Navigation & Navigator! দিক নির্দেশক এবং নির্দেশনা!

in Incredible India2 days ago

1000066753.jpg

লেখার শীর্ষক যদিও বর্তমান সময়ের নিরিখে নির্ধারিত, এবং একটি শব্দ কিভাবে ভিন্নার্থে ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনে তার একাধিক উপমা ইতিপূর্বে একাধিক লেখায় উল্লেখিত!

পুরোনো সময় কম্পাস ব্যবহৃত হতো, এখনও ব্যবহৃত হয় তবে তার গঠনমূলক পদ্ধতিতে আধুনিকীকরণ করা হয়েছে।

তবে, যন্ত্র উন্নত হোক কিংবা আধুনিকীকরণ তার মুল প্রয়োগ যেনো সঠিক এবং যথার্থ হয়, এটাই লক্ষ্যণীয় বিষয়।

মূলত সমদ্রে সঠিক দিক নির্দেশনার ক্ষেত্রে নাবিক কম্পাস ব্যবহার করতো এখনো যারা ডিসকভারি চ্যানেল দেখে থাকেন, তারা হয়তো জানবেন, মাছ ধরতে জেলেরা যখন উত্তাল সমুদ্রে মাসের পর মাস কাটিয়ে দেন, তখন আবহাওয়ার পূর্বাভাস সহ এই দিক নির্দেশক যন্ত্রের গুরুত্ব কতখানি।

বর্তমান সময়ে, গাড়িতেও এই নেভিগেটর কিংবা দিক নির্দেশক এর ব্যবহার করা হয়, পাশাপশি যান্ত্রিক আধুনিকীকরণ করে গাড়ির চালকের সুবিধার্থে গাড়ির অভ্যন্তরীণ পরিবর্তন করা হয়েছে, যার দ্বারা গাড়ি পার্কিং করবার সময় এই নেভিগেটার সহায়ক, পাশাপশি ট্রাফিক সম্পর্কে ওয়াকিবহাল করাতে সহায়ক!

1000066692.jpg

এখন দেখুন, এই সুবিধাগুলো একদিকে যেমন মানব সৃষ্টির নিদর্শন, অন্যত্র এদেরকে সঠিক ভাবে পরিচালনার হাতও কিন্তু সঠিক হবার প্রয়োজন আছে।

যেকোনো সৃষ্টি যদি সঠিক মানুষ দ্বারা তথা তার পরিচালনা যদি সঠিক হাতে না থাকে, তাহলে সেটি কখনোই সুফল বয়ে আনে না!

জীবনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য বলে আমার মনে হয়।
যদি জীবনের দিক নির্দেশক বিপরীত মানসিকতা সম্পন্ন হয়, তাহলে তার পরিচালনায় পরিচালিত ব্যাক্তি কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছতে সক্ষম হতে পারে না!

1000066670.jpg

এবার বোঝার বিষয় কি করে বোঝা যাবে, দিক নির্দেশক সঠিক ভাবে দিক নির্দেশনা করছে কি না?

দৈনন্দিন জীবনের কিছু বিষয় যদি একটু বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করা যায়, তাহলে এটি সুস্পষ্ট হয়ে যায়!

  • যোগ্য সম্মান সমান ভাবে পাচ্ছেন কিনা!
  • মুখের মিষ্টতা দিয়ে পাপোশ( আত্মমর্যাদা হীন)হয়ে, কেবলমাত্র ব্যবহারের সামগ্রী হয়ে থাকছেন কিনা!
  • বাহ্যিক সুখ দিয়ে, অভ্যন্তরীণ মর্যাদা ক্ষুণ্ন করছেন কি না!
  • আপনার জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে, মিথ্যে খুশিতে আপনাকে আলোকিত করে রাখছেন কিনা!

জীবনের সঠিক নেভিগেটর কিংবা সঠিক দিক নির্দেশক কখনোই কেবলমাত্র নিজের সুবিধার্থে অন্যদের পরামর্শ কিংবা পরিচালনা করে না! এক্ষেত্রে এই সকল ব্যক্তির লক্ষ্য থাকে যৌথ এবং নিঃস্বার্থ!

1000066988.jpg

1000066989.jpg

কারণ, সুদূর প্রসারী জীবনের মূলমন্ত্র ভুল বুঝিয়ে পরিচালনা নয়, বরঞ্চ সত্য দিয়ে সকলকে একত্রে যুক্ত রাখা!

ধরুন আপনি নেভিগেটর সম্পর্কে অদক্ষ, আর আপনাকে একটি দামী গাড়ি, নেভিগেটর সহ দিয়ে দেওয়া হলো, এবং পাশের আসনে একজন দক্ষ ব্যক্তিকে বসিয়ে দেওয়া হলো!
যিনি আপনাকে এই যন্ত্র সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করবেন।

1000066693.jpg

যদি সেই ব্যাক্তি সঠিক মানসিকতা সম্পন্ন না হয়, তাহলে তার শেখানোর পদ্ধতি এমন প্যাঁচালো হবে যে, আপনার সবটাই মাথার উপর দিতে চলে যাবে!

এটির কারণ কি?

এর দুটি কারণ হতে পারে,

  • প্রথমত, তিনি নিজে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হলেও, একজন অদক্ষ শিক্ষক!

  • দ্বিতীয়ত, ইচ্ছেকৃত কাজটি তিনি করবেন, যাতে আপনি ব্যাক্তির উপর সর্বদা নির্ভরশীল হয়ে থাকেন!

তাই, আধুনিক প্রযুক্তি হোক কিংবা ব্যাক্তি জীবনে যদি নেভিগেটর সঠিক না হয়, তাহলে জীবনের পালের, সঠিক সময়ে, সঠিক দিক পরিবর্তন যেমন সম্ভব নয়! তেমনি, স্বার্থপর তথা সুবিধাবাদী আত্মকেন্দ্রিক দিক নির্দেশকের নির্বাচন এর কারণে, জীবন নরক হয়ে যাওয়াও অসম্ভব কিছু নয়!

উপরিউক্ত লেখনী একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে উল্লেখিত, কাজেই সহমত পোষণের আশা ছাড়াই নিজের অভিমত তুলে ধরছি।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...