"তিতলির এই বছরের জন্মদিনের আয়োজন - প্রথম পর্ব "

in Incredible India4 days ago
IMG_20250821_225127.jpg

Hello,

Everyone,

আজ আমি আপনাদের সাথে তিতলির জন্মদিনের পরবর্তী পর্বের গল্প শেয়ার করতে চলেছি। গত পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম, রাতের বেলায় ঘুমন্ত চোখে ওর জন্য যে সারপ্রাইজের আয়োজন করেছিলাম, সেটা ও ভালো করে বুঝতেই পারেনি। ঘুম ঘুম চোখে কি করেছে সেটা যে কিছুই মনে নেই, তা পরদিন সকালবেলায় বুঝতে পারলাম।

ফোনে তোলা ছবিগুলো দেখাতেই হঠাৎ করে বলে উঠলো এমনিতে কিছুই মনে নেই, তবে কেক খেয়েছিলাম সেটা একটু একটু মনে আছে। যাইহোক ক্লান্তিতে বেশ গভীর ঘুম এসে গিয়েছিলো, তাই সারপ্রাইজ উপভোগ করতে না পারলেও ছবিগুলো দেখে কিন্তু খুব আনন্দিত হয়েছিলো। এই আয়োজন গুলোই বোধহয় বাচ্চাদের কাছে সব থেকে আনন্দের।

IMG_20250820_192714.jpg

যাইহোক এবার পরের দিনের গল্পে আসি, সকালবেলা উঠেই প্রথমে স্নান সেরে পারণ করে নিয়েছিলাম। কারণ তার আগের দিন একাদশীর উপবাস ছিলো। কারণ শেষ করে সকাল বেলায় নিজেদের জন্য কিছু রান্না করে, প্রথমে সকলে মিলে ব্রেকফাস্ট করেছিলাম এবং বাচ্চাদেরকেও খাইয়ে দেওয়া হয়েছিলো। কারণ একবার কাজে নেমে গেলে আর সঠিক সময়ে খাওয়া হবে না, এটাই স্বাভাবিক।

IMG_20250820_110242.jpg
IMG_20250820_110247.jpg
IMG_20250820_110258.jpg

বাজার থেকে বেশিরভাগ জিনিস আগের দিন কিনে আনা হয়েছিলো। তবে মাছ, মাংস এগুলো সকালবেলা আনার জন্য বাবা বাজারে চলে গিয়েছিলো, আর কিছু মুদিখানার জিনিস আনা বাকি ছিলো সেগুলোও একবারে নিয়ে ফিরবে।

যতজনের জন্য আয়োজন করা হয়েছিলো, শেষ পর্যন্ত সকলে আসতে পারেনি আলাদা আলাদা কারণে। তবে আমরা যত জন শেষ পর্যন্ত উপস্থিত হয়েছিলাম, সকলে মিলে তিতলির জন্মদিনকে উপভোগ্য করার সম্পূর্ণ চেষ্টা করেছিলাম এবং সৌভাগ্যবশত আমরা সফলও হয়েছিলাম।

১০ বছরের জন্মদিন নিয়ে ওর অনেক কিছু পরিকল্পনা ছিলো, আর তার বেশ কিছুটা পূরণ হয়েছিলো বলে আজও তার আনন্দের সীমা নেই। যাইহোক দিদি আমার বান্ধবীদেরকেও নিমন্ত্রণ করেছিলো, তার সাথে কাছের খুব স্বল্প কয়েকজন আত্মীয়কে ডাকা হয়েছিলো। তাদের মধ্যেও বেশ কয়েকজন উপস্থিত হতে পারেননি।

IMG_20250820_110253.jpg
IMG_20250820_110313.jpg
IMG_20250820_110305.jpg

তবে খাবারের আয়োজনে রাতেই করা হয়েছিলো, তাই সারাদিন মোটামুটি রান্নার আয়োজনে ব্যয় হয়েছিলো আমারও দিদির। এমনকি আমার বান্ধবীরাও বিকেল থেকে আমাদের কাজে সহযোগিতা করেছিলো।

