আসুন পরিচিত হই।আমি বাংলাদেশ থেকে আর আপনি?
সবাইকে সালাম ও শুভেচ্ছা!
আমি একজন নতুন সদস্য Steemit কমিউনিটিতে। আজকে আমার প্রথম পোস্ট, তাই ভাবলাম নিজেকে একটু পরিচয় করিয়ে দিই।
আমার নাম নজরুল ইসলাম । আমি বাংলাদেশ থেকে এসেছি এবং সম্প্রতি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করেছি। এখন আমি DUET-এ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি , এবং একাডেমিক বিষয় পড়তে আমার খুব ভালো লাগে।এটি আমার পড়ার টেবিল ❤️আমার সব সময় পড়ালেখা করতে ভালো লাগে।
আমি সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসি, বিশেষ করে প্রযুক্তি, বিজ্ঞান ও সাহিত্য নিয়ে আগ্রহ অনেক। ফ্রি সময় পেলে বই পড়ি, ছোট ছোট লিখা লেখি করি এবং মাঝেমধ্যে ছবি তুলি।
Steemit-এ আসার উদ্দেশ্য শুধু আয় নয়, বরং একটি গঠনমূলক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া, নতুন কিছু শিখা এবং নিজের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করা।
আমি যা শেয়ার করতে চাই:
পড়ালেখা এবং টেকনোলজি নিয়ে লেখালেখি
লাইফস্টাইল ও মোটিভেশনাল টপিক
ভ্রমণ অভিজ্ঞতা এবং নিজের তোলা ছবি
বাংলা সাহিত্য, কবিতা, ও গল্প
আপনারা সবাই আমার পাশে থাকবেন, গাইড করবেন এবং মতামত জানাবেন। Steemit-এ যাত্রা শুরু করলাম, আশা করছি অনেক কিছু শিখতে পারব।
ধন্যবাদ সবাইকে!