Better Life with Steem|| The Diary Game||29 july 2025||

in Incredible India10 days ago (edited)

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000019596.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

1000019513.jpg

সকালবেলা ঘুম থেকে উঠি ৮ টার দিকে। আজকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে নেই। খাওয়া-দাওয়া শেষ করে তৈরি হয়ে বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বেরিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই কলেজের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পাই আমার অনেক বন্ধুরা বসে আছে একটা চায়ের দোকানে। আমরা বেশিরভাগ সময়ই এই দোকানে বসে আড্ডা দেই।

1000019517.jpg

তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা সবাই মিলে কলেজের মধ্যে ক্লাসরুমে গিয়ে বসি। কিছুক্ষণের মধ্যেই স্যারে চলে আসে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেখানের কাজকর্ম শেষ হয়ে যায়। তারপর আমরা সবাই সেখান থেকে বেরিয়ে কলেজের মধ্যে দাড়াই। হঠাৎ করেই তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমরা সব বন্ধুরা মিলে পুরান ভবনের ভিতরে গিয়ে দাঁড়াই।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

বৃষ্টি কমতে কমতে প্রায় একদম দুপুর হয়ে যায় তারপর সেখান থেকে আমরা সবাই বের হই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ অনেকটা সময় সবাই মিলে আড্ডা দেই কথাবার্তা বলি বেশ হাসি-ঠাট্টার মধ্যে কাটিয়ে দেয় সময়টা। তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তারপরও আমরা সেখান থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে চলে আসি। আমি বাড়িতে আসতে আসতে বেশ অনেকটাই ভিজে যাই।

1000019560.jpg

তারপর ঘরে এসে সাথে সাথেই গোসল করার জন্য বের হই। বৃষ্টিতে ভিজেছি তাই তাড়াতাড়ি গোসল শেষ করে ঘরে এসে পড়ি। ঘরে এসে কিছুক্ষণ বসে থাকার পরে আম্মু আমাকে খাবার দেয় আমি খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়া শেষ করে বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিচে থাকে। বাহিরে বের হতে পারছিলাম না কারণ তখন ও প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল।সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি কমে যায় তখন আমি বাইরে বের হই। চলে যাই দোকানের দিকে সেখানে গিয়ে এক কাপ রং চা পান করি।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

বেশ অনেকটা সময় সেখানে বসে বসে কাটিয়ে দেই। কি আর করব ভালো লাগতেছিল না আজকে পুরো বিকেলবেলা টাই ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি। তাই বাড়িতে যাই বেশ অনেকটা দেরি করে। বাড়িতে এসে দেখি আমাদের পাশের বাড়ির এক দাদু এসেছে আমাদের ঘরে। তো তার সাথে বসে বসে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। বেশ ভালই লাগে তার সাথে এমন ভাবে কথাবার্তা বলতেন।

সে আমাদের ঘরে এসেছিল মোবাইল ফোনের একটা কাজের জন্য। বুড়ো মানুষ তো তাই অনেক কিছুই পারে না। আর আমার আম্মু তেমন একটা বুঝে না মোবাইল ফোনের বিষয়। ছোটখাটো অনেক কিছু আছে যেগুলো আমরা যারা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করি তারাই বুঝতে পারি। তো দাদুর সাথে বসে বসে সেটা দাদুকে ঠিক করে দিলাম। তারপর দাদু চলে গেল দাদুকে বললাম খাবার খেয়ে যেতে তারপরও সে চলে গেল খেলো না।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...