A few pictures of my locality! স্থানীয় ঐতিহ্যের বাহক!

একটি স্থান বিভিন্ন কারণে সমাদৃত হতে পারে।
কখনও সেই স্থানের ঐতিহাসিক তাৎপর্য, আবার কখনও বিখ্যাত কোনো স্থান, দোকান, কফি হাউস কিংবা স্কুল, কলেজ এমন অনেক কিছুই হতে পারে।
যদি রাজ্যের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে গোটা ভারতের মধ্যে সর্বাধিক ইতিহাসের গাঁথা লুকিয়ে আছে আমার শহর কলকাতায়।
অনেক ইতিহাসের পাতায় যেমন সুপ্তবস্থায় রয়েছে রক্তের গন্ধ, আবার সেই ইতিহাসেই রয়েছে গর্বিত বাঙালির আবেগ।
ধর্মের অজুহাতে রাজ্য কেড়ে নেবার ষড়যন্ত্র বানচাল করে দেবার বীরত্ব প্রদর্শন করেছেন এমন নজির রয়েছে এই শহরের ইতিহাসে।
আমি এই ভারতের মাটিতে জন্মেছি এটা আমার কাছে সৌভাগ্যের, যদিও আমার জন্ম ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যে, তবে বেড়ে উঠেছি এই কলকাতায় কাজেই, বেশিরভাগ অনুভূতি জড়িয়ে আছে এই শহর জুড়েই।
ইতিপূর্বে সম্পার সাথে দেখা করা নিয়ে একটি লেখা আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম।
সেইদিন আমার ব্যাক্তিগত কিছু কাজ ছিল, এবং সেই পথে অগ্রসর হবার সময় কিছু ছবি তুলে রেখেছিলাম, যেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি।
মানুষ সম্পর্কে ততটুকুই জানা যায়, যতটুকু সে অন্যের সাথে ভাগ করে নেয়, কিংবা নিতে চায়।
এমন অনেক কাজের সাথে আমরা যুক্ত থাকি যেগুলো সর্বসমক্ষে উল্লেখ মানা থাকে।
সেটা দেশের সুরক্ষার কারণে অনেক সময় বিষয় গোপন করতে হয়, তবুও লিখতে বসলে কিছু কিছু বিষয় উল্লেখ করতে হয়।
আমার পাসপোর্টের সময় কেনো কোনো অর্থ ছাড়াই সেটা হয়ে গিয়েছিল, আমার ব্যাক্তিগত জীবনের অনেক কিছুই অনেকেই জানেন না!
যে বিষয়টি নিয়ে লেখা শুরু করেছিলাম, সেদিনের যাত্রা পথে প্রথম পথে পড়েছিল একটি গয়নার দোকান, যার নাম দেখতেই পারছেন পি. সি চন্দ্র জুয়েলার্স!
![]() | প্রয়াত পূর্ণ চন্দ্র চন্দ্র ১৯৩৯ সালে স্থাপন করেছিলেন, কাজেই ৮৬ বছর ধরে একটি ব্যবসাকে সমৃদ্ধ রাখা তথা তাকে বিস্তারিত রাখাটাই একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে। |
---|
*এরপর, ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি এমন একটি ব্যাংক মোটামুটি অধিক সংখ্যক ভারতবাসীর এখানে একাউন্ট আছে!
আচ্ছা! বলুন তো এর পিছনের কারন কি?
ভরসা! হাজার খারাপ কথা ব্যাংক সম্পর্কে গ্রাহক বলবেন কিন্তু একাউন্ট এর ক্ষেত্রে ভরসাও অধিক করে থাকেন, ৭০ বছর তো কম সময় নয়! | ![]() |
---|