যাইহোক এরই ফাঁকে দিদি এবং দাদা চলে গিয়েছিল কেক আনতে। তিতলিকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিলো, তবে তিতলি সেই মুহূর্তে ভাইয়ের সাথে খেলতে, ছবি আঁকতে, এতটাই ব্যস্ত ছিল যে, ও আর কেক আনতে যেতে চাইনি। তাই কেকের দোকানে গিয়ে মাকে ভিডিও কল করতে বলেছিলো। আমার ফোনেই দিদি কল করেছিলো, ও যে কেকটা পছন্দ করবে সেটাই আনবে এমনটাই কথা ছিলো।

IMG_20250821_225247.jpg

তাই ও যখন ফোনের ভিডিও কলে কেক পছন্দ করছিলো, সেই মুহূর্তে একটা স্ক্রিনশট আমি নিয়েছিলাম, যাতে আপনারা ওর হাসি মুখটা এই ছবির মাধ্যমে দেখতে পারেন। আসলে এই বয়সে আমরা প্রত্যেকেই বোধহয় জন্মদিনে এতটাই আনন্দে থাকতাম, যদি কিনা আমাদের সময়ে এমন সুন্দর জন্মদিনের আয়োজন করা হতো।

খুব সত্যি বলতে আমরা যখন ছোটো ছিলাম তখন যে কোনো বাচ্চার এমন জন্মদিন আয়োজন করা হতো না এমনটা নয়। তবে আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, তখনকার সময় এতো সুন্দর করে জন্মদিন সেলিব্রেশন করাটা আমাদের জন্য বিলাসিতার ছিলো।

তবে আর্থিক পরিস্থিতি কখনো সঙ্গ দেয়নি বলে, এই বিলাসিতা করে ওঠা হয়নি। তবে হ্যাঁ তিতলি ও তাতান এদের জন্মদিনের মাধ্যমে কিভাবে যেন নিজেদের ছোটবেলাটাকেও খানিক উপভোগ করার সুযোগ পাই।

1672344690977_010726.jpg

"তিতলির জন্মদিনের আয়োজন"

নংখাবারের নামছবি
১.সাদা ভাত ও‌ ৫ রকম ভাজাIMG_20250821_223628.jpg
২.ভেজ ডালIMG_20250821_223335.jpg
৩.বাটার পনির
৪.চিংড়ি মাছের মালাইকারিIMG_20250821_223406.jpg
৫.কাতলা মাছের কালিয়াIMG_20250821_223427.jpg
৬.চিকেন রোস্টIMG_20250821_223505.jpg
৭.চাটনিIMG_20250821_223540.jpg
৮.পাঁপড়
৯.পায়েসIMG_20250821_224315.jpg
১০.আইসক্রিম
১১.চকলেটIMG_20250821_224834.jpg

1672344690977_010726.jpg


সবটাই বাড়িতে রান্না করা হয়েছিলো, তাই বুঝতেই পারছেন সমস্ত কিছু আয়োজন করতে বেশ অনেকটাই সময় ব্যয় হয়েছে। সমস্ত রান্নার ছবিগুলো তোলা আসলে সম্ভব হয়নি। কাজের বাড়িতে চারিদিকে ছোটাছুটি করতে হয়েছিলো, তাই যে কয়েকটি ছবি আমি তুলেছি, সেগুলোই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে পারলাম।

IMG_20250821_224847.jpg

যাইহোক এরপর জন্মদিনের জন্য বেলুন দিয়ে ঘর সাজানো হয়েছিল এবং একে একে আমরা সকলে পরবর্তী অনুষ্ঠানটা কিভাবে আনন্দের সঙ্গে কাটিয়েছিলাম, সেটা আপনাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করবো। কারণ একটা পর্বে সমস্ত গল্প শেয়ার করতে গেলে লেখাটা অনেকটাই বড় হবে।

তাই আমি আশা করবো আপনারা অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন এবং তিতলির জন্মদিনের আনন্দের মুহূর্তগুলো আপনাদেরও দেখতে ভালো লাগবে। আজকের পোস্ট তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
TEAM FORESIGHT

Congratulations!

Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags


1000063159.gif

 2 days ago 

Thank you for your support ma'am. 🙏

Loading...