ফুলের ফটোগ্রাফি- পাহাড়ে গিয়ে তোলা বিভিন্ন সময়ে তোলা ফুলের ছবি(প্রথম পর্ব)

in Incredible India4 days ago
IMG_20250804_210731.jpg

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

গত দুদিনের পোস্টে আপনাদের সাথে লামাহাটা পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেছি, এরপরে আরও বিভিন্ন জায়গাতে ঘোরার অভিজ্ঞতা শেয়ার করা বাকি রয়েছে ঠিকই, তবে ভাবলাম আজ আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। যেগুলো এই পাহাড়ে ঘুরতে গিয়ে এই বিভিন্ন সময়ে তোলা হয়েছে।

পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্যর একটা বড় অংশ হলো বিভিন্ন পরিচিত ও অপরিচিত ফুল গাছ। প্রত্যেকটি গাছ যে খুবই যত্ন সহকারে কেউ রোপণ করেছে এমনটা নয়, বরং চলতি পথে অযত্নে বেড়ে ওঠা ফুলগুলোও সমানভাবে দৃষ্টি আকর্ষণ করে। এমন অনেক ফুল চোখে পড়েছে ইচ্ছা থাকলেও যেগুলোর ছবি আমি তুলতে পারিনি। যেহেতু তখন গাড়ি চলছিলো।

তবে যখনই আমরা কোনো সাইট সিনে গেছি এবং সেখানে যতো রকমের ফুলের ছবি আমার চোখে পড়েছে, তার সবকটা ছবি আমি তুলেছি এবং তার মধ্যে থেকেই কিছু কিছু ফুলের ছবি এইরকম ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের শেয়ার করবো ঠিক করেছি।

সত্যি বলতে দার্জিলিং ভ্রমণের ওই কয়েকদিন এত বেশি ছবি তোলা হয়েছে যে, গ্যালারি থেকে রীতিমতো কষ্ট করে ছবিগুলো খুঁজতে হচ্ছে। কিছু কিছু ফুল অবশ্যই পরিচিত, আবার কিছু কিছু ফুল তেমন পরিচিত নয়। তবে পরিচিত হোক কিংবা অপরিচিত, ফুলের সৌন্দর্য্য সব সময় আমাদেরকে আকর্ষিত করে। তাই আশা করছি আজকে আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করবো, সেগুলো আপনাদের দেখতে বেশ ভালোই লাগবে।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250804_210847.jpg
IMG_20250804_210833.jpg
IMG_20250804_210814.jpg

পিচ লিলি ফুলগাছ অনেকেরই পরিচিত এবং এই গাছটিকে অনেকেই নিজেদের ঘরের ভেতরে লাগান। আর খুব সত্যি কথা বলতে পাহাড়ের অনেক জায়গাতেই এই ফুল গাছ চোখে পড়েছে। আমি যে ছবিগুলো তুলেছি এগুলো যোগী ঘাটে ঘুরতে গিয়ে তোলা। এখানে লাল এবং সাদা দুই ধরনের পিচ লিলি ফুল ছিলো। ফুলগুলো এতটা বড় ছিল যে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সচরাচর আমাদের এই দিকে এতো বড় ফুল আমার কখনো চোখে পড়েনি, তবে ছোটো ছোটো ফুল অনেকের বাড়িতেই দেখেছি।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250804_210731.jpg

আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই ফুলগুলোকে চেনেন। আজকাল আমাদের এখানেও বেশ কিছু বাড়িতে এই ফুলের গাছ দেখা যায়। তবে সেগুলোকে খুবই যত্ন সহকারে টবের মধ্যে লাগানো হয়। কিন্তু সত্যি কথা বলতে দার্জিলিংয়ের প্রায় জায়গাতেই এই গাছের ফুলগুলো রাস্তার পাশে এমনিতেই হয়ে থাকে, যেগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আশাকরছি সকলেই কমবেশি ফুলগুলোকে চিনেছেন। এগুলো হচ্ছে গোলাপ ফুল। তবে একটি গাছে এমন থোঁকায় থোঁকায় ফুটে থাকা ফুলগুলোকে হাজারি গোলাপ নামে চিহ্নিত করে। যদিও এর আলাদা কোনো নাম আছে কিনা আমি জানিনা। অনেক আগে আপনাদের সাথে একটা হনুমান মন্দির দর্শনের পোস্ট শেয়ার করেছিলাম, এই ফুল গাছটি সেখানেই চোখে পড়েছিলো এবং তখনই এর ছবি তুলেছিলাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250804_210925.jpg
IMG_20250804_210908.jpg

এই ফুল গুলোকে দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে নয়নতারা ফুল। কিন্তু সত্যি কথা বলতে আপনারা যদি একটু লক্ষ্য করেন গাছগুলোর পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন, এটি নয়নতারা ফুল নয়। তবে হ্যাঁ খানিকটা নয়নতারা ফুলের মতনই দেখতে এবং এই ফুলেরও বেশ কিছু রং আমার চোখে পড়েছিলো, যেমন নয়নতারা ফুলেরও অনেক ধরনের রঙ আপনারা আশেপাশে দেখে থাকেন। তবে ছোট্ট হলেও সৌন্দর্য্য কিন্তু কোনো অংশেই কম নয়। তাই এই ফুলের ছবি তোলার লোভও আমি সামলাতে পারিনি।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250804_210623.jpg

হলুদ রঙের এই ফুলটার নাম আমি জানিনা, তবে হ্যাঁ এই ফুলগুলোকে আমাদের এখানেও ছোটো ছোটো টবে আমি বিক্রি হতে দেখেছি। বিশেষ করে শীতকালেই এই ফুলগুলো আমাদের এখানে বেশি লক্ষ্য করা যায়।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250804_210648.jpg

এই ফুলটা আশা করছি সকলের পরিচিত, রাস্তার পাশে খানিক ঘাসফুলের মতনই দেখতে। তবে ফুল গুলোর সৌন্দর্য্য বরাবরই আমাকে আকর্ষিত করে, এর পূর্বেও আমি একবার এই ফুলের ছবি শেয়ার করেছিলাম, আমার শ্বশুর মশাইকে নিয়ে যখন হসপিটালে ছিলাম। তখন চলতি পথে রাস্তার পাশ থেকে তুলেছিলাম এই ফুলের ছবি।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250804_210714.jpg

আমার বিশ্বাস উপরের ফুলটা আপনারা সকলেই চেনেন, কারণ আমাদের আশেপাশের রাস্তাঘাটের পাশে ঝোপ জঙ্গলের মধ্যে এই ফুলটা দেখতে পাওয়া যায়। বেশ অনেক রকমের রংয়ের একটা মিলিত সৌন্দর্য্য চোখে পড়ে এই ফুলের মধ্যে। পাহাড়েও এই ফুল অসংখ্য দেখেছি এটা কোথাও একটা চলতি পথেই তুলেছিলাম, তবে ঠিক কোথায় তুলেছিলাম এই মুহূর্তে মনে করতে পারছে না।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

যাইহোক আজকের পোস্টে আমি আপনাদের সাথে এই কয়েকটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই রকমই আরও অসংখ্য ফুলের ছবি রয়েছে আমার গ্যালারিতে। ধীরে ধীরে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। উপরোক্ত সকল ফুলগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে আপনাদের কোন কোন ফুল পছন্দ হলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  

গোলাপ ফুলগুলো দেখে অবাকই হলাম। ঠিক বলেছেন, এভাবে থোকায় থোকায় গোলাপ কখনও ফুটতে দেখিনি। খুবই চমৎকার ভাবে প্রতিটি ফুল সম্পর্কে ব্যাখ্যা করেছেন।

Loading...