SEC17/W5 | | Do you believe in reincarnation?

in Incredible Indialast year

simple & elegant_20240510_153728_0000.png

Edit by canva

স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১৭ এর পঞ্চম সপ্তাহের কনটেস্টের এত সুন্দর বিষয়বস্তু নির্ধারণ করার জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারের কনটেস্ট এর বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। এবারের বিষয়টি হলো "আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন"। আজকে আমি আমার মতো করে চ্যালেঞ্জের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক :-

Do you believe there is a reincarnation? Justify your belief.

baby-2416718_1280.jpg
Source

এই পৃথিবীতে বসবাস করতে হলে বিভিন্ন রকমের মানুষের সাথে চলাচল করতে হয়। সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই এমন। তবে একেক জন মানুষের ভাবভঙ্গি ও চিন্তাধারা এক এক রকমের হয়ে থাকে। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেক মানুষের মুখে পুনর্জন্ম নিয়ে কথা শুনেছি।

পুনর্জন্ম বিষয় নিয়ে সবার মাঝে একটা কৌতুহল রয়েছে। কিন্তু আমার জানামতে এখন পর্যন্ত এই পুনর্জন্মের আসল রহস্য কেউ বলতে পারে নি। তবে আমার মনে হয় না, কখনো কেউ পুনর্জন্ম নিয়ে এই রহস্য বলতেও পারবে।

তবে আমার নিজের দিক থেকে বলতে গেলে প্রথমেই বলবো আমি একজন মুসলিম ঘরের সন্তান। তাই আমার কাছে পুনর্জন্ম বলতে কিছু আছে, এরকমটা বিশ্বাস হয় না। যদিও এখন পর্যন্ত অনেক মানুষের মুখে পুনর্জন্ম নিয়ে শুনেছি। কিন্তু তাদের চিন্তাধারা একরকম আমার চিন্তাধারা একরকম।

Do you believe we get back our relationships through reincarnation? Describe.

baby-623417_1280.jpg
Source

আমি কোনভাবেই বিশ্বাস করি না, পুনর্জন্ম আমাদের আবার নিজ নিজ সম্পর্ক ফিরিয়ে দেবে। শুধু আমি কেন, আমার মনে হয় প্রতিটি মুসলিম এই কথা কখনোই বিশ্বাস করবে না। আমাদের ইসলাম অনুযায়ী বলা হয়েছে একজন মানুষ পৃথিবী থেকে একবার মৃত্যুবরণ করলে সে আর কখনো ফিরে আসবে না।

যেখানে আমরা মুসলিমরা বিশ্বাস করি এই পৃথিবী থেকে একবার মৃত্যুবরণ করলে আর কখনো ফিরে আসা সম্ভব না। সেখানে তো পুনর্জন্ম দূরের কথা। আমাদের পৃথিবীতে নিজের অনেক আপনজন রয়েছে। শুধুমাত্র এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন অবস্থায় আমাদের এই আপনজন থাকবে।

একবার এই পৃথিবী থেকে বিদায় নিলে আর কখনোই আপনজনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব না। অনেকেই বিশ্বাস করে পুনর্জন্ম আমাদের আবারও সম্পর্ক ফিরিয়ে দিবে। কিন্তু আমি এটা কোনভাবেই বিশ্বাস করিনা।

Do you like to be born just like what you are in this life Or would you wish to adopt any other person's life if there is a reincarnation? Explain the reasons behind your choice.

baby-1426651_1280.jpg
Source

সত্যি কথা বলতে কি, আমি যদিও পুনর্জন্ম বিশ্বাস করি না। কিন্তু তারপরও যদি বলতে হয়, তাহলে অবশ্যই বলব আমি এখন যে, মা-বাবার সন্তান হয়ে বেঁচে আছি। পরেও সেই মা বাবার সন্তান হয়ে জন্ম নিতে চাই। কারণ আমার জীবনে বেশি কিছুর প্রয়োজন নেই। শুধু মা-বাবার মুখের হাসি আমার জীবনের সার্থকতা।

প্রতিটি সন্তানের কাছে নিজের বাবা-মা হল শ্রেষ্ঠ সম্পদ। যারা পুনর্জন্ম বিশ্বাস করে তারা অনেকেই পরের জন্ম নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। অনেকেই কথার মাধ্যমে বলে ফেলে পুনর্জন্মে যেন অনেক ধন সম্পদের মালিক হয়ে জন্ম নিতে পারে।

father-and-son-2258681_1280.jpg
Source

তবে সর্বশেষ আমি একটা কথাই বলবো, যদি আমার পুনর্জন্ম হয় তাহলে অবশ্যই এখন যেমন আছি এই রকমে জন্ম নিতে চাই। আমার মা এখন যেরকম আমার নাম ধরে ডাকে। পুনর্জন্মেও যেন সেই নামে আমাকে আবারও ডাকে।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে @mdsahin111, @tanay123@mukitsalafi এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদ

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 last year 

Thank you.

Loading...
 last year 

¡Saludos amigo!😊

Fíjate que en una ocasión me pregunté si la reencarnación existe, quienes aseguran que son producto de esto, no se sienten que están en un lugar equivocado y, me hice esta pregunta porque, no le veo sentido a reencarnar y no recordar nada cuando se supone que, lo justo es que también se recuerde todo para relatar el proceso.

Te deseo mucho éxito en la dinámica... Un fuerte abrazo💚

 last year 

Thank you so much.

 last year (edited)

পুনর্জন্ম সম্পর্কে আপনার মতামত বেশ ভালোভাবে উপলব্ধি করেছি। অনেক ভালো লাগলো যে আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে ইসলামের নীতি নৈতিকতা বেশ ভালোভাবেই আয়ত্ত করেছেন।

আপনি ঠিক বলছেন যে যার পুনর্জন্ম বিশ্বাস করে তারা দ্বিতীয়বার জন্মগ্রহণ করার আগ মুহূর্তে দ্বিধাদান্তর মধ্যে পড়ে যাই।,😁

আপনি এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এ প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আমাদের ইসলামের শরীয়ত অনুযায়ী আমি কেন, কোন মুসলমান ব্যক্তি এই পুনর্জন্ম বিশ্বাস করবেন না।
একজন মানুষ একবার এই পৃথিবী থেকে বিদায় নিলে আর কোনদিনও ফিরে আসা সম্ভব না।

আপনার মন্তব্য পরে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। আপনি পুনর্জন্ম নিয়ে আপনার মতামত আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। একজন মুসলিম হিসেবে আপনি পুনর্জন্ম বিশ্বাস করেন না। কেননা মহান আল্লাহ্‌ তা'লা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে। এরপর আবারো আমাদের তাঁর কাছে ফিরে যেতে হবে। এরপর আর দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ নেই।

যাইহোক আপনার লিখা পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি। শুভকামনা রইলো আপনার জন্যে।

 last year 

আমাদের ইসলামের শরীয়ত অনুযায়ী একজন মুসলিম মৃত্যুবরণ করার পর আর কখনো পুনর্জন্ম নিতে পারে না। এজন্য আমি কোন ভাবে পুনর্জন্ম করি না।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমরা মুসলমান আমাদের দ্বারা কখনোই বিশ্বাস হবে না যে পুনর্জন্ম রয়েছে, বা এর মাধ্যমে আমাদের পুরনো সম্পর্ক গুলো আমাদের মাঝে ফিরে আসবে। এটা বিশ্বাস করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আপনি আপনার বাবা-মায়ের সন্তান হিসেবেই আবারও এই পৃথিবীতে ফিরে আসতে চান। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আমাদের ইসলামের শরীয়ত অনুযায়ী একটি মানুষ মৃত্যুবরণ করলে আর কখনো এই পৃথিবীতে ফিরে আসা সম্ভব না।
আমি কোনভাবেই এই পুনর্জন্ম বিশ্বাস করিনা।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে জন্ম মৃত্যু সব রহস্যময় একটা ব্যাপার। স্বাভাবিক ভাবে মনে হয় জন্মের আগে কইছিলাম আবার কই যাবো। আবার একেকটা ধর্ম আমাদের একেক কথা বলে।

তবে আমরা যেহেতু মুসলিম তাই আমরা পুনর্জন্ম বিশ্বাস করতে পারি না। আমরা বিশ্বাস করি জন্ম একবারই হয়। আর মৃত্যুর পরে যে জীবন সেটা অনন্ত জীবন। আপনি একজন মুসলিম হিসেবে সেটাই বিশ্বাস করেন। আসলে প্রতিটা সন্তানের কাছে বাবা-মাই শ্রেষ্ঠ সম্পদ হওয়া উচিত। যদিও সেটা অনেকের কাছে হয় না।
কিন্তু আপনার কাছে আপনার বাবা মার মুখের হাসি শ্রেষ্ঠ সম্পদ এটা জেনে ভালো লাগলো।

আপনার সাথে আমার একটা মিল আছে যদি পুনর্জন্ম সত্যিই হয় আমি আবার আমি হয়েই ফেরত আসতে চাই। আবার আমার মাকে এক মা বলে ডাকতে চাই।
শুভকামনা রইল আপনার জন্য

 last year 

সর্বপ্রথম কথা হলো আমরা সবাই মুসলিম। আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী পুনর্জন্ম বলতে কোন কিছু নেই। এজন্য আমি কোনভাবেই এই পুনর্জন্মকে বিশ্বাস করি না।

আমারও ঠিক তাই মনে হয় প্রতিটি সন্তানের কাছেই তার বাবা-মায়ের খুশি সব থেকে বেশি মূল্যবান।
সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।