আমার বাংলা ব্লগে পরিচয় মূলক পোস্ট।

in আমার বাংলা ব্লগ16 days ago

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি পরম করুনাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভাল এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো এবং সুস্থ আছি।

1000323710.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার বাংলা ব্লগে গেস্ট ব্লগার হিসেবে আমার পরিচয় মূলক পোস্ট উপস্থাপন করতে চলে আসলাম বেশি কথা না বলে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের মাঝে উপস্থাপন করি।

আমার নাম মোঃ আবু রায়হান আমি বাংলাদেশী নাগরিক শিক্ষকতা যোগ্যতা ততটা বেশি না এসএসসি পাশ করেছি ২০১২ সালে। এইচ এস সি ভর্তি হয়েছিলাম কিন্তু সঠিকভাবে কলেজে যেতে পারে নাই আর্থিক সংকটের কারণে।

বর্তমানে আমি মালয়েশিয়ায় অবস্থানরত দীর্ঘ ১১ বছর পেশায় আমি একজন প্রবাসী যেহেতু দীর্ঘদিন যাব তুমি প্রবাসে আছি। তার সাথে গত তিন বছর যাবত আমি অনলাইন প্লাটফর্মে কাজ করছি। তবে আমি আমার বাংলা ব্লগে গেস্ট ব্লগার হিসাবে আসতে অনেক ইচ্ছুক যার ফলে এটা আমার পরিচয় মূলক পোস্ট। তার অনেকগুলো কারণ আছে কারণ বাংলা আমার মাতৃভাষা মায়ের ভাষা যে ভাষাটা মায়ের মুখে খুবই শুনেছে এবং সেটা থেকে আমাদের পরিচিতি এজন্য বাংলায় পোস্ট লেখার ইচ্ছুক আমার মনে হয় প্রতিটি বাঙালি জাতির ভিতরে অনুপ্রেরিত করে।

1000323737.jpg

আমি খুব সাধারণ একজন মানুষ সর্বদা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে এজন্য হয়তোবা আমার বন্ধুত্বের পরিমাণ অনেক বেশি অল্পতে মানুষকে বিশ্বাস করে সহজ কথায় ভিজে যায় গান শুনতে অনেক বেশি পছন্দ করে বাংলা গান ৯০ দশকের।

খেলাধুলা ততটা বেশি ভালো লাগে না তবে ক্রিকেট আর হাডু আমার প্রিয় খেলা যখন স্কুলে লেখাপড়া করতাম তখন হয়তোবা মাঝেমধ্যে হারানো খেলা দেখে খুবই ইচ্ছুক ছিল কিন্তু এগুলো এখন স্বপ্ন হিসেবে থেকে গেছে আর অতীত হিসেবে স্মৃতির পাতায় গেঁথে রেখে দিয়েছি। এগুলোই আমার ভালোলাগা ভালোবাসা সবকিছু আর তার সাথে ফটোগ্রাফি করতে বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে।

1000289240.jpg
আমি সর্বদা চেষ্টা করব ভালো কিছু উপস্থাপন করার এবং এখান থেকেও ভালো কিছু শিক্ষা গ্রহণ করার যে কোন একটা স্থানে যদি অনেকগুলো গুণী মানুষ থাকে তাদের ভেতর থেকে ভালো কিছু জ্ঞান সংগ্রহ করা সম্ভব আর। আমি একজন ক্ষুদ্র জ্ঞানে আমি সর্বদা চেষ্টা করব আপনাদের মাঝ থেকে কিছু সংরক্ষণ করার বা কিছু শিক্ষা গ্রহণ করার।

বেশি কথা না বলেই আমি আজ আমার সংক্ষিপ্ত পরিচয়মূলক পোস্ট এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন।

Posted using SteemPro