The Diary Game -(06 January 2025)

in Incredible India7 months ago

ডাইরিগেম

রবিবার
তারিখ: ০৫ জানুয়ারি ২০২৫।


1000029388.jpg
কভার ফটো

আসসালামু আলাইকুম

শুভ সকাল বন্ধুরা। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম বাইরে গিয়ে কিছু সময় হাটাহাটি করলাম। কেননা শীতের সকালে হাটাহাটি করতে অনেক ভালো লাগে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে সকালে নাস্তা করে রেডি হয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে গিয়ে কাজের পজিশন নিয়ে আমার ইনচার্জ স্যারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে আমার স্যার চলে আসলো এবং স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতে শুরু করলাম। কাজ করা শেষ করে সকাল ৯ টার দিকে নাস্তা করার জন্য অফিস থেকে বেরিয়ে আসলাম এবং একটি চায়ের দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে হালকা নাস্তা করলাম এবং চা খেলাম। চা খাওয়া শেষ করে পুনরায় অফিসে চলে আসলাম এবং অফিসে এসে কাজ করতে শুরু করলাম। কাজের ফাঁকে আমার অফিসের ভেতরে দেখলাম যে ইন্ডিয়া থেকে উপহার পাওয়া দুটি লোকোমোটিভ আমাদের অফিসে সিডিউল কাজের জন্য দেয়া হয়েছে এবং এটি সিডিউলের নিয়ম অনুযায়ী কিছুদিনের ভিতরে কাজ শুরু হবে। তো কাজের ফাঁকে আমি লোকোমোটিভ দুটি ছবি তুললাম।

1000029390.jpg
দুটি লোকোমোটিভ এর তোলা ছবি।

ছবি তোলা শেষ করে আমি বাসায় আসার জন্য রওনা দিলাম। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিলাম। এরপরে গোসল করে নিলাম। গোসল করা শেষ করে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপরে খাবার কাজ শেষ করে আরো কিছু সময় বিশ্রাম নিয়ে অফিসের সময় অনুযায়ী আমি রেডি হয়ে আবার অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে স্যারের নির্দেশ মতন যে কাজগুলো ছিল সেগুলো আমরা পুনরায় করতে শুরু করলাম। বিকাল ৩ টার দিকে অফিসের বাইরে চলে আসলাম। এসে হালকা কিছু নাস্তা করলাম। সে সময় দেখলাম যে একজন চিড়া মাখা বিক্রেতা সেই দোকানে পাশ দিয়ে যাচ্ছিল। তো তার কাছ থেকে আমরা কিছু চিড়া মাখা খেলাম।

1000029421.jpg
চিড়া মাখা।

খাওয়া শেষ করে আমরা আবারো অফিসে চলে আসলাম। অফিসে এসে আর কোনও কাজ না থাকায় আমরা কলিগেরা মিলে কিছু সময় আড্ডা দিতে লাগলাম।

অফিস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিলাম। এরপর সন্ধ্যার দিকে বাসার সামনের একটি দোকানে চলে গেলাম চা খাওয়ার জন্য। দোকানে গিয়ে চায়ের অর্ডার দিলাম এবং চা খেলাম।

1000029409.jpg
চা।

চা খাওয়া শেষ করে বাসার জন্য কিছু পিঠা অর্ডার দিলাম। অবশ্য শীতের সন্ধ্যার সময় এই দোকানে ভাপা পিঠা ও চিতই পিঠা পাওয়া যায়। তো আমি বাসার জন্য কয়েকটা পিঠার অর্ডার দিলাম। সেই সময় দেখখাম যে চাচা পিঠা বানাচ্ছিল।

1000029416.jpg
পিঠা তৈরি করার সময় তোলা একটি ছবি।

সন্ধ্যায় গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এরপর বাসার জন্য কয়েকটা পিঠা ক্রয় করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে দেখা করলাম এবং তাদের সাথে কিছু সময় আড্ডা দিলাম। এরপর একটি হোটেলে গিয়ে সন্ধ্যার সময় আমরা গুড়ের মিষ্টি খেলাম। অবশ্য গুড়ের মিষ্টি অনেক সুস্বাদু ছিল যার কারণে খাওয়ার আগে একটি ছবি তুলে নিলাম।

1000029422.jpg
গুড়ের মিষ্টি।

মিষ্টি খাওয়া শেষ করে চা খেলাম। চা খাওয়া শেষ করে বিল দিয়ে আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসলা। এরপর আমরা আরো কিছু সময় বাজারে ঘোরাঘুরি করতে লাগলাম। এরপর আমার বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমি সেখান থেকে চলে আসবে এমন সময় আমার এক কলিগের সাথে দেখা হল। তার সাথে কিছু সময় আড্ডা দিয়ে আবারো নাস্তা করার জন্য একটি হোটেলে প্রবেশ করলাম। সেখানে গিয়ে গুড়ের তৈরি একটি সন্দেশ খেলাম।

1000029423.jpg
গুড়ের তৈরি সন্দেশ।

সন্দেশ খাওয়া শেষ করে সেখান থেকে চলে আসলাম। এরপর কলিগকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে কিছু সময় মোবাইল ফোনে গেমস খেলে আমি ঘুমিয়ে পড়লাম।


লোকেশনপার্বতীপুর, দিনাজপুর।
ডিভাইসস্যামসাং এ৫৫।


Sort:  
 7 months ago 

আপনার সারাদিনের কার্যক্রম দেখে, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন, আপনার সারাদিনের কাজকর্ম পড়ে খুব ভালো লাগলো। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম, আপনি বাংলাদেশ রেলওয়ের একজন সরকারি চাকরিজীবী। আপনার পোস্টটি পড়ে আরেকটি বিষয় জানলাম, আপনার বন্ধুত্বের সাথে আপনি হোটেলে গিয়ে গুড়ের মিষ্টি গুড়ের সন্দেশ খেয়েছেন যা অনেক সুস্বাদু ছিল, এসব দেখে লোভ সামলাতে পারতাছিনা ভাই , আমি কখনোই গুড়ের মিষ্টি খাই নাই! ইনশাল্লাহ খাবো যদি কোনদিন সম্ভব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

 7 months ago 

ধন্যবাদ।

Loading...

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 7 months ago 

নিজের অফিসের কাজগুলো করার পাশাপাশি নিজেকেও কিছুটা সময় দিয়েছেন আসলে এইভাবে চিড়া মাথা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে অনেক বেশি ঝাল দিয়ে যদি মাখা হয় তাহলে তো আর কোন কথাই নেই আমি এখনো পর্যন্ত গুড়ের মিষ্টি কিংবা সন্দেশ কোনটাই খাইনি অবশ্যই যদি কখনো সামনে পাই তাহলে খাওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 7 months ago 

ধন্যবাদ