আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০১ ই মে ২০২৫ ইং
প্রতি বছরের মতোই ১লা মে ফিরে এল শ্রমজীবী মানুষের আত্মত্যাগের ইতিহাস নিয়ে। দিনটি শুধুই একটি তারিখ নয় এটি এক সংগ্রামের প্রতীক, এক অনুপ্রেরণার নাম। বিশ্বের কোটি কোটি শ্রমিকের রক্ত, ঘাম ও পরিশ্রমের গল্প এই দিবসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৮৮৬ সালের শিকাগো শহরের সেই আন্দোলনের ঢেউ পেরিয়ে এসেছে আমাদের ঘর দরজায়। আজও সেই ডাক শোনা যায় “আমরা শ্রমিক, আমাদের অধিকার চাই।” তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আজ সারা পৃথিবীর শ্রমিকরা তাদের কাজ গুলো সুষ্ঠু ভাবে করতে পারছেন।দেড়শত বছর আগে এমনটা ছিল না।
২০২৫ সালে দাঁড়িয়ে আমরা দেখি শ্রমের রূপ বদলে যাচ্ছে। হাতে হাতুড়ি বা কোদালের পরিবর্তে এখন অনেকের হাতে মাউস ও কীবোর্ড। তবে পরিশ্রমের রং বদলায় না তা সব সময়েই রক্ত ও ঘামের ছোপে রাঙানো। ডিজিটাল যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার ছায়ায় দাঁড়িয়েও, শ্রমিকের অবস্থান আজও প্রশ্নবিদ্ধ। অনেক ক্ষেত্রেই তারা এখনো ন্যায্য মজুরি, সুরক্ষিত কর্মপরিবেশ ও মানবিক আচরণ থেকে বঞ্চিত। আগে ছিল পরিশ্রমের মাধ্যমে কাজ করা, কিন্তু এখন তা পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন অফিস আদালতে বসে প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শ্রমিক কোনো করুণার পাত্র নয়, বরং যে সমাজে আমরা বাস করি, তার ভিত্তি নির্মাণে তার অবদান অস্বীকার করার উপায় নেই। কৃষিক্ষেত্র থেকে শুরু করে গার্মেন্টস, নির্মাণ, পরিষেবা, প্রযুক্তি প্রত্যেক ক্ষেত্রেই শ্রমিকের ভূমিকা অপরিসীম। অথচ নানা অজুহাতে তাদের কে সামনে নিম্ন শ্রেণীর লোক মনে করি। এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ মানুষ। তাদের কারণেই আমাদের সমাজ এবং দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
শ্রমিক দিবস তাই কেবল ফুলের শ্রদ্ধা জানাবার দিন নয়, এটি প্রতিজ্ঞার দিন। শ্রমিকের পাশে দাঁড়াবার, তাদের কণ্ঠস্বরকে শ্রবণযোগ্য করে তোলার দিন। একটি সমাজ কতটা সভ্য তা বোঝা যায় সে সমাজে শ্রমিক কতটা মর্যাদা পায়, তার মধ্য দিয়ে। উন্নয়ন তখনই অর্থবহ, যখন তা সবার জন্য সমান সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করে। আমরা সকলেই চেষ্টা করবো আমাদের দেশের সকল শ্রমিকেরা যেন সকলের নিকট থেকে ভালো সম্মান।আর তাদের সম্মানিত করার দায়িত্ব আমাদের সকলের।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
কথাটা বেশ বলেছেন ভাই সত্যি শ্রমের পার্থক্য হয়েছে পরিবর্তন হয়েছে কিছুটা। তবে শ্রমিকের প্রতি যে বৈষম্য সেটা এখনও বাংলাদেশে বিদ্যমান। জানা নেই এই অবস্থা কবে শেষ হবে। বেশ সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।