Better Life with Steem|| The Diary Game||27 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
আজকে আমার পরীক্ষা ছিল তার জন্য আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠি। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে অল্প কিছুক্ষণ বইয়ের সামনে গিয়ে বসি। অল্প কিছুক্ষণ পরে সেখান থেকে উঠে আম্মুকে বলি আমাকে নাস্তা দিতেন। তো আমাকে নাস্তা দেয় আমি খুব সুন্দর ভাবে বসে বসে নাস্তা করি। নাস্তা খাওয়া শেষ করেন আমি এক কাপ কফি নিয়ে সামনে গিয়ে বসে কফি পান করি। তখনো বৃষ্টি পরতেছিল আমার তো বেরোতে হবে পরীক্ষা দিতে যেতে হবে।
অল্প কিছুক্ষণ পরে আমি বাড়ি থেকে বের হই একটা ছাতা নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। সেখানে এসে একটা গাড়ি পেয়ে যাই সেই গাড়িতে করে সোজা চলে যাই আমাদের কলেজের সামনে। তারপর সেখান থেকে পরীক্ষার কেন্দ্রে মধ্যে প্রবেশ করি। গিয়ে ক্লাস রুমে বসে পড়ি অল্প কিছুক্ষণ পরে স্যার ম্যাডামরা চলে আসে। আমাদের খাতা ও প্রশ্নপত্র দিয়ে দেয় আমরা সবাই খুব সুন্দর ভাবে পরীক্ষা দিতে থাকি।
একটার দিকে আমাদের পরীক্ষা শেষ হয় তো আমরা সবাই মিলে পরীক্ষা শেষ করে বাহিরের দিকে বের হই। তারপর বেশ অনেকটা সময় বন্ধুরা মিলে এক জায়গায় বসে আড্ডা দেই। আমার যেদিন পরীক্ষা থাকে সেদিন আমি মোবাইল ফোন বাড়িতে রেখে যাই। আর আমার বন্ধুরাও মোবাইল ফোন নিয়ে আসে না। ভালই লাগলো সবাই মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর সেখান থেকে উঠে আমরা যে যার মত বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে এসে পৌঁছায়।
বাড়িতে এসে গোসল করার জন্য ঘাটপাড়ে চলে যাই। সেখানে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ করে ঘরে এসে খাওয়া দাওয়া করি। খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নেই। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর আমার বন্ধুরা এসে আমাকে কল দেয়। তারপর আমি তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় রাস্তার দিকে। এখানে গিয়ে দেখতে পাই আমার কয়েকজন বন্ধুরা এসেছে তাদের সাথে বেশ অনেকটা সময় আড্ডা দেই।
এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় বন্ধুদের সাথে এদিক-ওদিক হাটাহাটি করতে করতে আর আড্ডা দিতে দিতে। তারপর সন্ধ্যার সময় আমরা সবাই মিলে এসে ক্রাম বোর্ড খেলার সামনে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেই। তারপর আমরাও বেশ অনেকটা সময় ক্রাম বোর্ড খেলি। বেশ অনেকটা সময় ক্রাম বোর্ড খেলার পরে সেখান থেকে খেলা শেষ করে আমি বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে অল্প কিছুক্ষণ শুয়ে বসে ফোন দেখে কাটিয়ে দেই। বেশ অনেকটা সময় এভাবেই ফোন দেখতে দেখতে কেটে যায়। মোবাইল ফোন হাতে নিলে কখন যে সময় কেটে যায় তা বোঝাই যায় না। তারপর ঘরের মানুষদের সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। ছোট বোনকে কিছুক্ষণ পড়া দেখিয়ে দেই। তারপর গিয়ে টিভির সামনে বসে পড়ি অল্প কিছুক্ষণ পরে আম্মু ডাক দিয়ে খাবার খেতে দেয়। তা খাওয়া দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি। কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম।