Better Life with Steem|| The Diary Game||2 August 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। আজকেও অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আমার। ফ্রেশ হয়ে বেশি কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর ঘর থেকে বের হই হাঁটতে হাঁটতে রাস্তা দিকে চলে আসে। তারপর একটা দোকানে গিয়ে এক কাপ রং চা পান করি। বেশ অনেকটা সময় দোকানে বসে বসে দোকানে বসে থাকা মানুষদের সাথে কথাবার্তা বলি। বেশ ভালই লাগে তাদের সাথে কথাবার্তা বলতে আমার।
এভাবেই বেশ অনেকটা সময় কেটে যায় তারপর সেখান থেকে উঠে বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘরে গিয়ে পৌঁছায়। ঘরে গিয়ে দেখি আম্মু আব্বু কেউ নেই তারা বাজারে গিয়েছে। আমাকে খুঁজে ছিল কিন্তু আমাকে পায়নি ছোট ভাই বলল আমাকে। তারপর উপরে গিয়ে কবুতরের কাছে কিছুক্ষণ বসি। কবুতর গুলোকে খাবার দেই বেশ ভালই লাগে কবুতরগুলো খাবার খায় আমি দেখি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় তারপর সেখানে বসে বসে বেশ কিছুক্ষণ মোবাইল দেখতে থাকি।
বেশ অনেকটা সময় পরে ঘর থেকে বের হই গোসল করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই গোসল করে ঘরে চলে আসে। তার মধ্যে আব্বু-আম্মু বাড়িতে চলে আসে। ঘরে এসে কিছুক্ষণ বসে থাকার পরই আম্মু ডাক দেয় খাবার খেতে। সকাল বেলায় আম্মু রান্না করে রেখে গেছিল। তার জন্য তারা বাজার থেকে অনেকটা দেরি করে বাড়িতে আসে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি বেশ ভালই লাগে।
খাওয়া-দাওয়া করে বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নেই। তারপর আন্টি কল দেয় বলে ছোট ভাইকে নিয়ে হসপিটালে যাবে আমাকেও তাদের সাথে যেতে বলেন। তারপর আমি তৈরি হয়ে বাড়ি থেকে বের হই তাদের কে নিয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হসপিটালে গিয়ে পৌঁছাই। তারপর সেখানে ডাক্তারের চেম্বারে গিয়ে অপেক্ষা করি বেশ অনেকটা সময়। এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ তারপরে ছোট ভাইকে ডাক্তার দেখিয়ে আমরা সবাই আবার বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে বাড়ি থেকে আর বের হয় না বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি বেশ অনেকটা সময়। সন্ধ্যা পেরিয়ে যায় বেশ অনেকটা সময় কেটে যায়। তারপর আমার খালাতো ভাই আমাকে কল দিয়ে বের করে বাড়ি থেকে। ও আজকে বরিশাল থেকে বাড়িতে এসেছে বিকালের দিকে। তো সন্ধ্যার দিকে আমি আমার খালাতো ভাই ও আরেকটা বন্ধু মিলে বেশ অনেকটা সময় রাস্তায় হাঁটাহাঁটি করি।
বেশ অনেকটা সময় আমাদের এদিক ওদিক হাটাহাটি করতে করতে কেটে যায় বেশ ভালোই। আমরা বেশ হাসি ঠাট্টা করে সময় কাটিয়ে দেই বেশ ভালই লাগে আমাদের কাছে। বেশ অনেকটা সময় এভাবে খুব সুন্দর ভাবে কেটে যায়। তারপর সেখান থেকে আমরা যে যার মত বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি। আর শরীরটা কেমন ক্লান্ত লাগতেছিল অনেকটা। তাই বিছানায় শুয়ে থাকি বেশ কিছুক্ষণ তারপর খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি।
Congrats! Try to interact with other users and leave meaningful comments of at least 50 words and vote others posts as good comments work as backlinks and build good relationships. We encourage you to add your Steem Power to your wallet. Please share your posts on any social media and post the links in comment section of your post.
Curated by: @dove11
Thank you 😊
সকাল থেকেই আপনি আপনার সময়টা অনেক বেশি সুন্দর ভাবে পার করেছেন বিশেষ করে ঘুম থেকে উঠে মায়ের রান্না করা খাবার গ্রহণ করাটা আসলে সবার ভাগ্যে জোটে না বিশেষ করে আমরা যাবে থেকে পরের বাড়িতে চলে এসেছি অর্থাৎ শ্বশুরবাড়িতে আসি তবে থেকে ঘুম থেকে উঠে মায়ের হাতে রান্না করা খাবার আমাদের কপালে জোটে না।
দুপুরবেলা ঘর থেকে বের হননি কিন্তু আপনার খালাতো ভাইয়ের গল্পে ঘর থেকে বের হয়েছেন এবং সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছেন আসলে আপনাদের এই সময়টা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি স্পেশাল এই সময়টাকে একটু গুরুত্ব দেয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার জীবনটা আরো অনেক বেশি সুন্দর হবে ধন্যবাদ আপনার আরো একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।