Better Life with Steem|| The Diary Game||23 july 2025||

in Incredible India16 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000018567.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

1000018474.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। আজকে ঘুম থেকে উঠেই দেখি আবহাওয়া টা খুবই সুন্দর। আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই বেশ সুন্দর আকাশটা পরিষ্কার। তো আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের সামনে গিয়ে বসি। প্রতিদিনের মতো আমার ঘুম থেকে উঠতে আজও অনেকটা দেরি হয়ে যায়। কারন আমার কোন কাজ না থাকায় আমি ইচ্ছে করেই একটু বেশি ঘুমাই সকালের দিকে।

1000018567.jpg

আবার যে সময় আমার কোন কাজ থাকে সেদিন আমি ঠিক সময়ে ঘুম থেকে উঠে সেই কাজ করতে চলে যাই। তো কিছুক্ষণ সামনে বসে থাকায় দেখতে পাই বাহিরে প্রচন্ড রোদ থাকলেও তেমন একটা গরম লাগতেছিল না। তো আমাকে নাস্তা দেয় আমি খুব সুন্দর ভাবে বসে বসে নাস্তা করি। নাস্তা শেষ করেন ঘর থেকে বাহিরে বের হই। আজকে আমি একদম একা আমার এলাকার যে বন্ধুরা তারা কেউই বাড়িতে নেই। তার জন্য একা একা কিছুদূর হাঁটাহাঁটি করে চলে আসি।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

দুপুরের দিকে ঘরে এসে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তারপর গোসল করার জন্য চলে যাই ঘাট পারে। সেখানে গিয়ে বেশ অনেকটা সময় পানির মধ্যে বসে থাকি। ভালই লাগে সেখানে নিরিবিলি একা একা গোসল করতে। বেশ অনেকটা সময় পরে গোসল শেষ করে ঘরে চলে আসি। ঘরে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ঘুমিয়ে যাই। বেশ ভালই সবার সাথে সাথেই ঘুম চলে আসে।

1000018501.jpg

হঠাৎ করেই চারটার দিকে একটা কল আসে বলে আজকে কলেজের টিমের খেলা আছে। স্কুল মাঠে তাড়াতাড়ি সেই জায়গায় আসতে বলা হয়। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি সেখানে চলে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে গিয়ে পৌঁছাতে পারি। তারপরও সেখানে যেতে আমার অনেকটা দেরি হয়ে যায়। গিয়ে দেখতে পাই আমাদের দল মাঠে নেমে গেছে। কিছুক্ষণের মধ্যেই রেফারি খেলা শুরু করে দেয়। বেশ অনেকটা সময় খুব সুন্দর ভাবে খেলা উপভোগ করি আমরা সব বন্ধুরা মিলে।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে আমাদের ফুটবল খেলা শেষ হয়ে যায়। তারপর আমরা সব বন্ধুরা মিলে কলেজের মাঠে এসে বসি। কলেজের পুকুরে যারা ফুটবল খেলেছে তারা গোসল করলো। আমরা কয়েকজন বন্ধুরা এই পাশে বসে আড্ডা দেই। তারপর তারাও আমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। অল্প কিছুক্ষণ পরে সেখান থেকে আমি বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে এসে আমাদের সামনের দোকানে কিছুক্ষণ দাঁড়াই।

1000018512.jpg

সেখানে দাঁড়িয়ে ক্রাম বোর্ড খেলা দেখতে থাকি অল্প কিছুক্ষণ। অল্প কিছুক্ষণ দেখার পরে সেখান থেকে আমি বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর টিভির সামনে গিয়ে ছোট ভাই ও বোনের সাথে টিভি দেখতে থাকি। বেশ অনেকটা সময় টিভি দেখতে দেখতে কেটে যায়। তারপর খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ে ঘুমানোর জন্য।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Sería maravilloso incluir, al final de tus publicaciones, una reflexión con la que conectes con otros usuarios y produzcas interacción. ¡Pruébalo!

Usa siempre la etiqueta #newcomer, para una mayor visualización de los curadores.



Curated by: @oneray

Thank you 😊

 13 days ago 

আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে পরিবেশটা সুন্দর লাগছিল। আকাশ ছিল পরিষ্কার জন্য আমাদের এখানে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আকাশ সবসময়ই কালো মেঘে ঢাকা থাকে। আপনার বন্ধুবান্ধবরা কেউ বাড়িতে ছিল না তাই আপনাকে একা একা বাড়িতে ফোন দেখে সময় কাটাতে হয়েছে। এরপর সন্ধ্যেবেলায় বন্ধুদের সাথে একসাথে ক্যারাম খেলেছে সুন্দর সময় কাটিয়েছে। সারাদিনের কর্মকাণ্ড শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন ‌