আমার আজকের দিন

in #independentday7 years ago

সকালে ঘুম থেকে উঠেই মাথায় অনেক বেথা। তাও অনেক্ষন সুয়েই ছিলাম। তারপর ঠিক ৯ টার পর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম। তারপর মাথা বেথা নিয়া আবার সুইলাম। মাঝে কিছুক্ষন ইউটিউব এ ভিডিও দেখলাম। পরে আবার শুইছিলাম। এভাবেই শুয়ে শুয়ে দিন টা গেল। সবাই কে স্বাধীনতা দিবসের সুবেচ্ছা। ১৯৭১ সালের এই দিন এ বাংলাদেশ এর স্বাধীনতা ঘোষনা করা হয়। দির্ঘ ৯ মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি।

Sort:  

বাহ বাহ,

তুমি কত সুন্দর বাংলা লেখো।
তোমার বাংলা দেখে আমি পুলকিত।

হালারপুত, তোর এই বাংলা লেখা দেইখা শহীদ গো আত্না কষ্ট পাইতাছে

hu tomar goay culkani ken ato.. tomare sudlam na