Diwali -Victory of good over evil! দীপাবলি!

প্রতিটি উৎসব কেবলমাত্র আনন্দ নয়, সঙ্গে বয়ে নিয়ে আসে বার্তা!
ইতিপূর্বে আপনাদের সাথে কলকাতার দুর্গাপুজোর মুহূর্ত ভাগ করে নিয়েছি।
বর্তমানে শহরে সকলেই দীপাবলি পালন করতে ব্যস্ত, আজকে ধনতেরাস, যেটি মূলত অবাঙালিদের পালিত করে থাকে, তবে সময়ের হাত ধরে এখন বাঙালিরাও দিনটি পালন করেন, বিভিন্ন ধাতব দ্রব্য সহ অন্যান্য জিনিষ কিনে।
তবে, আজকের দিনটি ব্যবসায়ীরা শুধু জিনিষ কিনেই থেমে থাকেন না, কারণ এই দিনটির বিশেষত্ব হলো, আজকের দিনে বিশেষ মুহূর্তে কুবের দেবতার, সঙ্গে লক্ষী গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে।
তবে, অধিকতর মানুষ বিশেষত বাঙালিরা মনে করেন, কেবলমাত্র ধাতব বস্তু কিনলেই দিনটির বিশেষত্ব পালন সম্পন্ন হয়ে যায়, যেটি অসম্পূর্ণ তথ্য!
![]() | ![]() |
---|

এবার, যে কথা দিয়ে লেখা শুরু করেছিলাম সেই বিষয় ফেরা যাক! উৎসব কেবলমাত্র আনন্দ নয়, সাথে বয়ে নিয়ে আসে শিক্ষা এবং বার্তা!
দুর্গাপুজোর হাত ধরে আমরা যেমন মহিষাসুর বধ এর কাহিনী জানতে পারি, পাশপাশি মা দুর্গার সৃষ্টির কারণ এবং ইতিহাস এর সাথে মহিলা শক্তির নিদর্শন তথা গৌরব গাঁথা প্রতিটি মহিলার মানসিক শক্তির নিদর্শন।

![]() | ![]() |
---|

তাহলে দীপাবলি পালনের উদ্দেশ্যে কি?
খুব সংক্ষেপে শীর্ষক এ ইংরিজিতে উল্লেখ করেছি।
নারী এই শব্দটির সাথে নমনীয়তা, মমতা, মায়া, ত্যাগ ইত্যাদি বিশেষণ যুক্ত, যেটি সত্যি সম্মানীয়, তবে এটি সাধারণত মঞ্চে ভাষণ দেবার সময় যতখানি শব্দের মাধ্যমে প্রচারিত হয়, ব্যাক্তিগত জীবনে সেই সম্মান তারা কতখানি পেয়ে থাকেন, সেই বিষয়ে আমি বেশ সন্দিহান!
আর ঠিক সেই কারণে, মা কালীর রূপটি প্রতিটি নারীর মধ্যে সুপ্তাবস্থায় থাকা আবশ্যকীয়।
দেখবেন, আজও মহিলাদের বস্ত্রের সমালোচনা, তাদের একাকী থাকা, তার ঘরে কে, বা কারা আসা যাওয়া করে এই সমস্ত নিম্ন মানের সমালোচনা এক্ শ্রেণীর মানুষ করে থাকেন!
ঠিক সেই কারণে, উপরিউক্ত রূপটি প্রতিটি নারীর অভ্যন্তরে বহন করা উচিত, রক্তবীজ কে হত্যার কাহিনী যারা পড়েছেন তারা জানবেন মা কালীর আবির্ভাবের কারণ!
এই সময় ভূত চতুর্দশী পালিত হয় এবং ঠিক সেই কারণে এই দীপাবলির দিন কেবলমাত্র ঘর পরিষ্কার করা হয় এমনটা নয়, সাথে ঘরের কোনো কোনা আলোকিত করা হয়।
সেই নিয়মের হাত ধরে, আজকে ঘরের যাবতীয় জিনিষ ধোয়া কাচা করে, পুজো সেরে উঠতে বিকেল হয়ে গিয়েছিল।
কারণ, আজকে কিনে রাখা লাইট ঠাকুরের জায়গায় সাজাতেই আমার হাল খারাপ হয়ে গিয়েছিল, তবে কোনো কষ্টের পরিণতি যদি সুমধুর হয়, তাহলে সেই কষ্টের পরিণতি দেখে মন খুশি গিয়ে যায়।
![]() | ![]() |
---|
আজকে সন্ধ্যায় সম্পার উপহার হিসেবে দেওয়া সুগন্ধি মোমবাতি জ্বালিয়েছিলাম, যার ছবি লেখার শুরুতেই আপনাদের সাথে ভাগ করে নিয়েছি, সাথে আমি অনলাইন থেকে কিছু মোমবাতি কিনেছিলাম, সেগুলোর ছবিও আজকে আপনাদের মাঝে তুলে ধরছি।

![]() | ![]() |
---|
এরমধ্যে আছে ৬টা রাস্পবেরি ফ্লেবার ক্যান্ডেল, সাথে কিনেছি ৫০ টা মোমবাতি, দু'দিন ধরে জ্বালাবার জন্য।
আজকে সাধারণ ঘরসজ্জার ছবি আপনাদের মাঝে রইলো, সঙ্গে আগাম দীপাবলির শুভেচ্ছা।
সকলের জীবনের তমসা ঘুচে গিয়ে, আলোকিত হয়ে উঠুক সত্য, শান্তির আলোকে এই কামনা নিয়ে আজকে বিদায় নিলাম।


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