Advance birthday gift! আগাম জন্মদিনের উপহার!

উপহার? হ্যাঁ! উপহার প্রথম এসেছিল একজনের হাত ধরে, সেটাও ছিল আমার কাছে ভীষণ ভীষণ রোমাঞ্চকর মুহূর্ত!
তবে, সময়ের হাত ধরে অনেক সম্পর্ক হারিয়ে গেছে, তেমনি মানুষের বিচক্ষণতার অভাবের সুযোগ নিয়ে অনেকেই নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে।
আজকে উপরিউক্ত কথাগুলো মনে পড়ে গেল, তার কারণ আপনাদের সাথে ভাগ করে নেওয়া ছবি দেখলে হয়তো অনুমান করতে পারবেন।
এর আগে আমার একটি লেখায় উল্লেখ করেছিলাম, বর্তমানে আমার পূর্বে উপহার হিসেবে পাওয়া ল্যাপটপের প্যানেল খারাপ হয়ে গেছে।
যেটি ঠিক করতে ভারতীয় মূল্যে সাড়ে সাত হাজার টাকার মতো লাগবে জানতে পেরেছিলাম।
মানুষের যেমন বয়সের সাথে সাথে শরীরে নানা রোগ বাসা বাধে, যন্ত্রের ক্ষেত্রেও বিকল্প কিছু নয়, সময়ের হাত ধরে আমার জীবনের পাওয়া প্রথম উপহারের বয়স আজ প্রায় পাঁচ বছর হতে চললো!
এর আগে একবার ডাক্তার দেখানো হয়েছে, মানে চার্জার বদলানো, প্যানেল ঠিক করানো ইত্যাদি।
ল্যাপটপ ঠিক করতে হলে আমার সবচাইতে বড় সমস্যা আমার কাছে দ্বিতীয় অপশন নেই যে, সেখান থেকে এই প্ল্যাটফর্মে কাজগুলো সমাধান করবো।
তাই, এই কয়েকদিন না ঠিক মত পোস্ট লিখতে পারছিলাম, আর যে কাজ ধরুন পাঁচ মিনিটে হয়ে যাবার কথা সেটাই করতে পঁচিশ মিনিট সময় লাগছিল।
এটা একদিকে যেমন সময়ের অপচয়, তেমনি একটা মানসিক চাপের পরিস্থিতি তৈরি হয়েছিল।
প্রতিদিন মাথা ব্যথার ওষুধ খেতে হচ্ছিল, এরপর আর কি, ভাবলাম যা আছে কপালে দেখা যাবে, শুরু করলাম ল্যাপটপ দেখা।
তবে বাধ সদলো ক্রেডিট কার্ড! আমার তো ক্রেডিট কার্ড নেই, আর একসাথে এত দাম দিয়ে ল্যাপটপ কিনবার ক্ষমতা আমার নেই।
নাহ্! লজ্জার কিছু নেই, যেটা সত্যি, সেটাই উল্লেখ করছি। একটি মেয়ে একলা উপার্জন করে এই প্ল্যাটফর্ম থেকে বাড়িভাড়া, ইলেকট্রিল বিল সহ আর অন্যান্য খরচ চালিয়ে, একটা ল্যাপটপ কেনা সত্যি কষ্টসাধ্য।

