Sammy wanted to keep my body buried in the jungle.

in #indian7 years ago

মোহাম্মদ শামি ভারতীয় ক্রিকেট দলের পেসার। তার দাম্পত্য জীবন নিয়ে এখন চলছে মিডিয়াতে তোলপার। তার স্ত্রী শামির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। তার স্ত্রী হাসিন জাহান বলেছে যে শামি তাকে হত্যা করে জঙ্গলে তার দেহ পুতে রাখতে চেয়েছিল। এছাড়া শামি ভেবেছিল যে হাসিন কে বিবাহ করে তার জীবন শেষ হয়ে গেছে। তার ইচ্ছা ছিল যে কোহলির মতো শামিও মিডিয়ার কাউকে বিয়ে করবে। শামি হাসিন জাহান কে বিয়ে করে ২০১৪ সালে। তাদের পরিচয় হয় আইপিএল এর মাধ্যমে। হাসিন ছিল তখন কোলকাতা নাইট রাইডার্স এর চিয়ার লিডার। হাসিন এর দাবী পাকিস্তানের কোন এক মেয়ের সাথে রয়েছে তার বিবাহ বহির্ভুত সম্পর্ক। এছাড়া শামির পরিবারের সাথেও রয়েছে সমাজ বিরোধীদের সাথে সম্পর্ক। পুলিশ এই সকল বিষয় এখন খতিয়ে দেখছে।

Sort:  

Nice post my friend, have a nice day to you @sanjayshil2018 (>‿◠)✌

This post has received a 0.78 % upvote from @drotto thanks to: @sanjayshil2018.

This post has received a 0.75 % upvote from @speedvoter thanks to: @sanjayshil2018.