Better Life with Steem|| The Diary Game||25 july 2025||

in Incredible India14 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000018997.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠি মামার কল পেয়ে। কলটা ধরেই আমি শুনতে পাই ওই পাস থেকে আমাকে বলতেছে একটু পটুয়াখালী যেতে হবে। খালাতো ভাই বাড়িতে নেই এজন্য আমাকেই যেতে হবে এটা বুঝতে পারলাম। তো আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হই। প্রথমে নানা বাড়িতে গিয়ে মামার সাথে দেখা করে বাড়ি থেকে বের হই। পটুয়াখালী যাওয়ার জন্য রওনা হয় প্রথমে একটা গাড়িতে করে সোজা পায়রাগঞ্জ ফেরিঘাট গিয়ে দাঁড়ায়।

1000018881.jpg

সেখানে গিয়ে দেখতে পাই বেশ অনেক মানুষ পানির জন্য আটকে আছে। আজকে একটু বেশি পানি বেড়ে গেছে। এজন্য অনেক মানুষ ট্রলার থেকে রাস্তায় আসতে পারতেছে না। সেখানে একটা নৌকা দিয়ে তাদেরকে রাস্তায় আনা হচ্ছে। আবার সেই একই নৌকায় করে রাস্তা থেকে ট্রলারে মানুষ না হচ্ছে। তারপর ট্রলারে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই ওপারে পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে একটা গাড়িতে করে পটুয়াখালী শহরে গিয়ে পৌঁছায়।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

1000018899.jpg

সেখানে সেই কাজগুলো খুব সুন্দর ভাবে সম্পন্ন করি অনেকটা সময় লাগে তারপরও কাজগুলো সম্পন্ন হয়। কাজ সম্পন্ন করে আমি একটা হোটেলে গিয়ে খাওয়া-দাওয়া করি। সকালে তেমন কিছু নাস্তা করিনি আমি। রাস্তায় দিয়ে হালকা কিছু খাবার খেয়েছিলাম। তার জন্য দুপুরে প্রচন্ড ক্ষুধা লেগে যায় তাই তাড়াতাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে নেই।খাওয়া দাওয়া করে পটুয়াখালীর খুব সুন্দর একটা জায়গায় গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই।

1000018902.jpg

সেখানে আমার এক বড় ভাইকে কল দিয়ে ডাকে। আজকে শুক্রবার থাকায় তার কোন কাজ নেই এজন্য আমি তাকে কল দিয়ে ডেকে নেই। তো কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে তারপর দুজনে মিলে বেশ অনেকটা সময় সেখানে বসে আড্ডা দেই। অনেকদিন পরে আমি এসেছি পটুয়াখালীতে এমন ভাবে। তবে অনেকটা সময় সেখানে কাটিয়ে দেই তারপর আমরা দুজনে এদিক-ওদিক কিছুটা সময় হাটাহাটি করি। একটা দোকানে বসে দুজনে চা খাই।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

সন্ধ্যার দিকে আমি সেখান থেকে রওনা হই বাড়ির দিকে। তো সেই আগের মত গাড়িতে উঠে পায়রাগঞ্জ চলে আসি সেখান থেকে ডলারে এপারে এসে আরেকটা গাড়িতে উঠি। সেই গাড়িতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসতে পারে। পটুয়াখালী থেকে বাড়ি আসতে আসতে আমার প্রায় রাত্র ৮:৪০ এর মত বেজে যায়। তো বাড়িতে এসে আমি গোসল করতে চলে যাই।

গোসল শেষ করে ঘরের মধ্যে এসে বসেই। তারপর বেশ কিছুক্ষণ বসে বসে ফোন দেখতে থাকি। বেশ অনেকটা সময় অনলাইনে কাটিয়ে দেই। মধ্যে আম্মু আমাকে এক কাপ কফি এনে দেয় আমি খুব আনন্দ সহকারে কফি পান করি। কফি পান করা শেষ করে সেখানেই বসে থাকি। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে উঠে রুমে গিয়ে শুয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে আম্মু ডাক দেয় খাবার খেতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসি খাওয়া দাওয়া শেষ করে। ঘুমানোর জন্য বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Thank you for sharing quality content on Steemit.
You have been supported by the Team 04:

Captura de pantalla 2025-06-30 202646.png

Curated by: @fantvwiki

Please do not vote for new users. They will be duly supported by the Booming01 account. @fantvwiki, @pelon53, @aviral123

 13 days ago 

Muchas gracias @adeljose, lo estaremos tomando en cuenta.

Saludos.

Thank you 😊

You can interact more regularly with other users.

Creating a culture of interaction with other users provides us with important benefits within the platform, so I invite you to support other content through comments.



Curated by: @adeljose

Thank you 😊