Better Life with Steem|| The Diary Game||31 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে। দশটা দিকে আমি ঘুম থেকে উঠি তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের সামনে গিয়ে বসি। অল্প কিছুক্ষণ পরে আম্মু আমাকে নাস্তা দেয় আমি খুব সুন্দর ভাবে বসে বসে নাস্তা করি। বাইরে বৃষ্টি হচ্ছে ছিল দেখে বেশ ভালই লাগলো। তখন মনে মনে ইচ্ছা হল আজকে একটু বৃষ্টিতে ভিজি। তো তারপর কিছুক্ষণ ঘরের মধ্যে বসে বসে ফোন দেখতে থাকি।
দুপুরের বেশ অনেকটা সময় আগে আমি একটা ছাতা নিয়ে বাহিরে বের হয়ে যাই। হাটতে হাঁটতে রাস্তার দিকে চলে যাই তো সেখানে গিয়ে কিছুক্ষণ দোকানে বসে থাকি। তারপর সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ পরে ছাতা বন্ধ করে মোবাইল ফোন একটা পলিতে করে খুব সুন্দর ভাবে পেঁচিয়ে নেই। তারপর বেশ অনেকটা সময় বৃষ্টিতে এদিক-ওদিক হাটাহাটি করি একা একা বেশ ভালোই লাগে।
এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় তারপর হাঁটতে হাটতে আমি বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খুব সুন্দর ভাবে গোসল করে নেই। গোসল করে কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসি তখন আম্মু আমাকে বেশ কিছুক্ষণ বকাবকি করে। কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসে তাই এর জন্য অনেকটা সময় আমাকে আম্মু বকাবকি করল। চুপচাপ বকাবকি শুনে আমি আমার রুমে চলে যাই। কিছুক্ষণ পরে আম্মু আমাকে ডেকে খাবার খেতে দেয়।
তো খাওয়া-দাওয়া শেষ করে আবারও রুমে এসে পড়ি। তখনো হালকা হালকা বৃষ্টি পরতেছিল তার জন্য বিছানায় শুয়ে এক প্রকার ঘুমের মতো পড়ে যায়। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় তারপর সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে আমি রুম থেকে বেরিয়ে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে। তারপর হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে যায়। তোমার একটা কাজের জন্য মামার কাছ থেকে গাড়িটা চেয়ে নিয়ে বের হই সেই কাজের উদ্দেশ্যে।
বেশ অনেকটা সময় লাগে আমার সেই কাজটা সম্পূর্ণ হতে। বেশ ভালই কাজটা সম্পূর্ণ হয় আমার কাছে বেশ ভালো লাগে এজন্য। তারপর আমি বাড়ির দিকে চলে আসি। মামাকে কল দিয়ে আমাদের এলাকার দোকানের সামনে এসে বসতে বলি। সে আমি সেখানে আসার পরে দেখতে পাই সে সেখানে বসে আছে আমার কথামতো। তারপর তার কাছে গাড়িটা দিয়ে আসি বাড়ির দিকে চলে।
বাড়িতে এসে এক কাপ কফি তৈরি করি তারপর সামনে বসে বসে কফিটা পান করি। বেশ ভালই লাগতেছিল তখন টিভি দেখতেছিলাম আর কফি পান করতেছিলাম। বেশ সুন্দর একটা সময় আজ বৃষ্টির মধ্যে কেটে যায় আমার। সেখানে বসে বসে ভাবতেছিলাম সকালের একা একা বৃষ্টিতে ভেজার কথাটা। বেশ ভালই লাগলো একা একা বৃষ্টিতে ভিজতে কিন্তু তখন আমি আমার বন্ধুদের অনেকটা মনে করেছিলাম। ওরা থাকলে বেশ ভালই একসাথে বৃষ্টিতে ভিজতে পারতাম অনেকটা মজা করতে পারতাম। কিন্তু তারা তো সবাই ব্যস্ত যে যার কাজের উদ্দেশ্যে।
Curated by: @ adeljose
Thank you 😊