নিমন্ত্রণ পোস্ট—★আমার বাংলা ব্লগের সকল সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছি রংপুরে —★
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমরা প্রত্যেকেই জানি আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত জিনিস হচ্ছে তামাক এবং আখ। কিন্তু এর বাইরে ও অনেক জিনিস উত্তরবঙ্গের মানুষের জীবনের সাথে কঠিন ভাবে জুড়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আম। উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকটাই পরিবর্তন করে দিয়েছে এই আম। সত্যি বলতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হাড়িভাঙ্গা আম বর্তমান সময়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। একেবারে দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও বেশ পরিচিতি লাভ করেছে। তাছাড়াও রাজশাহীর বেশ কয়েকটি আম ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।
যে যাই বলুক আমি ব্যক্তিগতভাবে হাড়িভাঙ্গা আম কে ভীষণ রকম পছন্দ করি। এর মূল কারণ হচ্ছে হাড়িভাঙ্গা আমের বৈশিষ্ট্য। আমি অনেক রকমের আম খেয়েছি। কিন্তু প্রকৃত ভালোলাগা এবং সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে আমাদের রংপুর জেলার মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আম। স্বাদে,গন্ধে এবং আকর্ষণীয়তার দিক থেকে কেবলমাত্র হাড়িভাঙ্গা আমই সবদিক থেকে শ্রেষ্ঠ। তবে অন্যান্য আম গুলিও খেতে ভীষণ রকম ভালো লাগে। আমি যত সম্ভব আমার প্রিয়জনদের এই আমের সময় আমাদের রংপুরে আমন্ত্রণ জানাই। যাতে প্রত্যেকেই এই আমের স্বাদ নিতে পারে।
আমি গত কয়েকদিন যাবত চিন্তা করতেছি যে আমার বাংলা ব্লগ এর প্রত্যেক সদস্যকেই এবার আমের সিজনে আমাদের রংপুরে আমন্ত্রণ জানাবো। যদিও বা এই চিন্তা ধারাটা ছিল গাছে যখন মুকুল আসছিল তখন থেকেই। তবে আজকে সেই কাজটা করেই ফেললাম। আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার হিসেবে প্রিয় বাংলা ব্লগ ফ্যামিলির প্রত্যেক সদস্যকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রংপুরের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত হাড়িভাঙ্গা আম সহ অন্যান্য সকল আমের স্বাদ নিতে আসার জন্য।
সত্যি বলতে আপনারা যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করেন এবং সময়ের মধ্যেই আমাদের রংপুরে আসেন আমি অনেক বেশি আনন্দ বোধ করবো। সেই সাথে আপনাদেরকে নিয়ে এবার আমের সিজন খুবই আনন্দ সহকারে সম্পন্ন করব। আমি এই নিমন্ত্রণটা করছি শুধুমাত্র প্রিয় বাংলা ব্লগ-এর প্রিয় বন্ধুদের জন্য। আপনারা যারা আমাদের রংপুরের মিঠাপুকুরে আসতে চান তারা প্লিজ আমাকে ডিসকোডে শুধু ডিএম করবেন বাকি সব ওয়ে আমি বলে দিব। অপেক্ষায় থাকলাম আপনাদের।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার নিমন্ত্রণ পেয়ে খুব খুশি হলাম তবে এতটাই দূরত্ব যে যাওয়ার সৌভাগ্য হবেনা। তবে আপনার এই রংপুরের বিখ্যাত আম গুলি দেখে আমার অনেক বেশি লোভ হচ্ছে। আমি এবং আমার পরিবারের সকলে আম খেতে অনেক বেশি পছন্দ করে। তাই এমন আম দেখে সত্যিই খুব ইচ্ছা করছে খেতে। তবে দুর্ভাগ্য। যাইহোক বেশ ভালো লাগলো আপনার আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ।।
সময় করে কোনো এক আম এর সিজনে বাংলাদেশে পুরো পরিবার সহ আসেন ভাই,অনেক খুশি হবো।অপেক্ষায় রইলাম আপনার আগমনের।
আপনার কাছ থেকে সুন্দর নিমন্ত্রণ পেয়ে অনেক ভালো লাগলো৷ আর যেভাবে আপনি এত সুন্দর ভাবে আমাদেরকে নিয়ে নিমন্ত্রণ করেছেন এবং আসার কথা বলেছেন এটি আমাদের সকলের জন্য অনেকটা দূরত্বের হয়ে যাবে৷ তাই আপনি চলে আসেন বেড়াতে৷ আমি অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখে৷