Better Life with Steem|| The Diary Game||19 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। ঘুম থেকে উঠতে আমার আজকে অনেকটা দেরি হয়ে যায়। কেমন জানি আজকে আমার ঘুমই কাটতে ছিল না। ১১:২০ এর দিকে আম্মু এসে আমাকে ঘুম থেকে জাগায়।তারপর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেস হই। ফ্রেশ হয়ে আমাকে নাস্তা দেয় আমি ঘরে বসে নাস্তা করি। নাস্তা করে আর বাহিরের দিকে বের হয় না।
কিছুক্ষণ বসে থাকার পরে আমি গিয়ে এক কাপ কফি তৈরি করি। ঘরের সামনে বসে বেশ মজা করে কবে পান করি। বেশ ভালোই লাগে কবে গান করে আমার। তারপর বেশ অনেকটা সময় ঘরের মধ্যে বসে বসে কাটিয়ে দেই। আজকে আর বাইরের দিকে বের হই না। ঘরের মধ্যে বসে বসে মোবাইল দেখতে থাকে। এভাবেই কেটে যায় আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত।
দুপুরের দিকে আমি ঘর থেকে বেরিয়ে গোসল করতে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আমার এলাকার একজন মামা ও আমার বাড়ির একজন ভাই গোসল করতে এসেছে। তো তাদের সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলতে বলতে গোসল করি। বেশ ভালোই তাদের সাথে কথাবার্তা হয় আমার। এভাবে বেশ অনেকদিন পরে আমার বাড়ির সেই ভাইয়ের সাথে কথাবার্তা হল।
তো খুব সুন্দরভাবে গোসল শেষ করে যে যার মত ঘরের দিকে চলে আসি। ঘরে এসে বেশ অনেকটা সময় বাসায় কাটিয়ে দেই। তারপর আম্মু ডাক দেয় সবাইকে খাবার খেতে। আমি সবার সাথে মিলে মিশে খাওয়া দাওয়া করি বেশ ভালই লাগে। খাওয়া-দাওয়া শেষ করে রুমে এসে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তারপর বিকেলে বাইরের দিকে বের হই। হাঁটতে হাঁটতে চলে যাই দোকানের দিকে। সেখানে গিয়ে দোকান থেকে ক্রাম বোর্ড নামিয়ে আমরা কয়েকজন মিলে খেলা শুরু করে দেই।
আমি ক্রাম বোর্ড খেলতে খেলতে প্রায় সন্ধ্যা পর্যন্ত খেলি। আজকে তেমন একটা মানুষ ছিল না বিকেলের দিকে তার জন্য অনেকটা সময় ক্রাম বোর্ড খেলতে সুযোগ পাই। আজকে খেলতে খেলতে এক পর্যায়ে বিরক্ত বোধ হয়ে গেছিলাম। সন্ধ্যার দিকে বেশ কিছু মানুষ চলে আসে তো তাদেরকে ক্রাম বোর্ড খেলার জন্য সুযোগ দেই। তারপর আমি সেখান থেকে উঠে পাশে একটা গাড়িতে কিছুক্ষণ বসে থাকি। বেশ অনেকটা সময় সেখানে বসে বসে কাটিয়ে দেই তারপর সেখান থেকে উঠে বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় তারপর রুম থেকে বেরিয়ে। টিভির সামনে গিয়ে বসে পড়ি। সেখানে আমরা তিন ভাইবোনে মিলে বেশ অনেকটা সময় টিভি দেখতে থাকি। তারপর আমরা সবাইকে খাবার খেতে ডাক দেয়। আমরা সবাই মিলে খাবার খেতে যাই। আমি খাবার নিয়ে টিভির সামনে চলে আসি। বসে টিভি দেখি ও খাবার খাই তো খাবার খাওয়া শেষ করে টিভি বন্ধ করে দেই। তারপর রুমে চলে যাই ঘুমানোর জন্য।
Thank you 😊