আমার বাংলা ব্লগে আমার পরিচিতিমূলক পোস্ট | ১১/০৯/২০২৫

আসসালামু আলাইকুম প্রিয় স্টিমিয়ানরা,
আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি খুবই আনন্দিত, কারণ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচিতিমূলক পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যেহেতু আমি একেবারেই নতুন, তাই আমার ভুলভ্রান্তি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ছোট ভাই মনে করে সেগুলো বুঝিয়ে দিবেন যেন আমার সামনের দিনগুলো ভালো কাটে।


Face Verification

আমার নাম ইফতেখার রিয়ান। স্টিমিটে আমার ইউজার নেইম [@iam.riyan] আমার বয়স ২১ বছর, আমি একজন বাংলাদেশী নাগরিক। আমি বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলায় বসবাস করি। ছোটবেলা থেকেই আমি নতুন কিছু জানতে, শিখতে এবং সৃজনশীল কিছু করতে ভালোবাসি। ছবি তোলা, লেখালেখি, বই পড়া এবং নতুন অভিজ্ঞতা অর্জন আমার সবচেয়ে প্রিয় কাজের মধ্যে পড়ে। আমি প্রায়ই দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। ভ্রমণ করা আমার অন্যতম শখ।


🌸 স্টিমিটে আসার কারণ 🌸

প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার প্রতি আমার আগ্রহ সবসময়ই প্রবল ছিল। দিনের বেশীরভাগ সময় ইন্টারনেটেই কেটে যায়। আমি প্রায়ই ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস জানতে এবং শিখতে চেষ্টা করি। একসময় স্টিমিট সম্পর্কে জানতে পেরে আমার ভেতরে কৌতূহল তৈরি হয়। আমি বুঝতে পারি, স্টিমিট কেবল একটি ব্লগিং প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি বড় পরিবার, যেখানে সবাই নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা ভাগাভাগি করে। তাই প্রবল আগ্রহে আমি স্টিমিটে একাউন্ট ক্রিয়েট করি এবং বিশ্বাস করি এখানেই আমার লেখার স্বপ্ন ও নতুন কিছু শেখার সুযোগ বাস্তবে রূপ নিতে পারে।


🌸 কেন আমার বাংলা ব্লগ? 🌸

যেহেতু আমি একজন বাঙ্গালী তাই বাংলা আমার মাতৃভাষা, আর মাতৃভাষায় নিজের ভাব প্রকাশের আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমি সবসময় চাই, বাংলাতেই আমার অনুভূতি, ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরতে। তাই আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে বেছে নিয়েছি। এখানে আমি মাতৃভাষায় আমার লেখা শেয়ার করতে পারব, আবার একই সঙ্গে অন্যদের লেখা পড়ে অনুপ্রাণিতও হতে পারব। তাই শুরুতেই আমার প্রথম পছন্দ ছিলো আমার বাংলা ব্লগ

আমি স্টিমিটে নতুন, তাই আমার প্রথম লক্ষ্য হলো এই প্ল্যাটফর্মে নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করা এবং কমিউনিটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা। আমি বিশ্বাস করি, আমার বাংলা ব্লগ হবে আমার জন্য এক অসাধারণ জায়গা, যেখানে আমি আমার লেখা শেয়ার করতে পারব, নতুন কিছু শিখতে পারব এবং অন্যদেরও অনুপ্রাণিত করতে পারব।


শুভকামনা রইল সবার জন্য। আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমার যাত্রা সফলভাবে এগিয়ে নিতে পারব এবং শিগগিরই আপনাদের পরিবারের একজন ভেরিফাইড সদস্য হতে পারব।

ভালোবাসা রইল সবার প্রতি 💙
@iam.riyan

Posted using SteemX