Better Life With Steem || The Diary game || 31 August 2025
Hello Everyone,,,
আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।
আজ সকালে অন্য দিনের তুলনায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম কারন অবশ্য ছিলো!
আজ রাধাষ্টমী!
বাড়িতে জন্মাষ্টমী করা হয়েছিলো তাই রাধাষ্টমীও করা হবে। সকাল থেকে উঠে মা বাড়িতে পূজার আয়োজন করা আরম্ভ করা হয়েছে। তবে বাজার থেকে কিছু জিনিস কিনে আনতে হবে। তাছাড়া মিষ্টি, জিলাপি কিনতে আমাকে বাজারে যেতে হবে।
এদিকে বাবা সকালে ঘুম থেকে উঠে বিলে চলে গিয়েছে কারন বাড়িতে আজ ১৩ জন লোক ঠিক করা হয়েছে মাঠে ফসল রোপন করার জন্য। আজ এতগুলো লোক ঠিক করা হয়েছে কারন মাঠের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে।
![]() | মিষ্টির দোকান, সুখদাড়া বাজার। ( সকাল ৭ টা থেকে রাত ১০ টা) |
---|
আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সত্যি বলতে, যেদিন কোনো কাজে তাড়া থাকবে সেদিন কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে।
রাস্তায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো গাড়ি পাচ্ছিলাম না। তবে কখন হাসি পায় জানেন?
যখন অনেকক্ষণ অপেক্ষা করার পরও গাড়ি পাওয়া যায় না কিন্তু যখন গাড়ি আসবে একসাথে ২/৩ টা একসাথে আসবে। যাই হোক, আমি গাড়িতে উঠে পড়লাম।
মিষ্টির দোকানে গিয়ে দেখি তখন জিলাপি তৈরি করছে। যাক ভালোই হলো, একদম গরম গরম জিলাপি নিতে পারবো। অনেক সময় দোকানদাররা চালাকি করে বাসি মিষ্টি দেওয়া চেষ্টা করে।
যেহেতু পূজার কাজে লাগানো হবে তাই তৈরি করার সাথে সাথে নিতে পেরে ভালো লাগলো।
জিলাপির পাশাপাশি গজা, পঞ্চ মিষ্টি নিলাম। আর বেশি কিছু কিনতে হবে না কারন আগে থেকে অনেক কিছুই কেনা করেছে৷ শুধুমাত্র মিষ্টিগুলোই আজ কিনতে হবে।
মা বাড়িতে ইতোমধ্যে লুচি তৈরি করা শুরু করে দিয়েছে। বাড়িতে থাকলে লুচি ভাজতে সাহায্য করতে পারতাম। যাই হোক, প্রয়োজনীয় সকল কিছু কেনা শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম। তবে গাড়িতে ওঠার আগে মিষ্টির দোকানের সামনে থাকা ফল গাছের ছবি তুলে নিলাম।
![]() | বিকালে একান্তে বসে আছি |
---|
যাই হোক, বাড়িতে এসে আমাকে মায়ের সাথে কাজে হাত লাগালাম। রাধাষ্টমী দিনের বেলাতে হয় তাই কাজের খানিক তাড়াহুড়ো ছিলো।
যাই হোক, সব কাজ শেষ করে কিছু সময় ঘুমালাম। কিছু সময় ঘুমানোর পর ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতে বেরোলাম।
আমার হাঁটতে যাওয়ার সঙ্গী আমি নিজেই!
জীবনে বিষাক্তময় সঙ্গীর চাইতে একা এগিয়ে চলাই ভালো!
কিছু সময় হাঁটা আবার
খানিকক্ষণ বসে থাকা,
লোকচক্ষুর আড়ালে নিজের সাথে কথা বলার অদ্ভুত এক অনুভূতির সাথে কেটে গেলো শেষ বেলা!
TEAM 8
Congratulations! Your post has been upvoted through @steemcurator08. Good post here should be..Thank you so much for your support.