একাকী পড়ন্ত বিকাল!
Hello Everyone,,,
আশা করি, আপনারা সবাই অনেক ভালো আছেন।
আজকের সকালটাও অন্য দিনের মতো খুব সাধারণ ছিলো। কয়েকদিন যাবত বৃষ্টি হয় না তবে আজ ভোর বেলা থেকেই বৃষ্টি হচ্ছিলো।
ফলস্বরূপ, আজ একটুও ঘুম ভাঙ্গেনি। বৃষ্টির কারনে ঘুমটা যেন আরও বেশি করে চেপে ধরলো আমাকে। তাই সকালে উঠতে খানিক দেরি হলো।
কাল রাত ১২ টার দিকে কারেন্ট চলে গিয়েছিলো। যদিও অন্যান্য দিন এমনটা হলে খানিক বাদেই আবার কারেন্ট চলে আসে। ভেবেছিলাম, আজও হয়ত এমনটা হবে কিন্তু সেটা হলো না।
এদিকে মোবাইলে একটুও চার্জ নেই, কিছুক্ষণ বাদেই বন্দ হয়ে যাবে কারন আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় মোবাইল চার্জে দিই কিন্তু আজ তো কারেন্ট চলে গেছে।
সকালে হয়েও অনেক বেলা হয়ে গেলো কারেন্ট আর আসে না। মনে মনে, ভাবলাম হয়ত কোথাও কোনো সমস্যা হয়েছে। কিছুক্ষণ বাদে জানতে পারলাম আমাদের এলাকায় কাটআউট পড়ে গেছে।
মেইন বৈদ্যুতিক লাইন থেকে কাটআউটের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। তাই কাটআউট পড়ে যাওয়ার কারনে আমরা বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছি।
শহরের দিকে এমন সমস্যা হলে বিদ্যুৎ এর লোকজন সাথে সাথে এসে মেরামত করে দিয়ে যায় কিন্তু গ্রামের দিকে তেমন একটা গুরুত্ব দেয় না। বারবার ফোন করে লোকজন আনতে হয়।
যাই হোক,বেলা ১১ টা নাগাদ কারেন্ট আসলো এবং আমি ফোন চার্জে দিলাম।
আচ্ছা, কথায় কথায় তো বলতে একদমই ভুলে গেছি,
আমাদের সবজি ক্ষেতে কয়েকদিন আগে ঢেঁড়স গাছের চারা লাগিয়েছিলাম। সেই গাছে ফুল ও ঢেঁড়স ধরেছে।
গাছ থেকে কচি ঢেঁড়স পেড়ে কখনও খেয়ে দেখেছেন?
যদি না খেয়ে থাকেন তাহলে একদিন খেয়ে দেখবেন। যাই হোক, নতুন গাছে নতুন ফল দেখে ভালো লাগলো তাই কয়েকটা ছবি তুলে রাখলাম।
কয়েকদিন বাদে আজ বিকালে হাঁটতে বেরোলাম। আমার প্রিয় নির্জন রাস্তায় একাকী কিছুক্ষন কাটানোর জন্য।
বিগত কয়েকদিন যাবত কেমন জানি একা থাকতে মন চাচ্ছে বারবার।
লোকজনের কোলাহল থেকে দুরে গিয়ে একা নিরবে বসে একান্ত মনে চারপাশের জগতের বাইরে গিয়ে ভাবতে মন চাচ্ছে, জানি না কেন!
![]() | ![]() |
---|---|
সময়ের সাথে সাথে প্রকৃতিরও রূপ বদলায়, এমনকি মানুষেরও |
সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়,
সব কিছু না হলেও আংশিক পরিবর্তন তো অবশ্যই ঘটে।
সময়ের চক্রে হয়ত প্রকৃতির রূপ বদল খুব সাধারণ নিয়ম তবে অবাক লাগে যখন সময় পরিবর্তনশীলের দোহাই নিয়ে কিছু মানুষ বদলে যায়,
বদলে যায় তাদের হাসির ধরন।
তখন মনকে এই বলেই হয়ত সান্ত্বনা দিতে হয়,
আসলেই হয়ত তো পরিবর্তনশীল! কিন্তু ,
আমি বদলাতে পারিনি এটা হয়ত আমার ব্যর্থতা!
Curated by: @anasuleidy
Thnak you Very much for your support.