নতুন একটা নকশা তৈরি!

in Incredible India2 days ago

IMG_20250806_231604.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন।
সময় ও পরিস্থিতি পরিবর্তনশীল। আমাদের জীবনে পরিস্থিতি সব সময় একরকম থাকে না।

তবে দুঃখের বিষয় হলো,
আমাদের জীবনের কিছু পরিবর্তন আসে আমাদের আশেপাশের মানুষের জন্য। কিছু মানুষ তাদের স্বার্থের জন্য আমাদের বিপদের মধ্যে ফেলে।

প্রশ্ন হলো -
আমরা যেটা করি সবটাই কি আমাদের স্বার্থের জন্য?
স্বার্থ ছাড়া কি কোনো কাজ আমরা করি?

তবে অন্যের ক্ষতি করলে কি নিজের বিবেকের কাছে নিজে ছোটো হয়ে যাওয়া হয় না?
আমি এত কথা কেন বলছি জানি না কারন -
যদি সবাই এমনটা ভাবতো তাহলে কেউ কাউকে ঠকাতো না!

আজ আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্টে আমি আপনাদের সাথে নতুন একটা নকশা তৈরি করে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক -

IMG_20250806_223144.jpg

IMG_20250806_223909.jpg

প্রথমেই একটা কাগজ নিয়ে ভাজ করে চিকন করলাম। আজ হলুদ রঙের কাগজ ব্যবহার করছি। চিকন করে ভাজ করার সেটার মাঝ বরাবর আবারও ভাজ করে নিলাম। সত্যি বলত, আমার যখন মন খারাপ থাকে বা অন্য কিছুতে মন বসে না তখন এই নকশাগুলো তৈরি করে মন এদিকে ব্যস্ত রাখি।

IMG_20250806_223610.jpg

IMG_20250806_224404.jpg

ভাজ করা কাগজের কোনা টা কাঁচির সাহায্যে কেটে চিকন করে নেবো তাহলে মূল নকশাটা দেখতে সুন্দর হবে। এবার আঠা লাগানোর পালা।

IMG_20250806_224246.jpg

IMG_20250806_224538.jpg

IMG_20250806_224445.jpg

আমি আপনাদের প্রথমেই বলেছিলাম দুটো কাগজ একইভাবে ভাজ করে নিতে হবে। এবার আঠার সাহায্যে দুটো আলাদা আলাদা অংশকে একত্রে লাগিয়ে নিতে হবে।

IMG_20250806_225022.jpg

IMG_20250806_225217.jpg

এবার দুটো সবুজ কাগজ নিয়ে আবারও ভাজ করে চিকন করে নিলাম৷ এবং আগে থেকে বানিয়ে রাখা নকশার সাথে জুড়ে দিলাম। তাহলে উপরের নকশা মতো লাগবে দেখতে।

IMG_20250806_231225.jpg

IMG_20250806_231208.jpg

এবার কাগজ কেটে পাতার নকশা করে নেবো এবং সেই সাথে বৃত্তাকারে অন্য একটা কাজ কেটে মার্কারের সাহায্য মুখের নকশা আঁকিয়ে নেবো। মূল নকশাটা আরও বেশি সুন্দর করতে ওটার মাঝে এটা ব্যবহার করবো।

IMG_20250806_231558.jpg

সব কিছু তৈরি হয়ে গেলে সেগুলো আঠার সাহায্যে মূল নকশার সাথে লাগিয়ে নেবো তাহলে আমাদের সম্পূর্ণ নকশাটা তৈরি হয়ে যাবে।

আমি আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করলে আমার থেকে আরও বেশি সুন্দর করে তৈরি করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...

1000008241.png
curated by @solaymann.

 22 hours ago 

Thank you Very much for your support.