ভারতের গৌরব গাঁথা - নারী শক্তি! When it's about the pride of the nation!

দেশ, জাতি, ঘর হোক কিংবা বাইরে স্বাধীনতার মূল্যায়ন আজও অনেকেই করতে অক্ষম!
এটা দুর্ভাগ্যের কারণ একটাই আর সেটা হলো মানসিকতা! লিঙ্গ বৈশমতা, ধর্ম নিয়ে রেষারেষি আজও এই উন্নত সমাজের ব্যাধি!
তবে, কিছু চতুর আছেন যারা পিছনে বিষয়টি নিয়ে কলকাঠি নেড়ে উত্তেজিত করে যুব সম্প্রদায় কে বিভ্রান্ত করে অসময় হাতে কলমের পরিবর্তে তুলে দিচ্ছে হাতিয়ার!
আর ঠিক এটির পরিণতি স্বরূপ ধর্ম জিজ্ঞাসা করে নিষ্পাপ ২৬ টি প্রাণ অকালে ঝরে পড়েছিল পেহেলগাম এ বেড়াতে গিয়ে।
এই নৃশংস হত্যাকাণ্ডে মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করে সিঁথির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল বলে, সেই সকল পিছনে আঙুল ঘোরানো বর্বর জাতিকে উচিত জবাব দিতে যে অপারেশন চালানো হয়েছিল, তার নামকরণ করা হয়েছিল সিঁদুর!
অবশ্যই দেখবেন যদি সঠিক তথ্য প্রমানসহ সংগ্রহ করতে চান! |
---|
সবচাইতে মূল্যবান বিষয় আজকে আপনাদের মাঝে কিছু ভিডিও মাধ্যমে তুলে ধরছি, কারণ ভীরু পিছনে গল্প বানিয়ে নিজেদের বড়াই করে বেড়ালেও আমার দেশ ভারত প্রমাণ ছাড়া কথা বলে না।
নারী শক্তির ক্ষুদ্র উদাহরণ এই অপারেশন এর মাধ্যমে সমগ্র পৃথিবী দেখেছিল।
ভারতের নারী শালীনতা বজায় ততক্ষণ রাখে যতক্ষণ তার মধ্যে চন্ডি এবং দুর্গাকে কেউ অবজ্ঞা না করছে!
এই অপারেশনে তিনজন নারী যারা সেই সময় এই যুদ্ধের কান্ডারী ছিলেন, তাদের মুখে অনেকেই ভাষা বুঝলে জানতে পারবেন, কোথায় অনেকের সাথে এই নারীদের মানসিকতার পার্থক্য।
মুখ বুজে দাসত্ব প্রথার বাইরে গিয়ে নিজেদের ক্ষমতা দেখিয়েছে গোটা বিশ্বকে।
যারা নিজেদের ঘুন ধরা ধর্মের আড়ালে লুকিয়ে রেখে দায়িত্ব ঝেড়ে না ফেলে, মাতৃভূমির মর্যাদা রক্ষায় এগিয়ে এসে নিজ নিজ ভূমিকা পালন করেছেন এই অপারেশন সিঁদুরের সময়।
আমার গর্ব আমার দেশের মাটির মুল স্রোত এখনও সঠিক দিকে বইছে, কুসংসার এখনও এতটা বিস্তার লাভ করতে পারেনি আর ঠিক সেই কারণে যে মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দিয়ে গিয়েছিল কিছু বর্বর, তাদের সমূলে উৎপাটিত করেছে এই তিন নারী সহ দেশের সেনা শক্তি।
ভারত শান্তিপ্রিয় দেশ, তবে তার অর্থ এটা আদপেই নয়, দেশের আত্মমর্যাদা, দেশের নাগরিক সুরক্ষায় আমার দেশের সেনা মুখবুজে থাকবে।
স্থল:- 🫡 | ![]() |
---|---|
বায়ু:- 🫡 | ![]() |
নেভি:- 🫡 | ![]() |
এই অপারেশন বুঝিয়ে দিয়েছে, ভারত এবং এই দেশের নারী কোন শিক্ষায় শিক্ষিত তথা তাদের রক্তে দেশভক্তির জোয়ার বইছে কি ভীষণ রকম ভাবে, যেখানে সে ভুলে যায় তার পরিবার আছে, তার প্রাণের মায়া আর অনেক আত্মকেন্দ্রিকতা!
১৫ই আগষ্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। ওইদিন টেলিভিশনের পর্দায় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের একটি শো এ এসেছিলেন, স্থল, বায়ু এবং জল এই তিন স্থানের দায়িত্ব প্রাপ্ত তিন নারী।

নারী শক্তির অনেক উদাহরণের মধ্যে অনন্য দৃষ্টান্ত! নিজেদের মুখে বর্ণনা করেছে, নিজেদের বেড়ে ওঠার কাহিনী, পাশাপশি সামাজিক বার্তা আর কিছু মিথ্যের পর্দা উন্মোচন করেছে প্রতিবেশী দেশের।
ওইদিন কিছু ভিডিও টেলিভিশন থেকে রেকর্ড করেছিলাম, সেগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি।
হয়তো ভিডিও দেখে খানিক স্বাধীনতা শব্দের প্রকৃত অর্থ বুঝলেও কিছু মানুষ বুঝতে পারেন আর সর্বোপরি আমার দেশ ভারত আজ বিশ্ব মঞ্চে কোথায় দাঁড়িয়ে তার একটি উদাহরণ আগের লেখায় একটি ভিডিওর মাধ্যমে উল্লেখ্য;
আর আজকে দেশ রক্ষায় ভারতের ক্ষমতার সামান্য উদাহরণ রইলো!
এটি নতুন ভারত, কাজেই উপরিউক্ত বিষয় তার একটি ছোট্ট উপমা মাত্র।

