Incredible India monthly contest of June#1|Old Vs New!

in Incredible India26 days ago
Incredible India monthly contest of June#1_Old Vs New!_20250613_233849_0000.jpg

আশা করি, সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেক দিন বাদে কমিউনিটিতে চলমান কনটেস্টে অংশগ্রহণ করবো। অনেকেই ইতোমধ্যে কনটেস্টে অংশগ্রহণ করেছেন তাই আমিও চেষ্টা করবো নিজের সাধ্যমতো আলোচনা করার।

তবে তার পূর্বে আমার কয়েকজন বন্ধুকে কনটেস্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে চাই,

@amekhan, @sifat421, @hafizur46n

Share the things that you believe were best in past, but now have been changed.

অতীত! এই শব্দটার মাঝে কেমন জানি অন্য রকম একটা অনুভূতি কাজ করে। অতীতের সময় গুলো অনেক বেশি উপভোগ্য ছিলো বলে আমি মনে করি।

অতীতের অনেক কিছু ভীষণ রকম ভাবে মিস করি যেগুলো এখন কল্পনামাত্র।

অতীতের মানুষ অনেক বেশি সংঘবদ্ধ ছিলো বলে আমার মনে হয়। তাদের মধ্যে একতা, সততার প্রকাশ পেত। তনে আমি সব থেকে বেশি মিস করি দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শোনার মুহুর্ত।

ছোটবেলায় সময় কাটানোর সব থেকে ভালো মাধ্যম ছিলো দাদু ঠাকুমার কাছ থেকে পুরানো দিনের গল্প শোনা। দাদুর কাছ থেকে শুনতাম আগে কিভাবে মানুষ ১ টাকা নিয়ে বাজারে যেতো। প্রয়োজনীয় সকল দ্রব্য কেনার পর কয়েক আনা ফিরিয়ে আনতো।

আগেকার মানুষের নানা কর্মকাণ্ড যেগুলো এখন স্বপ্নের মতো এমন গল্পগুলো শুনতাম তাদের কাছ থেকে। দাদুর জীবনের মজাদার কিছু গল্প শোনার জন্য পাগল ছিলাম।

আমার দাদু ব্যবসায় করতো। আমাদের গ্রামে একটাই দোকান ছিলো সেটা আমার দাদুর। তবে একবার রাতের বেলায় দোকানে চোর ঢোকে। দোকানে সরিষার তেল ও এসিডের বোতল পাশাপাশি রাখা ছিলো।

চোর মশাই সরিষার তেলের বোতল ভেবে এসিডের বোতল খুলে হাতে ঢালতেই চিৎকার করে উঠলো আর সঙ্গে দাদু গিয়ে চোরকে ধরে ফেললো।

এসব গল্প শুনতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তবে একটা সত্যি কথা বলুন তো -

একন কি দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শোনার মতো সময় এখনকার বাচ্চাদের আছে?

ঘুমানোর সময় মায়ের কাছ থেকে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম আর এখন?
এখন বাচ্চারা মোবাইল না হলে খেতে পারে না, ঘুমাতে পারে না। কার্টুন দেখতে দেখতে ঘুমানোর যেন নিয়ম চালু হয়েছে।

আগেকার সময়ে যৌথ পরিবার দেখা যেত আর এখন নিজ পরিবারের মধ্যে ঝগড়া লেগে থাকে উঠতে বসতে।

অতীতে আমাদের পরিবার ছিলো আমাদের গ্রামের সব থেকে বড়ো পরিবার। আমার দাদুরা চার ভাই এবং আমার বাবারাও চার ভাই, সবাই একসাথে বাস করতো। তবে এখন সবাই নিজের মতো।

শুধু আমাদের পরিবারেই নয় বরং প্রতিটা পরিবারে এই একই চিত্র।

How do you define old is gold?

পুরাতনই সোনা এটা আমি বিশ্বাস করি। এখন প্রতিটা জিনিসের সাথে সবাই পুরাতন জিনিসের সাথে তুলনা করে আর বলে, আগের দ্রব্যগুলোই আরও ভালো ছিল।

একটা প্রবাদ আছে, পুরানো চালে ভাতে বাড়ে!
প্রবাদ টি দ্বারা পুরাতন কেউ বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মান ও গুণ বিবেচনায় পুরাতন জিনিস এগিয়ে এটা কেউ অস্বীকার করবেন না আশা করি।

আগেকার দিনে খাদ্য দ্রব্যে ভেজালের পরিমাণ কম ছিলো এজন্য মানুষ এখনকার তুলনায় কম অসুস্থ হতো। এখন এমন কোনো মানুষ নেই যে কোনো না কোনো ভাবে অসুস্থ নয়।

Discuss some points why changes are needed for a better future!
pexels-emma-bauso-1183828-2253879.jpgSource

অতীত সত্যিই সুন্দর তবে পরিবর্তনই জীবনের নিয়ম। উন্নত প্রযুক্তির কারনে আজ মানুষের জীবন সহজ হয়েছে। চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সবই উন্নত হয়েছে।

আগেকার সময়ে চিকিৎসা ব্যবস্থায় অনেক কুপ্রথা চালু ছিলো। কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা না পেয়ে প্রাণ হারাতো। তবে প্রযুক্তির কারনে এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আর এর সুফল আমরাই ভোগ করছি।

অতীতে যোগাযোগ ব্যবস্থা অনেক অনুন্নত ছিলো। দুরে অবস্থানরত প্রিয়জনের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিলো চিঠি। চিঠির মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে হতো। মন চাইলেই প্রিয়জনের সাথে যোগাযোগ করা সম্ভব হতো না।

তবে এখন মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে দুর দুরান্তে যোগাযোগ করা খুবি সহজ। এটা সম্ভব হয়েছে পরিবর্তনের মাধ্যমে। তাই অতীতে আমাদের সুখের দিন ফেলে আসলেও পরিবর্তনের মাধ্যমে আমরা অনেক সুফল ভোগ করছি।

Sort:  
Loading...