Better Life with Steem|| The Diary Game||28 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি ১১ টার দিকে। ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে অনেক। তাই সকাল বেলা ঘুমাতে আমার বেশ ভালো লাগলো। বেশ অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার পরে আম্মু আমাকে রাখা রাগি করে ঘুম থেকে উঠায়। তারপর আমি হাতমুখ ধুয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের সামনে বসি। রাগা রাগি করার পরও আম্মু আমাকে নাস্তা দেয় আমি নাস্তা খাই। নাস্তা খেয়ে আমি এক কাপ কফি তৈরি করেন ঘরের সামনে এসে কফি পান করি বসে বসে।
বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায় তারপর একটা ছাতা নিয়ে বাহিরের দিকে বের হই। তখন অল্প অল্প বৃষ্টি কমে গিয়েছিল তার জন্য ছাতা নিয়ে বাহিরের দিকে বের হয় আমি। রাস্তার দিকে গিয়ে দেখি কেউই কোথাও নেই। তো একা একা কিছুদূর হাঁটাহাঁটি করে আবারো বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর ফোন দেখতে দেখতে বেশ ভালই সময়টা কেটে যায়।
তারপর বেশ অনেকটা সময় পরে ঘর থেকে বাইরে বের হয় গোসল করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই গোসল শেষ করে ঘরে চলে আসি আমি। তারপর কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি আবারো। আম্মু এসে সবাইকে খাবার খেতে ডাক দেয় আমার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়া-দাওয়া করে আবারও বিছানায় শুয়ে পরি।
বিছানায় শুয়ে থাকতে থাকতে একপর্যায়ে আমি ঘুমিয়ে যাই। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য অল্প কিছুক্ষণ শুয়ে থাকাই আমার ঘুম চলে আসে। আর খুব সুন্দর একটা ঘুম হয় আমার। ঘুম থেকে উঠি ৫ টার পরে তারপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে একটা ছাতা নিয়ে রাস্তার দিকে বের হই। সেখানে গিয়ে দেখতে পাই তেমন কেউই আজকে নেই রাস্তায়। তারপর আমি কিছুক্ষণ দোকানে বসে থাকি।
সুন্দর কিছুক্ষণ পরে সেখান থেকে উঠে আমি বাড়ির দিকে চলে আসি। তখন হালকা হালকা বৃষ্টি কমে গিয়েছিল বলতে গেলে একদম বৃষ্টি ছিল না। তো রাস্তায় কখনো তেমন কেউ আসেনি। বৃষ্টির জন্য সবাই সবার বাড়িতেই ছিল। তাই আমি সন্ধ্যার পরে সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে মোবাইল দেখতে থাকি। এভাবে কেটে দেয় আজকে আমার পুরো দিনটা।
ফোন দেখতে দেখতে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তারপর আমি ফোন চার্জে বসিয়ে রুম থেকে বের হই ঘরের সবাই কাছে চলে যাই। ছোট বোন ও আম্মু টিভি দেখতেছিল। এখানে গিয়ে তাদের সাথে বসেই বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। তারপর তাদের সাথে বসে আমিও বেশ অনেকটা সময় তাদের সাথে নাটক দেখতে থাকি। তারপর আমি বলি আমাকে খাবার দিতে আম্মু আমাকে খাবার দেয়। খাওয়া-দাওয়া শেষ করে রুমে চলে আসি ঘুমানোর জন্য।
Usa siempre la etiqueta #newcomer, para una mayor visualización de los curadores.
Curated by: @oneray
Thank you 😊