ফুটবল দুনিয়ায় শোকের কালো ছায়া!

in Incredible India3 days ago
FB_IMG_1751565990194.jpg

আজ সকালে খাওয়া দাওয়া শেষ করার পর অনলাইনে আসতেই মনটা ভীষণ রকম খারাপ হয়ে গেলো। একটা নিউজ দেখে ভীষণ মন খারাপ হয়ে গেলো। মনে মনে শুধু ভাবছিলাম, আমাদের জীবনের আসলেই কোনো মূল্য নেই, আর না আছে কোনো নিশ্চয়তা!

আমরা প্রতিটা মুহুর্তে অনিশ্চিত ভবিষ্যতে নিয়ে বেঁচে আছি। একটা সেকেন্ড পর আমাদের সাথে কি হবে সেটা বোঝার শক্তি আমাদের নেই। তবুও এই জীবনে কত অহংকার, কত হিংসা!

কিছু কিছু ঘটনা আমাদের নতুন করে সব কিছু ভাবতে বাধ্য করে আর বুঝতে শেখায় আমাদের জীবনের মানে!

FB_IMG_1751561526768.jpg

আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন একজন পর্তুগিজ ফুটবল খেলোয়াড়। ওনার নাম - ডিয়াগো জোতা!

যারা ফুটবল ভালোবাসেন বা ফুটবল দেখেন তারা অবশ্যই ওনাকে চিনে থাকবেন। উনি শুধুমাত্র একজন পর্তুগালের খেলোয়াড় নন বরং ইউরোপের সব থেকে সফল ফুটবল ক্লাবের মধ্যে একটা লিভারপুলের খেলোয়াড়।

FB_IMG_1751561426126.jpg

তবে আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, উনি আর এই পৃথিবীতে নেই। আজ একটা গাড়ি দূর্ঘটনায় জতা ও তার ভাই এক সাথে মারা গিয়েছেন।

জতা হলো বয়সে বড়। তার বয়স মাত্র ২৮ বছর এবং তার ভাইয়ের বয়স ২৬ বছর। জতার ভাই জতার মতো বড় খেলোয়াড় না হলেও সে সেকেন্ড ডিভিশনের একজন খেলোয়াড়।

সবেমাত্র মৌসুম শেষ হয়েছে, প্রতি বছর এই সময়টা ফুটবল খেলোয়াড়দের ছুটি কাটানোর সময়। আর তাই তো তারা দু'জনই ছুটি কাটাচ্ছেন।

FB_IMG_1751561415545.jpg

দুই ভাই গাড়িতে করে যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। সাংবাদিকদের মতে গাড়ির চাকা ফেটে যাওয়ার কারনে গাড়ি রাস্তা থেকে ছিটকে যায় এবং আগুন ধরে যায়। তারা দু'জন গাড়ি থেকে বেরোতে পারে নি যার ফলস্বরূপ গাড়িতেই মৃত্যুবরন করেন।

FB_IMG_1751561384957.jpg

বিগত একমাসের মধ্যে ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ও জাতীয় দল পর্তুগালের হয়ে ন্যাশোন্স লিগ শিরোপা জিতেছেন জোতা আর আজ সবাই কে ছেড়ে বিদায় নিয়েছেন।

ফুটবল দুনিয়ায় একটা কালো ছায়া নেমে এসেছে বলতে পারেন। প্রতিটা ক্লাব ও খেলোয়াড়রা শোক পালন করছেন। ভাগ্যের কাছে হার মেনে গিয়েছে আজ।

FB_IMG_1751561375730.jpg

মাত্র ৫ দিন আগে বিয়ে করেছেন সকলের উপস্থিতিতে। সবাই সেদিনও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন আর আজও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

FB_IMG_1751561373057.jpg রোনালদো ও জোতা

ভাগ্যের কাছে হেরে না গেলে হয়ত লেখা হতো আরও অনেক স্মৃতি, গড়া হতো আরও অনেক ইতিহাস। তবে ঐ যে, ভাগ্য কারো হাতে থাকে না।

একবার ভেবে দেখুন তো, একই পরিবারের দুই ভাই একসাথে মারা গিয়েছে তাহলে তাদের প্রিয়জনের মনের অবস্থা কেমন!

কখনও কখনও ঈশ্বর হয়ত অনেক বেশি কঠোরতা দেখান। ক'দিন বাদেই আবার নতুন উদ্যমে ফুটবল মাঠে ফেরার কথা ছিলো, দুজনের বয়স মাত্র ২৬ ও ২৮ ফুটবলকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি ছিলো তাদের।

কিছু সত্য মেনে নিতে কষ্ট হয়। হয়ত, চলে গেছে পৃথিবী ছেড়ে তবে রয়ে যাবে কোটি ফুটবল ভক্তের হৃদয়ে।

পোস্টে ব্যবহৃত প্রতিটা ছবি ফেসবুক থেকে নেওয়া হয়েছে
Sort:  

When I heard the news yesterday, my brain couldn't quite process what had happened. Just 28 years old. Recently married with 3 children. It just doesn't make sense to me. I fear that we'll slowly learn more details as the days pass.

 yesterday 

কিছু কিছু ঘটনা আমাদের মেনে নিতে কষ্ট হয়। সারা বিশ্ব আজ শোকাহত এই ঘটনায়। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য৷ ভালো থাকবেন।

Loading...
Team Europe appreciates your content!
chriddi, moecki and/or the-gorilla
 yesterday 

Thank you very much for your support.