আমি
@tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি ওয়েল প্যাস্টেল আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের এই আর্ট ভালো লাগবে। তাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
আজাদি কা অমৃত মহোতাভস আর্ট। |

ডিভাইস - poco M2
আজ বেশ কিছুদিন ধরে কাজ করতে পারছি না বাড়িতে অনেক কাজের চাপ রয়েছে। কোন ভাবেই একটু সময় বের করতে পারছি না। যার জন্য আমি আমার নিজের কাজ গুলো সঠিক ভাবে করতে পারি নাই। একদিন যদি কাজ না করতে পারি তাহলে ভাল লাগেনা আজকে চারটা দিন আমি এই কাজ থেকে বিরত থাকাই নিজেকে খুব বিরক্ত অনুভব করেছি। আজ একটু সময় পেয়েছি আর এই ফাঁকে একটি আর্ট আমি তৈরি করেছি যা আপনাদের মাঝে শেয়ার করবো। এখন চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এটি তৈরি করেছি।

✳️সাদা পেপার
✳️অয়েল পেস্টেল কালার
✳️কাটা কম্পাস
✳️স্কেল

প্রথমে একটি পেজ নিয়ে তাতে আয়তাকার একটি বক্স এঁকে নিয়েছি।
এই ধাপে আমি নিচের দিকে বক্র আকার একটি দাগ কেটে নিয়েছি। এবং ঠিক উপরের দিকে তিনটা দাগ এবং মাঝখানে একটা ফুল আকৃতি এঁকেছি।
এই ধাপে আমি একটি পতাকা এঁকেছি এবং পতাকার বাম পাশে একটি ফুল গাছ এঁকেছি।

এরপর আমি ফুলের পাশে একটি ঘাস এঁকেছি এবং ডান পাশে আমি ইংরেজিতে সেভেন, ফাইভ এবং টিএইচ লিখেছি।
এরপরে আমি উপরে যেয়ে তিনটা দাগ কেটেছিলাম এবং পতাকা এঁকেছিলাম সেটাকে আমি প্যাস্টেল কালার দিয়ে রং করে দিয়েছি।
এভাবে আমি ইংরেজি ৭৫ এবং নিচের দিকের বক্র আকারে যেটি আমি এঁকেছিলাম এটিকে আমি প্যাস্টেল কালার দিয়ে রং করে দিয়েছি।

এই ধাপে আমি আর্টের সম্পূর্ণ জিনিস গুলোকে সুন্দরভাবে প্যাস্টেল কালারের রং করে দিয়েছি।
এ ধাপে আমি আমার নিজের হাতের একটি সিগনেচার দিয়ে সম্পূর্ণরূপে একটি ছবি তুলেছি।

এটি আমার আর্টের সম্পূর্ণ রূপের একটি ছবি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই আর্টের যেকোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। |
ডিভাইস | poco M2 |
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | আজাদি কা অমৃত মহোতাভস। |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
আপনি অনেক সুন্দর ভাবে দক্ষতার সহিত আমাদের মাঝে ধাপে ধাপে আজাদি কা অমৃত মহোতাভসের আর্ট তৈরি করে দেখিয়েছেন। দেখে আমার অনেক ভালো লাগলো। এ ধরনের আর্ট তৈরি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। আর আপনি ধৈর্যের সাথে প্রতিটি ধাপ আমাদের মাঝে আর্ট করে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
কিছু কিছু আর্ট কাছে যেগুলো অনেক অর্থ বহন করে। তবে মাঝে মাঝে সেগুলো দেখতে এতটাই সিম্পল মনে হয় যে এই কমিউনিটির সবার সাথে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়ে। আশা করছি নিজের কাজের মান ভালো করবেন ও নিজেকে এগিয়ে নিবেন।
কিছু সময় নিজের পরিবারকে এতটাই বেশি গুরুত্ব দিতে হয়, ওই সময় কাজ গুলোকে অর্থবহ মনে হয় আপু। ইচ্ছা করলেও অনেক ভালো কিছু করার মত সময় হয়ে ওঠে না। তবে গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য ধন্যবাদ।
খুব চমৎকার একটি আর্ট করেছেন আজাদি কা অমৃত মহোতাভসের। খুব ভালো লাগলো এবং কালার কম্বিনেশন যথাযথ ছিল ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে প্রকাশ করে এই আর্টটি সম্পূর্ণ করেছেন। এরকম আর্ট গুলো করতে অনেক সময় লেগে যায়। নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে এরকম নিখুঁত নিখুঁত কাজ গুলোর মাধ্যমে। কালার কম্বিনেশনটা ও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে আমি একেবারে মুগ্ধ। অসম্ভব ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মত আমারও একদিন কাজ না করতে পারলে ভালো লাগে না। আপনি অসম্ভব সুন্দর একটি চিত্রাংকন করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল