Better Life With Steem || The Diary game || 5 August 2025

in Incredible India3 days ago
IMG_20250805_221133_976.jpg

Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।

সময় কিভাবে জীবন থেকে চলে যাচ্ছে বুঝতেই পারছি না।
মনে আছে আপনাদের??
বছরের প্রথম দিনে আয়োজিত হ্যাং আউটে আমরা সবাই কতই না আড্ডা দিলাম।

এমনকি মজার খেলাও হয়েছিলো। সত্যি অনেক বেশি মজা করেছিলাম সেদিন।

মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগের ঘটনা,
তনে ইতোমধ্যে ৭ মাস পার হয়ে গেছে।
অবাক লাগছে তাই না!

সময়ের সাথে সাথে জীবনের গতি ও রং বদলে যায়, মাঝে মাঝে নিজেকে এতটাই অচেনা মনে হয় যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখেও বড্ড অপরিচিত মনে হয়।

তবে নিজের থেকেও বেশি অপরিচিত লাগে নিজের আশেপাশের মানুষ জনকে।
বিগত ১ বছর আমার জীবনে সব থেকে খারাপ ও শিক্ষনীয় ছিলো।

কেনই বা খারাপ?

  • খারাপ এই কারনে যে বিগত এক বছর জীবনে এমন কিছি পরিস্থিতি পার করেছি যেগুলো কখনও কল্পনাও করিনি যে এমন পরিস্থিতি পড়তে হবে। নিজেকে দিশেহারা মনে হয়। সময়ের সাথে সাথে দায়িত্ব, কর্তব্যের ভারে উঠে দাঁড়াতে কষ্ট হয়। পরিবারের বাইরে স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ভাবাটাও শোভা দেয় না, এই শিক্ষাতেই বিশ্বাস করি।

আর শিক্ষা?

বিগত ১ বছরে অনেক মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে রাখা চেহারা দেখতে পেয়েছি৷ পরিস্থিতি আমাদের প্রিয়জন চিনতে শেখায়।

জীবনে খারাপ সময়ের খুব প্রয়োজন কারন এই সময়ে প্রকৃত কাছের মানুষজনকে চেনা যায়।

IMG_20250805_221133_953.jpg

IMG_20250805_221134_142.jpg

IMG_20250805_221134_473.jpg

আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয় নি। বৃষ্টিকে খুব মিস করছিলাম কারন প্রতিদিন বৃষ্টি হয় আজ যদি না তাহলে নিয়মের বাইরে চলে গেলো তো, তাই না!

দুপুরবেলা দোকানে গিয়েছিলাম বিকাশ একাউন্ট থেকে কিছু টাকা বের করার জন্য। বিকাশ হলো একটা মোবাইল ব্যাংকির সিস্টেম। যে কেউ চাইলে দেশের যেকোনো প্রান্তে টাকা সম্ভব বিকাশ একাউন্টের মাধ্যমে।

দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে জানি বৃষ্টি এসে হাজির হলো।
এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে, শব্দ শুনে ভয় লাগছিলো, তাছাড়া সঙ্গে বিদুৎ চমকাচ্ছিলো যেটা অনেক বেশি ভয় লাগে আমার।

এদিকে স্নান করার সময় হয়ে গেছে কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষনই নেই। প্রায় ৪৫ মিনিট যাবত বৃষ্টি হয়েছে ।

পুকুরে বাচ্চারা স্নান করছিলো। সাতার কেটে পুকুরের এপাশ ওপাশ করছিলো। মনে হচ্ছিলো আমি যাই স্নান করতে। তবে আমি জোকের ভয়ে পুকুরে স্নান করি না।

বিগত দিন পুকুরে স্নান করার সময় একজনে গায়ে জোক লেগেছিলো তাই ভয়টা আরও বেশি হয়েছে।

IMG_20250805_221133_875.jpg

বৃষ্টি থেমে গেলে বাড়িতে এসে স্নান সেরে নিলাম। তারপর কিছু সময় ঘুমিয়েছিলাম। সত্যি বলতে, কি হয়েছে জানি না কিন্তু রাতের বেলায় এত চেষ্টা করেও ঘুমাতে পারছি না। তাই দুপুরবেলা খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম।

IMG_20250805_221134_110.jpg

আজ একাদশী ব্রত, দোকানে বাদাম কিনতে গিয়েছিলাম খাওয়ার জন্য। ১০০ গ্রামে বাদামের মূল্য ২৫ টাকা। তাছাড়া বাড়িতে গরুর দুধ রয়েছে। এক গ্লাস দুধের সাথে সামান্য একটু চিনি মিশিতে খেয়ে সারা দিন পার করে দিতে পারি।

যাই হোক, এভাবে আমার দিন পার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবেন।

Sort:  
Loading...
TEAM FORESIGHT

Congratulations!

Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags


1000063159.gif

 yesterday (edited)

দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য। ভালো থাকবেন।