Better Life with Steem|| The Diary Game||1 August 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হই। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি কেমন জানি ঘুম ভেঙে গেছিল। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। ফ্রেশ হয়ে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। বেশ কিছুক্ষণ পরে রুম থেকে বেরিয়ে আম্মুকে বলি নাচতে দিতে। আম্মু আমাকে নাস্তা দেয় আমি খুব সুন্দরভাবে বসে বসে নাস্তা করি। নাস্তা করা শেষ করে বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে বসে বসে সময় কাটিয়ে দেই।
বেশ অনেকটা সময় পরে ঘর থেকে বাহিরে বের হই রাস্তার দিকে চলে যাই। একা একা বেশ অনেকটা সময় রাস্তায় এদিক-ওদিক হাটাহাটি করি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় রাস্তায় হাটাহাটি করতে করতে। তারপর একটা বন্ধুর সাথে গিয়ে বেশ অনেকটা সময় কাটাই। বেশ অনেকটা সময় তার সাথে ভালই কেটে যায়। দুজনে মিলে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলি ও ফোন দেখে সময় কাটিয়ে দেই।
দুপুর হয়ে যায় আযান দিয়ে যায় অনেক তাড়াতাড়ি। আজকে শুক্রবার তার জন্য অনেক তাড়াতাড়ি আজান দেয়। আদান শুনে আমি বন্ধুর বাড়ি থেকে চলে আসি আমাদের বাড়িতে। তারপর বের হই গোসল করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ করে ঘরে চলে আসে। ঘরে এসে খুব সুন্দরভাবে তৈরি হয়ে মসজিদে যাওয়ার জন্য রওনা হই। আজকে আমি অনেক তাড়াতাড়ি মসজিদে গিয়েছি।
বেশ অনেকটা সময় ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনেছি আমি। বেশ ভালই লেগেছে আমার কাছে তারপর সবার সাথে সালাত আদায় করে মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণের মধ্যেই দুপুরের খাওয়া-দাওয়া শেষ করি। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাটিয়ে দেই। তারপর আমার বন্ধুরা কল দেয় আমি চলে যাই কলেজের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায়। তারপর আমরা বেশ অনেকটা সময় এদিক-ওদিক বসে দাঁড়িয়ে আড্ডা দেই।
সন্ধ্যার সময় আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা দোকানে গিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করি। বেশ ভালই লাগে সেখানে বসে আমরা খাওয়া-দাওয়া করি ও কথাবার্তা বলি। খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমি সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বাড়িতে এসে পৌঁছতে পারি আমি।
তারপর ঘরের মধ্যে গিয়ে বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। বেশ ভালোই সময় কেটে যায় ফোন দেখতে দেখতে আমার। বেশ অনেকটা সময় পরে রুম থেকে বেরিয়ে ঘরের সবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি। ছোট ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ টিভি দেখি বেশ ভালই লাগে আমার কাছে। তারপর আমরা সবাইকে ডাক দেয় খাবার খেতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়ে রুমে ঘুমানোর জন্য শুয়ে পড়ি।