুভূতি আমার ভিতরে আবারও জাগিয়ে তোলার মানুষ হলেন তিনি। আমি কোথায় ছিলাম, আর আজ কোথায় আছি, এই পার্থক্য বোধহয় আমার মতন আর একজনের কাছেই স্পষ্ট সেটা হলো অ্যাডমিন ম্যাম।
তাই শুধু এই প্ল্যাটফর্মের সাথে আমাকে পরিচয় করানোর জন্য নয়, আমার আজকের এই প্রাপ্তিটুকুর জন্য নয়, আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আরও একবার আত্মবিশ্বাসী করে তোলার জন্য। আমাকে শাসন করার জন্য, আমাকে স্নেহ করার জন্য, আমাকে বকার জন্য, আমাকে আদর করার জন্য, খুব কঠিন মুহূর্তে যখন নিজের মানুষগুলো হাত ছেড়ে দেওয়ার পরেও, সব সময় নিজের হাত দুটো আমার দিকে বাড়িয়ে রাখার জন্য।
কিছু মানুষের ঋণ আমরা চাইলেও এক জীবনে শোধ করতে পারি না। সে ক্ষেত্রে আপনার ঋণের বোঝা আমার উপরেই থাক। কারণ মায়ের ঋণ শোধ করার মতন স্পর্ধা আমার কোনোদিনও ছিলো না, আর কোনোদিনও হবেও না। তাই সেই চেষ্টা না কোনোদিনও করেছি, আর না ভবিষ্যতেও কখনো করবো।
যাইহোক শেষে শুধু এইটুকু জানিয়ে রাখি, আজকের সারাটা দিন আমি অ্যাডমিন ম্যামের সাথেই ছিলাম। কি করেছি, কোথায় গিয়েছে, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তবে আজকের পোস্ট শেষ করার আগে ম্যামকে আমি অবশ্যই একটা কথা বলতে চাই, - এই পৃথিবীতে অনেকেই হয়তো আপনাকে আপনার মতো করে মূল্যায়িত করতে পারেনি। তবে কারো না কারোর জীবনে আপনি অনেক মূল্যবান। সব অনুভূতি সব সময় কথায় প্রকাশ করা যায় না, তবে কিছু কিছু অপ্রকাশিত অনুভূতি বুঝে নেওয়ার ক্ষমতা বোধহয় সব মায়েরই থাকে।
ভালো থাকবেন।
<**ছবিগুলো পূর্বে ব্যবহৃত**>
Congratulations @sampabiswas, your post was upvoted by @supportive.
অভিনন্দন দিদি, আশাকরি পরবর্তী অর্জন গুলো এভাবেই দেখতে পারবো। আপনি অনেক ধৈর্য্যশীল এবং পরিশ্রমী দিদি।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 1/9) Get profit votes with @tipU :)
Congratulations 👏🎉, you deserve more, and I believe you will achieve!🥳🍀❤️