কি আর করা! দোকান থেকে ক্রেডিট কার্ড এই একমাত্র নতুন ল্যাপটপ দিতে রাজি, নইলে নয়!
তাই অনেক কিন্তু কিন্তু করে, মনের সাথে লড়াই করে একজনকে জানালাম পুরো বিষয়টি।
সে রাজি হয়ে গেলো, আমি প্রথমে বলেছিলাম আস্তে আস্তে টাকা দিয়ে দেবো।
মানে মাসে মাসে, একবারে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
তাতেই সে রাজি হয়ে গিয়েছিল। এরপর আজকে ল্যাপটপ আসলে আমায় জানালো এটা আমার জন্মদিনের আগাম উপহার।
আমি জানিনা কি বলা উচিত, তবে মনে মনে একটা কিছু তো ভেবেই রেখেছি, দেখি ঈশ্বর যদি সামর্থ্য দেন!
তবে, এটা অনস্বীকার্য যে, এই মুহূর্তে আমি প্রচন্ড দুঃশ্চিন্তায় ছিলাম;
আর সেই চিন্তা থেকে মুক্তি খানিক সময়ের জন্য পেয়েছি বটে, তবে মনের বোঝা অনেকখানি বৃদ্ধি পেয়েছে।
কারণটা, ব্যাক্তিগত থাকুক! আমি কখনোই কাউকে নিজের অভিব্যক্তি বোঝাতে পারিনি।
আমার মনের লড়াই মানুষগুলো কখনোই বোঝেনি, হয়তো আমি পারিনি বোঝাতে।
আবেগ থেকে বেরিয়ে এইবার আপনার মাঝে ল্যাপটপের বিবরণ তুলে ধরছি:-
ল্যাপটপ কোম্পানি | ![]() |
---|---|
13th Gen Intel (R) core TM i5-1334U 1.30GHz | প্রোসেসর |
![]() | 16GB |
আরো বিস্তারিত ডিটেইলস ছবিতে দিয়ে দিলাম দেখে নেবেন।
আচ্ছা ফ্রী পাওয়া গেছে একটি কীবোর্ড গার্ড, একটি ব্যাগ, আর একটি হেডফোন!

ল্যাপটপের দাম পড়েছে:-
ভারতীয় মূল্য | স্টীম মূল্য |
---|---|
INR.৫৫,৫০০ | 4,631.47 স্টীম |
এরপর নাকি একটি রিমোট মাউস আর কীবোর্ড ডেল কোম্পানি পাঠাবে!
যাক, এইবার বলি যেটা ভালো দিক সেটা হলো এই ল্যাপটপ যিনি উপহার দিয়েছেন, তিনি মাইক্রোসফট ১১ আপলোড করে দিয়েছেন, সাথে এক্ বছরের ওয়ারেন্টি কে দুবছরের করে দিয়েছেন।
![]() | হেডফোন |
---|---|
কিবোর্ড প্রটেক্টর | ![]() |
![]() | ল্যাপটপ ব্যাগ |
আপাতত, খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, এইবার হয়তো যেটুকু পোস্ট বাদ পড়ছিল আর পড়বে না, কারণ সময় বাঁচবে অনেকখানি।
তবে, খানিক অর্থ হাতে আসলে আমার প্রথম ভালোবাসা, মানে আমার আগের ল্যাপটপ ঠিক করাবো।
আমি এরকমই না কিছু ভুলতে পারি, আর না কিছু সহজে বাদ দিতে পারি।
প্রথম ভালবাসা ভোলা যায়, আপনারাই বলুন?


I am happy that you have a new laptop and it has a lot of memory too for your needs. You will enjoy using it. @sduttaskitchen 💗💗💗
0.00 SBD,
0.17 STEEM,
0.17 SP
Wow, @sduttaskitchen, what a heartwarming and inspiring post! Your honesty about the struggles you faced with your old laptop and the financial challenges is truly admirable. It's incredible to see how your community rallied around you, and that early birthday gift of a new Dell laptop is just fantastic! 🎉
The detailed specs you provided are great, and those freebies (keyboard guard, bag, headphones) are the cherry on top! I especially appreciate your sentiment about fixing your first love – the old laptop. That shows such loyalty and gratitude.
This post is a beautiful testament to the power of community and the kindness of people. I'm sure many can relate to the emotional rollercoaster you described. I'm so happy you have a new tool to create amazing content here. Wishing you many productive and stress-free posts ahead! What will be the first post you write on your new laptop? I am curious! 💻✨
Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
तुम्हारी पोस्टें हमेशा प्रेरणादायक और सुंदर होती हैं! आपका कंटेंट बहुत अद्भुत है। कृपया मुझे फॉलो करें, मैं भी आपको फॉलो करूंगा। आइए एक-दूसरे का समर्थन करें, सीखें और बढ़ें। धन्यवाद! 🙏✨ #फॉलोबैक #सपोर्टचैन