Power up.
![]() |
---|
Hello Everyone,,,
আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। জীবনের পরিস্থিতি প্রতি মুহুর্তে পরিবর্তন হয়। সকল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হয়ত মানুষকে মানুষ করে তোলে।
আজ আমি পাওয়ার আপ করতে চলেছি। একটা সময় নিয়মিত পাওয়ার আপ করে ক্লাবের অন্তর্ভুক্ত থাকাটা আবশ্যক ছিলো। তবে যখন থেকে ক্লাবে অন্তর্ভুক্ত থাকার নিয়ম পরিবর্তন হয়েছে তখন থেকে অনেকেই পাওয়ার আপ করাকে গুরুত্বসহকারে দেখেন না।
তবে ক্লাবের অন্তর্ভুক্ত থাকার ব্যাপারে নিয়ম যেটাই থাকুক না কেন নিয়মিত পাওয়ার আপ করা উচিত বলে আমি মনে করি।
নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব পাওয়ার আপ করা উচিত। পাওয়ার আপ করার মাধ্যমে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করা হয়। তাছাড়া একটু একটু করে পাওয়ার আপ করার অভ্যাস আমাদের সঞ্চয় প্রবণতাকে বৃদ্ধি করে। সঞ্চয় প্রবণতা তৈরি হওয়াটা আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক গুরুত্বপূর্ণ।
![]() | 25 Steem Power Up |
---|
আমি আজ পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি। পাওয়ার আপ করার পরিমাণটা সামান্য হলেও আমি ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
ছোটোবেলায় লক্ষীর ঘটে টাকা জমায়নি এমন কাউকে পাওয়া যাবে না হয়ত। আমি নিজেও লক্ষীর ঘটে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে নিজের জন্য একটা স্কুল ব্যাগ কিনেছিলাম, তখন আমি ৫ম শ্রেণীতে পড়তাম।
![]() | 2000 Steem Delegation To Meraindia |
---|
এবার আসি, ডেলিগেশন দেওয়ার ব্যপারে!
কমিউনিটি একজন সদস্য হিসাবে কমিউনিটি একাউন্টে ডেলিগেশন দেওয়া আমার কর্তব্য, এটা প্রতি সদস্যের কর্তব্য।
তবে বর্তমানে আগের মতো কেউ স্বতঃস্ফূর্তভাবে কমিউনিটিতে ডেলিগেশন দেয় না, বরং অনেকেই ডেলিগেশন তুলে নিয়েছে।
একতাই বল
প্রবাদটা হয়ত সবাই ভুলতে বসেছে।
যাই হোক , সবটাই নিজ নিজ অভিরুচি। আমি আমার সামর্থ্য মতো আমি ডেলিগেশন দিয়ে সকলের সাথে পথ চলার ইচ্ছা রাখি।
আগে কিন্তু ক্লাব এর আওতাভুক্ত হয়ে কাজ করতে হত কিন্তু যবে থেকে ক্লাব ছাড়া কাজ করা শুরু হয়েছে তবে থেকে সত্যি কথা বলতে আমি নিজেও পাওয়ার আপ করা থেকে বিরত রয়েছে যতটুকু আসছে যতটুকু তুলে নিচ্ছে কিন্তু এটা আমার ক্ষেত্রে মনে হচ্ছে ভালো একটা বিষয় নয়।
অনেক অভিজ্ঞ মানুষ রয়েছেন যারা বলে থাকেন আপনি যদি দিনে দশ টাকা ইনকাম করেন সেখান থেকে অবশ্যই আপনাকে দুই টাকা হলেও সঞ্চয় করা উচিত এটাও কিন্তু সেরকমই একটা বিষয় আমরা যা ইনকাম করি মাস শেষে আমাদের অবশ্যই ৫০% পাওয়ার আপ করা উচিত যেটা আমাদের পরবর্তী সময় গিয়ে কাজে লাগবে আপনি এখনো পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রেখেছেন দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ এভাবেই আপনার ধারাবাহিকতা বজায় রাখুন ভালো থাকবেন।