Better Life With Steem | | The Diary Game | | 23 March, 2024

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1711285732503.jpg

আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় গতকালকেও সঠিক সময়ের মধ্যে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আবহাওয়া একটু খারাপ। প্রতিদিনের মতোই বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। সকালবেলা একটু হাটাহাটি করলে শরীর ফ্রেশ লাগে। তারপর তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এদিকে মা ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম করেছে। আমার বাবা কয়েকদিন থেকে অসুস্থ। রাত হলে জ্বর আসে, আবার দিনের বেলা জ্বর থাকে না এরকমটা অনেকদিন থেকেই হচ্ছে।

IMG_20240323_091000.jpg

এজন্য চিন্তা করলাম আমার ল্যাবে কিছু টেস্ট করাবো। এজন্য আগের দিন রাতেই আমি আসার সময় ব্লাড কালেকশনের জন্য যা যা লাগে সবকিছু নিয়ে এসেছিলাম। যাওয়ার সময় বাবার কাছ থেকে ব্লাড কালেকশন করেছি। তারপর রেডি হয়ে তাড়াতাড়ি ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

IMG_20240323_115942.jpg

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই সুস্থভাবে ল্যাবে পৌঁছে গিয়েছি। ল্যাবে পৌঁছে আমার যে সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে শেষ করেছিলাম। গতকালকে সকালবেলা কাজের কোন প্রেসার ছিল না এজন্য কিছু সময় ফার্মিতে ছিলাম। এর মাঝে একজন অসুস্থ রোগী এসেছিলেন। পরে ওনাকে স্যালাইন লাগিয়ে দিয়েছিলাম।

প্রতিষ্ঠানের এসব ছোটখাটো কাজ আমি করে থাকি। শুধু ল্যাবের কাজ করলেই যে,অভিজ্ঞতা বাড়ে এরকম না। পাশাপাশি অন্য ধরনের কাজ করলেও অভিজ্ঞতা হয়।পরে একটু বেলা হয়ে গেলে বাসা থেকে যে, বাবার ব্লাড কালেকশন করে নিয়ে এসেছি সেগুলো টেস্ট করেছিলাম। বাবার অনেক কয়েকটা টেস্ট করেছি।
1. Haemoglobin
2. ESR
3. RBS
4. S. Creatinine
5. Widal

IMG_20240323_211757.jpg

সবগুলো টেস্ট করার পর শুধু একটিমাত্র টেস্টের সমস্যা পেয়েছি। বাবার Widal Test পজিটিভ ছিল। মানে বাবার জ্বর থেকে টাইফয়েড হয়ে গেছে। যার কারণেই অনেক দিন থেকে জ্বর কমছে না। তবে আমিও একটু ধারণা আগেই করেছিলাম যে, হয়তোবা বাবার টাইফয়েড হয়েছে। পরে বাসায় কথা বলার পর সবাই একটু চিন্তায় পড়ে গেছিল। তবে বাবাকে জানানো হয়নি কারণ বললে টেনশন করবে।

আমি আগের বিগত পোস্টে বলেছিলাম আমার আপু ডাক্তার। তাই আপুর সঙ্গে পরামর্শ করার পর আপু বলেছিল আমাদের ল্যাবে যে, স্যার আছে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে একটা প্রেসক্রিপশন করার কথা বলেছে। পরে বিকেলবেলা ডাক্তার আসার পর বাবার সবকিছু রিপোর্টের কথা বলে স্যারের কাছ থেকে একটি প্রেসক্রিপশন করে নিয়েছি। তবে স্যার বলেছিল টেনশনের কিছু নাই কিছুদিন ঔষধ খেলে ঠিক হবে।

IMG_20240323_145853.jpg

গতকালকে আমাদের এই দিকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। পরে স্যারের কাছ থেকে বাবার প্রেসক্রিপশন করে নিয়ে তাড়াতাড়ি ল্যাব বন্ধ করে দিয়েছিলাম। কারণ সন্ধার পর একটু বৃষ্টি কমে গিয়েছিল। এজন্য তাড়াতাড়ি বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।

IMG_20240323_220836.jpg

বাসায় গিয়ে দেখি প্রতিদিনের মতোই মা বসে অপেক্ষা করতেছে। পরে সবাই মিলে একসঙ্গে রাতের ভাত খেয়েছিলাম। পরে মায়ের সাথে বাবার এসব বিষয় নিয়ে কথা বলেছিলাম। পরে মোটামুটি রাত হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

ধন্যবাদ

Sort:  
Loading...
 last year 

আপনার বাবার নিয়মিত রাতে জ্বর আসে তাই আপনি নিজেই পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেন। পরীক্ষায় ধরা পড়লে ওনার টাইফয়েড হয়েছে। টাইফয়েড রোগটি বেশ কঠিন রোগ। ভালো হয়ে গেলেও কোন না কোন ক্ষতি করে যায়। আপনার বাবার দিকে খেয়াল রাখবেন তার যত্ন নেবেন। ওনার আশু আরোগ্য কামনা করছি।

 last year 

আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমার পোস্ট সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 last year 

প্রথমেই আমি আপনার বাবার জন্য প্রার্থনা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক আপনাদের মাঝে।
এবং আপনি খুব সচেতনতার সাথে দ্রুত চিকিৎসা দিয়েছেন আশা করি সুস্থ হয়ে উঠবে।। ভালো লাগলো আপনার আজকের দিনের কার্যক্রমটি পড়ে।।

 last year 

আমার বাবার জন্য দোয়া করবেন আপু। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।

 last year 

সকালবেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য অনেক কিছু উপকার।। আজকে ল্যাবে এসে কাজ করবেন সে জন্য রাতেই সবকিছু রেডি করেছেন।। আসলে আগে থেকেই সবকিছু রেডি করলে কাজ করা অনেক সহজ হয়।।

 last year 

আমার পোস্ট পড়ে সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

আপনার বাবার রক্ত টেস্ট করেছেন আর রক্ত টেস্ট করলে সব ধরনের রোগ ব্যাধি ধরা পরে যায় ৷ আমাদের উচিত সঠিক সময়ে রক্ত পরীক্ষা করা তাহলে আমরা লুকিয়ে থাকা রোগ খুব সহজে ধরতে পারবো ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 last year 

আমার বাবার জন্য দোয়া করবেন ভাই।যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আপনার জন্য ও শুভ কামনা রইল।

 last year 

প্রথমেই বলবো আপনি অসুস্থতার কথা না জানিয়ে ভালো করেছেন। একজন রোগির মানসিকভাবে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। কোনো কারনে রোগির মনোবল যদি ভেঙে যায় তাহলে তাদের অসুস্থতা আরও বেশি মারাত্মক আকার ধারন করে।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন কারণ একজন অসুস্থ রোগীকে তার নিজের রোগের সমস্যা বললে তারা আরো ভয় পায় । আমার বাবার জন্য দোয়া করবেন ভাই তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।