পথ যদি সৎ হয়, সৃষ্টিকর্তা জেতার পথ প্রশস্থ করে দেন! India won the Asia Cup!

in Incredible India3 days ago
1000066421.jpg

এখন ঘরে টেলিভিশন চলছে, ভারতীয় সময় রাত বারোটা বেজে তেরো মিনিট!

আজ অনেকদিন বাদে খেলার বিষয় নিয়ে লিখতে বসেছি।
বর্তমানে গোটা বিশ্বে একরকম ক্ষমতার দম্ভের লড়াই চলছে, যেখানে কিছু দেশ নিজেদের সুবিধা মত নিজেদের দল বদলাচ্ছে, বন্ধু বদলাচ্ছে সেখানে ভারত তার জায়গায় অবিচল।

আর, এটা প্রমাণ করে আমার দেশ নীতির দিক থেকে অবিচল।
কথাগুলো যখন শব্দে রূপান্তরিত করছি, গর্বে আমার মন ভরে গেছে!
ইতিপূর্বে দু'বার হারিয়েছে পাকিস্তানকে আজকে ছিল ফাইনাল খেলা দুই দেশের মধ্যে।

কাজেই, সব কাজের মধ্যেও এই খেলা কিছুতেই উপেক্ষা করবার প্রশ্নই ওঠে না!

1000066418.jpg

আজকে প্রথম অধ্যায় কাজ করতে করতেই খেলা দেখছিলাম, এরপর দ্বিতীয়ার্ধে যখন ভারতের টার্গেট সেট হয়ে গিয়েছিল, ততক্ষণে নিজের কাজ গুটিয়ে বসে নিয়েছিলাম।

আজকে, আর একবার প্রমাণিত,
জবাবের ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে;
এবং সৃষ্টিকর্তা তাদের সাথেই থাকেন যারা সততার নজির রাখতে সক্ষম!

1000066419.jpg

দুর্ধর্ষ খেলেছে গোটা টিম, ১৪৭ রানে সমস্ত উইকেট নিয়ে নিয়েছিল ভারত, খেলার প্রথমার্ধে।

খুব সত্যি কথা বলতে এই দুই দেশের খেলা শুধু খেলা নয়, এর আড়ালে দুই দেশের মধ্যে থাকে একটি বাড়তি চাপ।
এখন অবশ্য অনেকেই দল বদলে এক্ সময়ের ইতিহাসের পাতা ছিঁড়ে ফেলে পুনরায় হাত মেলাচ্ছে, সেটা আলাদা বিষয়, কারণ যুগ যুগ ধরে সুবিধাবাদী ছিল, আর ভবিষ্যতেও থাকবে।

তবে, নৈতিক দিক থেকে যারা সদা সর্বদা এক্ থাকে, তাদের সাথে আর কেউ থাকুক বা না থাকুক সৃষ্টিকর্তার হাত তাদের উপরে থাকে।

পুনরায় বিষয়টি খেলার মধ্যে দিয়েও প্রমাণিত।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত খেলায়, নাকে ঝামা ঘষে দিয়ে ট্রফি হাতে দেশে ফিরছে আমার দেশের খেলোয়াড়।

এটা একজন ভারতীয় হিসেবে আমার কাছে গর্বের, একটি দেশ যার প্রত্যুত্তর দেবার ভাষা গোটা বিশ্বের চাইতে একেবারেই ভিন্ন!

সেটার প্রমাণ ইউএন সম্মেলনেও প্রমাণিত। শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা অনেকেই করেন বটে, তবে এসব করে বিচক্ষণ মানুষদের ঠকানো মুশকিল, বিশেষত যে দেশ প্রমাণ ছাড়া কথা বলে না।

প্রতিটা খেলায় একটি দেশকে হারিয়ে, ভারত আজ বুঝিয়ে দিয়েছে, মিথ্যের দৌড় বেশিদূর হয়না!

কি অসাধারণ বিজয়! কুড়ি ওভারের খেলা কাজেই, সল্প সময় নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দিয়েছে।

সকলের কাছেই নিজের দেশ প্রিয়, সেক্ষেত্রে দ্বিমত নেই, তবে উন্নতির পথ প্রশস্ত করে যারা ইতিহাস ভোলে না, আর খেয়ে মুখ মুছে ফেলে না।

আজকে খেলায় হিরো তিলক বর্মা, শিভম দুবে ব্যাটিং এর ক্ষেত্রে, আর বোলিং এর ক্ষেত্রে আজকের হিরো
কুলদীপ, বরুণ চক্রবর্তী।

পুরো খেলাটা ছিল একটা টানটান উত্তেজনায় ভরা, অনেক সময় অকারণে নষ্ট করেও শেষ রক্ষা করতে অক্ষম হয়েছে তিনবার ভারতের কাছে হেরে যাওয়া দেশ!
এটাই নতুন ভারত, ঢিল মারলে;
পাটকেল খেতে হবে!

1000010907.gif

1000010906.gif

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...