দুর্গাপূজার শেষ পর্ব।

in Incredible India4 days ago

IMG_20251002_100838.jpg

Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম।
সত্যি এবার ভীষণ বিরক্ত লাগছে। নিজের শরীরের সাথে যেন কোনো ভাবেই তাল মিলিয়ে চলতে পারছি না।

অনেক দিন যাবত শরীর ভীষণ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু আগে জ্বর হয়েছিলো সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। জ্বর তো সেরে গিয়েছে অনেক দিন আগে তবে শরীর এখনো পুরোপুরি রিকোভার করতে পারিনি।

যাই হোক, এবারের দুর্গাপূজা নিয়ে বেশ কয়েকটা পোস্ট শেয়ার করেছি। আজও আপনাদের মাঝে দুর্গা পূজার আরও একটা পর্ব শেয়ার করতে চলেছি।

দেখতে দেখতে দুর্গাপূজা শেষ হয়ে গেলো। দুর্গাপূজার ৫ দিন কে যেন মনে হচ্ছে ২ দিনেই শেষ হয়ে গেলো। দুর্গাপূজা যেমন হয়ে গিয়েছে তেমনই আজ এবছরের দুর্গাপূজার শেয়ার পর্ব শেয়ার করতে চলেছি।

IMG_20251002_100835.jpg

আজ বিজয় দশমী।
মা আজ আমাদের বিদায় জানাবে। দুর্গাপূজার শুরুতে আমাদের মন যেমন আনন্দে ভরে থাকে ঠিক তেমনই দশমী পূজার দিন সকলের মন খারাপ থাকে। বারবার মনে হয়,
আবারও সেই একবছরের অপেক্ষা। আমি কি ভুল বললাম? আপনাদের ক্ষেত্রে এমন হয়, অবশ্যই জানাবেন?

IMG_20251010_222125.jpg

আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিলাম। আজ দশমী পূজার অঞ্জলি খুব সকাল সকাল হবে। তাই তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নিলাম।
আমাদের গ্রামেও দুর্গা পূজা হয়, তবে ছোটো আকারে। সত্যি বলতে, অনেক আয়োজন করে পূজা দিতে সকলের মন চায় তবে স্থানীয় লোকে সাধ্যমতোই পূজা করা হয়।

মন্দির যেহেতু বাড়ির পাশেই তাই মন্দিরের মাইকিং এর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিলো। খানিক বাদেই মন্দিরের মাইকে ঘোষণা করা হলো, খুব তাড়াতাড়ি অঞ্জলি শুরু হবে। তাই আমি ও বাড়ির পাশের কয়েকজন মিলে মন্দিরে চলে গেলাম।

IMG_20251010_222230.jpg বৌদি ও পুচকুর সঙ্গে

যাই হোক, মন্দিরে গিয়ে প্রথমেই অঞ্জলি দিলাম।
এবছর আগে অঞ্জলি দেওয়া হয়নি। দশমীতেই অঞ্জলি দিয়েছি।
অঞ্জলি শেষ করে সকলের সাথে কিছু ছবি তুললাম কারন এই দিনটা আবার এক বছর পর আসবে জীবনে।

আমাকে দেখেই মায়ের কাছ থেকে পুচকু অর্থাৎ দাদার মেয়ে আমার কোলে এসে উঠলো।
যত দিন যাচ্ছে অনেক দুষ্টু হয়ে যাচ্ছে আর সেই সাথে নিজের জেদ বেড়েই চলেছে।

IMG_20251010_222142.jpg

পুচকুকে কোলে নিয়ে বৌদির সাথে ছবি উঠলাম।
আমাদের সাথে বাড়ির পাশের ভাইরাও ছিলো। ছবিতে পুচকুকে কতটা খুশি লাগছে সেটা হয়ত দেখেই বুঝতে পারছেন ।
সত্যি বলতে, ওদের এই জীবনটাই অন্য রকম। ওদের জীবনের সাথে সত্যি কিছু তুলনা করা সম্ভব নয়। কত হাসি খুশি আর আনন্দে দিন কাটে ওদের।

IMG_20251010_222109.jpg

অঞ্জলি শেষ হওয়ার পর খুব বেশি ওখানে দেরি করিনি। সকলের সাথে কয়েকটা ছবি উঠে প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম।

সব আনন্দের মাঝেও মনের কোণে কোথায় জানি একটা ছায়া জমে থাকে। কি কারনে,? সমাধান কি সেগুলোর সঠিক উত্তর হয়ত জানা থাকে না।

যাই হোক, আশা করি, আপনাদের সকলের দুর্গাপূজার প্রতিটা মুহুর্ত অনেক ভালো কেটেছে। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Sort:  
Loading...