সত্য ঘটনা!

in Incredible India9 days ago

IMG_20250828_183824.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি।
বিগত কয়েকদিন যাবত শরীর কেমন জানি ভালো লাগছে না। তাছাড়া কাল একটু বাড়ির বাইরে গিয়েছিলাম, সেখান থেকে এসে ভীষণ মাথা ব্যথা করছিলো তাই আর লেখা শেয়ার করা হয় নি।

যাই হোক, আজ আপনাদের সাথে নতুন লেখা শেয়ার করতো চলেছি।

প্রকৃতি বড়ই নিষ্ঠুর। কাকে কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় সেটা কেউ বলতে পারে না।
ঈশ্বর চাইলে কেউ রাজা থেকে রাতারাতি নিঃস্ব হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়।

তবে আমাদের মধ্যে কতজনই বা অদুর ভবিষৎ দেখতে পাই? যদি সত্যি সেটা মেনে থাকি তাহলে কতটুকুি বা নৈতিকতা মেনে চলি সেটা সত্যি বড় প্রশ্ন!

সবাই বলে, রক্তের সম্পর্ক হলো সব থেকে দৃঢ় হয়ে থাকে। কিছুক্ষেত্রে বিষয়টা সত্যি হলেও বর্তমানে এর বিপরীত পরিলক্ষিত হয়, জানি না এটা সময়ের পরিবর্তনের কারনে হয়েছে কিনা, সময়ের সাথে সাথে সম্পর্কের পরিভাষাও কি বদলে যায়!

মা, বাবা, ভাই - বোন এই মানুষগুলো চেয়েও কি কেউ আপন হয় পৃথিবীতে?
সুখে আর বিপদে এই মানুষগুলোই তো সব থেকে আগে ছুটে আসে তাই না? কিন্তু ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে আমাদের মাঝে যেগুলো দেখার পর সত্যি বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করে,
আমরা কি সত্যি মানুষ? সত্যিই কি আমরা সৃষ্টির সেরা জীব?

IMG_20250726_183646.jpg

আপনাদের সাথে আজ একটা ঘটনা শেয়ার করবো।
ঘটনাটা আমাদের গ্রামেরই। আমাদের গ্রামে একটা লোক আছে যার অনেক সম্পত্তি ছিলো, ছিলো বলছি তার কারন একটু পর বলছি।

লোকটার তিন মেয়ে ও একটা ছেলে।
তবে দুঃখজনক হলো ছেলেটা একটু অস্বাভাবিক। সে প্রতিবন্ধী। তার ছেলেটার অন্য সব কিছুই ঠিক আছে তবে বুদ্ধি একটু কম, এটাই সমস্যা ।

তখন সেই লোকটা চিন্তা করে তার এত সম্পত্তি ও জায়গা যদি তার মেয়েদের লিখে দেয় তাহলে হয়ত তার মেয়েরা ভাইকে দেখে শুনে রাখবে। যেহেতু তার ছেলে সম্পত্তির বিষয়ে এত বুঝবে না বা হিসাব নিকাশ রাখতে পারবে না তাই তার মেয়েদের মাঝে সব সম্পত্তি ভাগ করে দেয়।

এত দুর তো ঠিক ঠাকই মনে হতে পারে তাই না!
তবে পরবর্তী ঘটনা সত্যি হৃদয়বিদারক। যখন সেই লোকটা মারা যায় তারপর থেকে ছেলেটা ও তার মা অসহায় হয়ে পড়তে আরম্ভ করে।

ওনার মেয়েদের মাঝে সকল সম্পত্তি ভাগ করে দেওয়ার পর তারা তাদের ভাইকে তো দুরের কথা নিজের মাকেও সাহায্য করতো না।

বলতে খারাপ লাগলেও সত্যি যে,
ছেলেটা ও তার মা না খেয়ে থাকতো ও অন্যের বাড়ি গিয়ে সাহায্য চাইতো, যেটাকে আমরা ভিক্ষা করা বলি।

ভাবতেই অবাক লাগে তাই না, ছেলেটা যদি অন্যদের মতো স্বাভাবিক হতো তাহলে সকল সম্পত্তি তার থাকতো কিন্তু আজ তাকে তার মাকে সঙ্গে করে ভিক্ষা করতে হচ্ছে।

IMG_20250808_192652.jpg

একটা পর্যায়ে তার মা মারা যায়। মা মারা যাওয়ার পর যেন ছেলেটা আরও বেশি একা হয়ে যায়।
এতদিন তো তার মা ছিলো তার পাশে তবে আজ সেও নেই, বাবা চলে গেছে অনেক আগেই। বোনেরা তো খোঁজই নেয় না!

পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও রয়েছে। এখন ছেলেটার কাকা পর দেখাশোনা করছে। কাকার বাড়িতে থাকে। এখানে তার কাকাকে তো অবশ্যই ধন্যবাদ দিতেই হয়ে,
তবে, বোনদের কি বলবেন আপনি।

বোনদের সবার বিয়ে হয়ে গেছে তবে চাইলে কি ভাইকে সাহায্য করতে পারে না?
তারা চাইলে কি তাদের মায়ের পাশে দাঁড়াতে পারতো না?

অবশ্যই পারতো।

তারা তো জানতো যে, তাদের ভাই এমন তাহলে নিশ্চয়ই এই সম্পত্তি তাদের কাছেই যেত আজ না হোক কাল!

এমন ঘটনা সচারাচর দেখা যায়।
মনে মনে বারবার ভাবতে ইচ্ছে করে,
আমাদের কাছে কি আদৌও সম্পর্কের কোনো মূল্য আছে?
আমরা কি আদৌও মানুষ ? যদি মানুষ হতাম তাহলে তো নিশ্চয়ই এমন করতে পারতাম না।

যাই হোক, এই প্রশ্নগুলো আমার মনেই থাক। তবে ঈশ্বর সব কিছু বিচারক। তার উপর ভরসা করা উচিত আমাদের। যে যেমন কর্ম করবে সে তার ফসল একদিন না একদিন অবশ্যই পাবে!

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

1000064492.gif

Curated by : lirvic
 8 days ago 

Thank you ma'm for your support. 🙏

Loading...