হ্যাঁ! ১৯৫৫ সাল থেকে এই ব্যাংক পরিষেবা দিয়ে যাচ্ছে, যদিও দেখতে গেলে এই ব্যাংকের নাম অন্য ছিল ১৯২১ সালে, এরপর ১৯৫৫ সালে নাম পরিবর্তন করে জাতীয়করণ করে স্টেট ব্যাংক নামকরণ করা হয়।
![]() | আচ্ছা, এবার ১৯৫০ সালে স্থাপিত একটি কলেজের উল্লেখ করতে হচ্ছে, দুটি কারণে। |
---|
প্রথমত, এটির বয়স ৭৫ বছর, ছবিতে উল্লেখিত কলেজ কবে স্থাপিত হয়েছিল।
এরপর, এই কলেজ থেকে আমার দাদা পাশ করেছে কমার্স নিয়ে, কমার্স নিয়ে যারা এই কলেজে পড়াশোনা করেন, তাদের ক্লাস হয় দিনের দ্বিতীয়ার্ধে।
অর্থাৎ ইভনিং কলেজে তারা পড়াশোনা করেন।
খুব বেশি পুরোনো না হলেও টাটা কোম্পানির হাত ধরে ১৯৯৮ সালে স্থাপিত ওয়েস্টসাইড বেশ জনপ্রিয়তা পেয়েছে, এক্ ছাদের নিচে সমস্ত সামগ্রী সুলভ মূল্যে বিক্রি করছেন বলে।
এছাড়া টাটা এমন একটি ব্যান্ড যেটির সাথে ভরসা এমনিতেই যুক্ত। | ![]() |
---|---|
![]() | বিশ্ব বিখ্যাত জুতোর কোম্পানি বাটা যেটি কোননগরে থমাস বাটা ১৯৩১ সালে স্থাপিত করেন কলকাতায় প্রয়োজনীয় কাঁচা মালের সহায়তায়। |
যদিও এর পিছনে বৈদেশিক ইতিহাস রয়েছে, তবে যে সময়ের উল্লেখ আমি করছি, সে সময় ভারতে প্রথম এই কোম্পানির আগমন হয়।
অনেক তথ্যই চাইলে আমরা আজকাল অবলীলায় সংগ্রহ করতে পারি, তবে মুশকিল হলো, আমাদের এই যুগে দাড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার সঠিক কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে আগ্রহী মানুষের সংখ্যা খুবই স্বল্প!
তাদের সন্ধানের বিষয় ভিন্ন, তবে আমার ইতিহাসের প্রতি একটা বাড়তি আকর্ষণ আর পড়বার অদম্য ইচ্ছা, যেকোনো বিষয়ের গোড়ার কথা জানতে বাড়তি আকর্ষণ যোগায়।
চলার পথে কত কিছুই নজরে পড়ে, তবে এরমধ্যে কতজন আছেন বলুন তো, যারা এই সমস্ত বিষয়ের গোড়াপত্তন সম্পর্কে জানতে আগ্রহী?

যদি আপনি আগ্রহীদের দলভুক্ত হন, তাহলে আপনি আমার দলে।
পরিশেষে আমার মামার বাড়ি, মানে লোকাল থানার ছবি তুলে ধরলাম। পুলিশ এর সঙ্গে বেড়ে ওঠা তাই মামা নামেই সন্মধন করলাম, যেটি আমার অনেক লেখায় পূর্বেও উল্লেখিত।
আজকেই প্রশাসনের একজনের সাথে যেমন কথা বললাম, দেশের সুরক্ষায় যারা আছেন, তাদের প্রতি আমার সর্বদা যোগাযোগ থাকে।
তবে, এর সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করবার মানসিকতা আমার নেই, ক্ষমতা প্রদর্শনের জন্য, ফলাও করে জানান দেবার জন্য নয়!
আজকের জন্য এই ছিল আমার এলাকায় অবস্থিত কিছু জিনিসের ঐতিহাসিক তাৎপর্য ছবির মাধ্যমে।


Hi friend. I see in the streets indians don't use the native alphabet. And some times in Facebook I have seen indians write their language in latin alphabet.