Better Life With Steem | | The Diary Game | | 29 March, 2024

in Incredible India2 years ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1711787256815.jpg

Edit by canva

আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় গতকালকেও সেহরির সময় উঠে সেহরি খেয়েছি। গতকালকে আমার বড় আপু একদিনের ছুটিতে বাসায় এসেছে। অনেকদিন পর সবাই একসাথে সেহরি খেয়েছি। খাওয়া শেষ করে প্রতিদিনের মতই আবারো ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা ৮:৩০ মিনিটের দিকে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছি।পরে বাইরে কিছুক্ষণ হাটাহাটি করেছিলাম।

সকালবেলা একটু বাইরে হাটাহাটি করলে কেন জানি খুব ভালো লাগে। পরে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নিয়েছি। এদিকে মা আমার আগেই ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম করেছে। আপু বিকেলে আবারো চলে যাবে এজন্য মা আপুর জন্য কিছু রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপুর সাথে আর দেখা হবে না, পরে আপুর কাছ থেকে বিদায় নিয়ে ল্যাব যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।

IMG_20240329_105618.jpg

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই সুস্থভাবে ল্যাবে পৌঁছে গিয়েছি। ল্যাবে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে শেষ করেছিলাম। তবে গতকালকে ল্যাবে আমার খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। আমাদের ল্যাবের Calcium রিএজেন্ট শেষ হয়ে গেছিল। এজন্য কোম্পানির কাছ থেকে Calcium রিএজেন্ট অর্ডার দেওয়া ছিল। গতকালকে সেই রিএজেন্ট এসেছে।

IMG_20240329_110721.jpg

নতুন রিএজেন্ট নিয়ে আসার পর সর্বপ্রথম আমাদেরকে Litterateur দেখে কাজ করতে হয়। এজন্য আমি সবকিছু দেখে শুনে চেক করে নিয়েছিলাম। সবকিছু দেখে নেওয়ার পর আমাদের Biochemistry মেশিনের সাথে রিএজেন্ট দিয়ে Adjust করে নিতে হয়। এসব কাজ শেষ করতে মোটামুটি দুপুর হয়ে গেছিল। পরে বাকি সময় ফার্মেসিতে থেকে যোহরের আযান দিলে নামাজ পড়তে গিয়েছিলাম। গতকালকে শুক্রবার ছিল আমাদের মুসলমানদের জন্য জুমার নামাজের দিন।

IMG_20240329_132233.jpg

নামাজ পড়ে প্রতিদিনের মতোই বিকেলে শুয়ে রেস্ট করেছিলাম। গতকালকে বিকেলবেলা ডাক্তার আসার কথা ছিল। কিন্তু হঠাৎ ডাক্তার অসুস্থ হওয়ার জন্য তিনি আসতে পারেনি। পরে বিকেলে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। বিকেল বেলা সূর্যের দিকে খেয়াল করলাম, সূর্য অস্ত যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। পরে ইফতারের সময় হয়ে গেলে ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছি।

IMG_20240329_180532.jpg

প্রতিদিনে সবার জন্য আমাকে ইফতার তৈরি করতে হয়। ইফতার খেয়ে মাগরিবের নামাজ পড়েছিলাম। ডাক্তার ছিল না পরে আর বেশিক্ষণ দেরি করিনি।তাড়াতাড়ি ল্যাব বন্ধ করে পার্বতীপুর বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়েছিলাম মূলত আমার বাবার ঔষধ শেষ হয়েছে ওষুধ কেনার জন্য। ঔষধ কিনে বাসায় যাওয়ার সময় হোটেলের চা খেয়েছি।

IMG_20240329_214509.jpg

আলহামদুলিল্লাহ বাসায় সুস্থভাবে পৌঁছে সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেয়েছিলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ ল্যাপটপে নাটক দেখেছি। পরে ঘুমানোর আগে মা আমাকে তরমুজ খেতে দিয়েছিল। আমরা সবাই জানি, বর্তমানে তরমুজের অনেক দাম, যা বলার মত নয়। তরমুজ খেয়ে কিছুক্ষণ মোবাইল চালিয়েছিলাম। পরে মোটামুটি রাত হয়ে গেলে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 years ago 

আপনার গত দিনের কার্যাবলী পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুব চমৎকার ভাবে আপনার গত দিনটি পার করেছেন।

