সত্যি এবং সঠিক কথা যে বিজেপি আরএসএস দিলিপ ঘোষ জন বার্লা

in #india4 years ago

সত্যি এবং সঠিক কথা যে বিজেপি আরএসএস দিলিপ ঘোষ জন বার্লা আসাদ‌উদ্দিন ওয়েসি এআইমিম বা যত ধর্মীয় সংগঠন আছে বিশেষতঃ রাজনৈতিক,এরা ভারত যখন ব্রিটিশ উপনিবেশ ছিল,সেই 'ব্রিটিশ রাজ' এর‌ই উত্তরসূরি সন্তান। তাই স্বাভাবিকভাবেই এরা সেই ব্রিটিশদের মতোই 'ডিভাইড অ্যান্ড রুল' করে বাংলা ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত করবে।

আল্টিমেটলি ঐ কিসের একটা যেন বলে যত‌ই চেষ্টা করো তবুও, 'কখনো সোজা হয়না'।
রাস্তায় এসেই দাঁড়াতে হয় এদের, শুরুতে মুখে যত‌ই বলুক না না আমরা ওটা কখনোই করব না। 😆 নিজে তালিবান হয়ে আবার অন্যদের তালিবান বলে! 😏 #bjp #aimim #religion #terror