Better Life with Steem|| The Diary Game||14 july 2025||

in Incredible India25 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000016710.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

1000016646.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে ১১ টার দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হই। তারপর কিছুক্ষণের মধ্যেই আম্মু আমাকে সকালের নাস্তা দেয়। সাথে অনেকগুলো কথা ফ্রি ফ্রি শুনিয়ে দেয়। তো আমি নাস্তা করলাম চুপ চাপ বসে তার কথা শুনতে শুনতে। এতগুলো কথা আমাকে বলল তার কারণ হচ্ছে এত দেরি করে ঘুম থেকে উঠিয়ে তাই। তো আম্মু অনেকটা বকা বকি করল আমাকে অনেকদিন পর আজকে।

1000016627.jpg

তারপর নাস্তা শেষ করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। অল্প কিছুক্ষণ পরে বাইরের দিকে হাঁটতে বের হই। একা একা দোকানের দিকে চলে যাই সেখানে গিয়ে কিছুক্ষণ দোকানে বসি। তারপর আমার খালাতো ভাইকে কল দিয়ে ডেকে নেই। ও কিছুক্ষণের মধ্যেই দোকানে চলে আসে। আমি আর আমার খালাতো ভাই দুজনে মিলে বেশ অনেকটা সময় এদিক-ওদিক হাঁটাহাঁটি করে সময় কাটিয়ে দিলাম।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

তবে অনেকটা সময় পরে আমরা বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ বসে বসে ফোন দেখতে থাকি। তারপর ঘর থেকে বের হয়ে গোসল করার জন্য। অনেকটা সময় ধরে গোসল করি আমি। এখানে আমাদের পাশের বাড়ির এক মামা আসছিল গোসল করতে। সে আর আমি বেশ অনেকটা সময় কথাবার্তা বলতে বলতে গোসল করি। তো গোসল শেষ করে ঘরে চলে আসি আমি বেশ কিছুক্ষণ পরে।

1000016710.jpg

ঘরে এসে অল্প কিছুক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর আম্মু ডাক দেয় সবাইকে খাওয়া দাওয়া করতে। সবাই মিলে একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে বিশ্রাম নেই আমি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় তারপর বাড়ি থেকে বের হই বন্ধুদের কাছে যাওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার বন্ধুদের কাছে গিয়ে পৌঁছাতে পারি। সেখানে গিয়ে আমরা সবাই ব্রিজের উপরে বসি। প্রথমে আমরা অল্প কয়েকজন ছিলাম তারপরে বাকি বন্ধুরা চলে আসে।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

1000016736.jpg

তো বেশ অনেকটা সময় আমাদের আড্ডা দিতে দিতে কেটে দেয়। তারপর সেখান থেকে সবাইকে বিদায় জানিয়ে আমি বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে এসে আমাদের এলাকার সামনের দোকানে অল্প কিছুক্ষণ দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে সবার ক্রাম বোর্ড খেলা দেখতে থাকি। অল্প কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখি বেশ ভালই লাগে। তারপর সেখান থেকে বাড়ির দিকে চলে আসি।

1000016750.jpg

বাড়িতে এসে কিছুক্ষণ একা একা শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। টেবিলে গিয়ে অল্প কিছুক্ষণ লেখাপড়া করি। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যায় টেবিলে বসে পড়ালেখা করতে করতে। তারপর টেবিল থেকে উঠে গিয়ে টিভির সামনে বসে পড়ি। অল্প কিছুক্ষণ টিভি দেখার পরে আম্মু ডাক দেয় খাবার খেতে। আমি খাবার নিয়ে টিভির সামনে চলে আসি। এখানে বসে খাবার খাই আর টিভি দেখি বেশ ভালই লাগে। খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ টিভি সামনে বসে থাকি। তারপর সেখান থেকে উঠে রুমে চলে আসি ঘুমানোর জন্য।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...



Curated by: @ alexanderpeace

Endeavor to engage with other uses and leave meaning commmets on their posts at least 50 words. In that way you add value to the ecosystem and also build good relationships. Also upvote others users to ensure that your voting CSI is >5. You can also powerup some of your steem in that way you will build your steem power and influence faster as you steem on.

Thank you 🌸