Better Life With Steem || The Diary game || 10 September 2025
আশা করি, সকলে অনেক ভালো আছেন৷ আমিও ভালো আছি।
যত দিন যাচ্ছে কেমন জানি একা হয়ে যাচ্ছি। নাহ, কারো ব্যবহারের কারনে এই কথা বলছি না। তবে কেন জানি সত্যি একা একা লাগে এখন, হতে পারে সেটা ভাবনায় পরিবর্তন।
অন্যদের দোষারোপ করার চাইতেও নিজের উপর দোষ নেওয়াটাই শ্রেয়। যেখানে তর্ক করে জেতা যায় না সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়।
কিছু দিন ভালো ছিলো, আবারও সমস্যা শুরু হয়েছে। কি সমস্যা??
বিগত কয়েকদিন রাতে বেশ ভালো ঘুম হয়েছিলো। সকাল সকাল ঘুমাতে গেলে ঘুম আসছিলো। তবে বিগত কয়েকদিন যাবত ঘুম যেন সোনার হরিণ হয়ে গেছে।
রাতে তাড়াতাড়ি ঘুমাতে গেলে ঘুম আসছে না। নাহ, মোবাইলের কোনো দোষ নেই। মোবাইল দুরেই রেখে দেই তারপরও ঘুম আসে না।
যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাইরের পরিবেশ ঝলমল করছিলো। বৃষ্টি হয় না কয়েকদিন যাবত। এত রোদের মধ্যে বাইরে কাজ করতে সবার অনেক সমস্যা হয় কারন বর্তমানে মাঠে ফসলের কাজ করছে সবাই।
কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সবজি ক্ষেতে ঢেঁড়স হয়েছে৷ তবে এবার আরও কয়েক ধরনের সবজি ধরেছে গাছে।
আমাদের গ্রাম্য ভাষায় এটা ঝিঙে বলে, অঞ্চল ভেগে নাম আলাদা হতে পারে। তারপর কয়েকটা লাউ ও ধরেছে গাছে দেখলাম। উপরে জাল টানিয়ে গাছগুলো জালের উপর দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সবজি ক্ষেতে এটাই করা হয়।
![]() | বাটা মাছ |
---|
পুকুরে মাছ থাকতে কয়েকদিন যাবত নিরামিষ খেতে হচ্ছে বা মাছ কিনে খেতে হচ্ছে কারন পুকুরে জল থাকায় মাছ ধরতে সমস্যা হচ্ছে। জাল ফললেও মাছ ধরা পড়ছে না। তবজ আজ দুপুরে বাবা মাছ ধরতে গিয়েছিলো এবং এই দুটো মাছ পেয়েছে।
যাই হোক, বাড়িতে লোক যেহেতু তিনজন এতেই হয়ে যাবে।
একান্তে সময় কাটানোর জন্য বিকাল আমার জন্য পারফেক্ট সময়। এই সময়ে রোদের তেজ কমে যায়, মোবাইলে একটা গান চালিয়ে নির্জন রাস্তায় বসে থাকতে ভীষণ ভালো লাগছে বর্তমানে।
চারপাশে বইতে থাকে বাতাসের স্রোত, সেই সাথে তাল মিলিয়ে দুলতে থাকে ধান ক্ষেত।
পশ্চিম আকাশে সূর্যাস্ত যাওয়ার পূর্বাভাস ও লালচে আকাশ। এভাবে কেটে যায় আমার বিকাল বেলা।
রাতের বেলায় চাদের মিষ্টি আলো য় বসে থাকার সুযোগ হচ্ছে কয়েকদিন যাবত। রাতের বেলায় যকন কারেন্ট থাকে না তখন ঘরের ভিতর ভীষণ গরম লাগে তাই বাইরে বসে থাকি চাঁদের আলোয়।
দুদিন আগে চন্দ্র গ্রহণ হয়েছিলো। আমাদের জীবনেও কিন্তু গ্রহণের মতো করে নানা সমস্যা আর বিপদের কালো ছায়া পড়ে। একটা সময় সেই কালো ছায়াও কেটে যাবে ঠিকই, প্রয়োজন শুধু ধৈর্য্যের।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য। ভালো থাকবেন। 🥰