Perfume review Bella Vita! আমার অভিজ্ঞতা বেলা ভিটা সম্পর্কে!
![]() |
---|
২০২৪ এর বিগ বস দেখার সময় উপরের নামটির সাথে প্রথম পরিচয় হয়!
বারংবার এই কোম্পানির সুগন্ধির বেশ প্রশংসা করছিলেন ওই অনুষ্ঠানে আসা সেলিব্রেটিরা।
চাকরির সুবাদে বাইরে বেরোতে হতো তাই আমার দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর মধ্যে কবে যেনো নিজের অজান্তেই বিভিন্ন সুগন্ধি ঢুকে পড়েছে আমার সাজ পোশাক এর মাঝে!
যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম, উপরে উল্লেখিত পারফিউম অথবা সুগন্ধি সম্পর্কে।
এরপর দেখলাম এক্ এক্ করে কোম্পানিটি পুরুষ, মহিলা এবং ইউনিসেক্স পারফিউম বাজারে আনতে শুরু করলো, এবং অনুষ্ঠানের মাধ্যমে সকলেই প্রতিটি সুগন্ধির ভুয়সী প্রশংসা করছিলেন।
মনে মনে ভাবলাম, ধুর এসব বিজ্ঞাপন দেবার অজুহাত!
আমার আবার সুগন্ধি নিয়ে নাক উঁচু কাজেই ওই কেউ বললেই আমার সেটা ভালো লাগবে আর কেনার জন্য মরিয়া হয়ে উঠবো এমনটি নয়।
আমি উগ্র গন্ধ সেটা যেকোনো জিনিসের সহ্য করতে পারি না এলার্জির কারণে, আমাকে তাই ভীষণ মাইল্ড সুঙ্গন্ধিত জিনিষ ব্যবহার করতে হয়।
এরপর বিগ বস শেষ, আমার মাথা থেকে সুগন্ধির প্রতি উৎসাহ উবে গেল! যা হয় আর কি!
ওই ইংরিজিতে আছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড!


আগের যে সুগন্ধি ছিল তার মোটামুটি সবটাই শেষের পথে, শুধু একটি সুগন্ধি আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই ব্যবহার করি, কারণ ওটি আমার ভীষণ প্রিয়।
তাই যত কম খরচ করা যায়, আমি খোঁজ করে দেখেছি, না ওই পারফিউম দোকানে পেয়েছি আর না অনলাইনে, কাজেই হিসেব করে ব্যবহার করি, আর যতবার ব্যবহার করেছি, আমাকে একবার হলেও কেউ না কেউ জিজ্ঞাসা করেছে পারফিউমের নাম!
যাক গে যে অভিজ্ঞতা ভাগ করতে হাজির হলাম সেই প্রসঙ্গে ফেরা যাক।
যখন দেখছি প্রায় নিরুপায়, পারফিউম না কিনলেই নয়, তখন মনে পড়ে গেলো বিগ বসের কথা!
সঙ্গে সঙ্গে আমাজন অনলাইন অ্যাপ সার্চ করে পেয়ে গেলাম বেলা ভিটা, আর কেনার হিড়িক আর রিভিউ দেখলাম দুর্দান্ত!
![]() |
---|
(শুধু দেখুন কতজন কিনেছে আর কি দূর্দান্ত রিভিউ!) |
---|
দেখুন আপনাদের ছবি দিয়েছি, নিজেরাই বুঝবেন। মনে হলো এতগুলো মানুষ নিশ্চই অকারণে এত ভালো রিভিউ দেবেন না!
এবার দেখলাম এটি ভারতে উৎপাদিত পণ্য, ব্যাস আর কে পায়?
প্রথমে বড়ো না কিনে ঠিক করলাম, চার রকমের 20ml এর সুগন্ধি নেওয়া যাক, এর মধ্যে যেটা সবচাইতে পছন্দ হবে, পরে নয়তো সেটার বড়টা কিনবো।
এতে করে জিনিসের কোয়ালিটি যেমন বোঝা যাবে তেমনি নিজের পছন্দ বেছে নিতে সুবিধা, আর সত্যি বলতে 80ml এর মূল্য এমন কিছু নয়, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম।
এবার যখন সেটি এসে পৌঁছাল সত্যি আমি দ্বন্দ্বে পড়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা আগে ব্যবহার করবো!
প্রতিটা পারফিউম অসাধারণ, আমি একটুও বাড়িয়ে বলছি না, অন্ততঃপক্ষে আমার প্রতিটা পারফিউম ভীষণ পছন্দ হয়েছে।
এর কারণ একদিকে যেমন গন্ধ অন্যদিকে দীর্ঘমেয়াদি এর সুগন্ধ টিকে থাকা।
![]() |
---|
MRP(20×4)80ml | INR.849 | 66.44steem |
---|---|---|
Paid (after discount) | INR.505 | 39.52steem |
![]() |
---|
পারফিউম যারা ব্যবহার করেন, তারা জানবেন এটি যদি সঠিক ভাবে ব্যবহার করা যায়, তাহলে বহুদিন যায় একটি সুগন্ধি, আসলে অনেকেই পারফিউম শরীরের কোন অংশে কতদূর থেকে এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেটা সম্পর্কে অবগত নন, যদি সঠিক ভাবে ব্যবহার করতে জানেন তাহলে এর সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়।
পরিশেষে জানিয়ে রাখি, ডিওড্রেন্ট আর পারফিউম ব্যবহারের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন।
আর উপরিউক্ত কোম্পানি যতদিন নিজেদের সামগ্রীর এই মান ধরে রাখবেন, আমি অবশ্যই এটি ব্যবহার করে যাবো সারা বছর।
আপনাদের মধ্যে করা সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করেন মন্তব্যের মাধ্যমে জানতে ভুলবেন না।
সঙ্গে আপনার পছন্দের সুগন্ধির নামটিও জানাবেন কেমন?


আমার ব্যবহার করা সুগন্ধির মধ্যে প্রিয় হয়েছে বাবা-চাচারা প্রবাস থেকে যা পাঠিয়েছে সেগুলোই। নিজে কখনও কিনিওনি। প্রিয় কোন ব্র্যান্ডও নাই। 😂
এমনিতে শাহরুখ যখন যেটার বিজ্ঞাপন করে সেটাই প্রিয় আমার।
আমিও আগের বছর এই কোম্পানির পারফিউম কিনেছিলাম। আমিও যেহেতু প্রথমবার কিনেছিলাম তাই প্রথমেই বড়টা না কিনে বরং এই ৮০ml এর সেটটাই কিনেছিলাম। ব্যক্তিগতভাবে আমারও এই কোম্পানির পারফিউমের গন্ধ খুব ভালো লেগেছে।
তাই আমি আমার বরের জন্যেও একটা সেট অর্ডার করেছিলাম। ছেলেদের পারফিউমের সেটটাও খুব ভালো ছিল।
প্রথমবার ১ টাই অর্ডার দিয়েছিলাম কারণ পারফিউমের ব্যাপারে আমার মতন সেও ভীষণ খুঁতখুঁতে। উগ্র গন্ধ আমাদের কারোরই পছন্দ নয়। তবে তারও খুব পছন্দ হয়েছিল তাই পরেরবার আরো দুটো অর্ডার করা হয়েছিল।
@radjasalman, thank you for your support 😊