বর্তমানে বাজারে তরমুজের যে দাম তাতে তরমুজে হাত দেওয়াই চলে না। সরকার যদিও তরমুজ কেজি হিসাবে বিক্রয় নিষিদ্ধ করেছে, কিন্তু কে শোনে কার কথা। কোনো বিক্রেতাই কেজি ছাড়া পিচ হিসাবে বিক্রয় করে না।
তারপরও ৪-৫ দিন আগে ৫০৳ কেজি দরে তরমুজ কিনেছিলাম শুধুমাত্র ছেলের আবদার মেটাতে।

সব মিলিয়ে আপনি অনেক ভালো একটি দিন পার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার আগামী দিনগুলো সুস্থ্য ও সুন্দর ভাবে পার করার তৌফিক দান করুন।

 2 years ago 

জি ভাই! বর্তমানে শুধু বাজারে তরমুজের দামই নয় সব দ্রব্যমূলের দাম বেড়ে গেছে। আপনি ঠিক বলেছেন যদিও সরকার কেজি দরে বিক্রি করতে নিষেধ করেছেন। তারপরও বাজারে বিক্রি হচ্ছে কি আর করার। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর দিনলিপি উপস্থাপনের জন্য। ল্যাবের কাজ সেরে জুম্মার নামাজ পড়েছেন। ইফতারও নিজে তৈরী করেন দেখে ভালো লাগলো ভাই। আমিও সময় পেলে আম্মুকে ইফতারি তৈরীর কাজে সাহায্য করি। রাতের খাবার খেয়ে ল্যাপটপে নাটক দেখে ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন। সুন্দর একটি দিন অতিবাহিত হয়েছে আপনার।ভালো থাকবেন।

 2 years ago 

জ্বী ভাই! প্রতিদিন আমি প্রতিষ্ঠানের সবার জন্য ইফতার তৈরি করি। সবার জন্য ইফতার রেডি করাতেও অনেক সওয়াব পাওয়া যায়। সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার আপু বাড়িতে চলে যাবেন এজন্য আপনার মা তার জন্য রান্নার কাজ করছে। আপনার কাজের ব্যস্ততা থাকার কারনে আপুর কাছ থেকে বিদায় নিয়ে ল্যাবে চলে গিয়েছিলেন।

বিকালে ডাক্তার আসার কথা ছিলো তবে সে অসুস্থ হওয়ার কারনে সে আসতে পারেনি তাই কিছুটা ফ্রি সময় পেয়েছিলেন এজন্য বাইরে হাঁটাহাটি করেছিলেন।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাই সেদিন ডাক্তার না আসার কারণে ল্যাবে তেমন একটা কোন কাজ হয়নি। এজন্যই অবসর সময় বাইরে হাটাহাটি করেছি। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বড় আপু বাসায় এসেছে তাই আপনারা সবাই অনেক বেশি আনন্দিত। আসলে পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে সেহরি খাওয়ার মজাটাই অন্যরকম। ডাক্তার অসুস্থ থাকার কারণে আর ল্যাবের মধ্যে আসতে পারেনি। তাই আপনার কাজের পরিমাণটা অনেকটাই কমে গেছে। বাবার ঔষধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এভাবেই আপনার প্রত্যেকটা দিন খুব সুন্দর ভাবে কাটুক। এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

 2 years ago 

আপু পরিবারের প্রতিটা সদস্য একসাথে মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। জ্বি সেদিন ডাক্তার অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি ল্যাব বন্ধ করে দিয়ে বাসায় গিয়েছিলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভোরে উঠে সেহেরি খাবার খেয়েছেন তারপর সকাল বেলা হাটাহাটি করার পর স্নান করে চলে যান ল্যাবে ৷ তারপর বিকেল বেলা ইফতারের সময় হলে ইফতারের প্রস্তুতি নেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

জি ভাই প্রতিদিন ল্যাবে যাওয়া এবং আসা এটা আমার দৈনিক রুটিন হয়ে গেছে। চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভকামনা রইল

 2 years ago 

এই পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর করে আপনার দিনলিপি তুলে ধরেছেন। সকালবেলা হাটাহাটি করতে পারলে খুবই ভালো লাগে। আপনি সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেছেন। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা হয় উল্টো। ভোরবেলা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাতে যাই।

 2 years ago 

আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর মন্তব্য প্রকাশ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিদিনের মতো আজকেও সঠিক সময়ে ল্যাবে গিয়েছিলেন আর ল্যাবে যেয়ে প্রতিদিনের মতোই আপনার কাজকর্ম করে।। তরমুজ খেতে আমার বেশ ভালই লাগে।।

 2 years ago 

প্রতিদিন ল্যাবে যাওয়া এবং আসা এটা আমার ডিউটি ভাই। আপনার মন্তব্যটি অনেক ভালো ছিল। ভালো থাকবেন।