কভার গজল মেহেরবান তুমি মেহেরবান। প্রিয় shy-fox 10% beneficiar।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

মিস্টিক

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু একই রকমের পোস্ট করতে সব সময় ভালো লাগেনা। মাঝে মাঝে ভিন্ন কিছু উপস্থাপন করতে ভালো লাগে। আপু আপনার মিষ্টি কন্ঠে দারুন একটি গজল গেয়েছেন আর আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মাঝে মাঝে এরকম পোস্টের মধ্যে ভিন্নতা দেখতে পেলে সত্যি খুবই ভালো লাগে। আপনি অনেক অনেক সুন্দর করে একটি ইসলামী সংগীত গেয়েছেন। আপনার কন্ঠে মেহেরবান তুমি মেহেরবান গজলটি অসাধারণ লাগছে শুনতে। মাঝে মাঝে এরকম কিছু গেয়ে আমাদের মাঝে শেয়ার করবেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার খুব পছন্দের একটি গজল এটা। খুবই ভালো লেগেছে আপনার কন্ঠে এই গজলটি শুনতে পেয়ে। আপনার কন্ঠটি খুবই মিষ্টি আপু। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও ইদানিং গজল শেয়ার করতেছি। রমজান মাসে অনেক ভালো লাগে গজল শুনতে। আপনি রীতিমতো বেশ দারুনকন্ঠে গজলটি কভার করেছেন। এই গজলটি বেশ জনপ্রিয়। গজলটি যে ব্যক্তি গিয়েছেন তার কণ্ঠস্বর মধুর। আপনার কন্ঠ বেশ সুমধুর। আপনি দারুন কন্ঠে আমাদের মাঝে এটা শেয়ার করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে পরিবেশন করেছেন। আপনার জন শুভ শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই গজলটি যতবার শুনি ততবারই ভালো লাগে। আসলে জনপ্রিয় একটি গজল আপনি আজকে কভার করেছেন। গজলটি আপনার কন্ঠ শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে গজলটি আমাদের মাঝে কভার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে পোস্টের মধ্যে ভিন্নতা নিয়ে আসলে, নিজের কাছে যেমন ভালো লাগে, অন্যদের কাছেও তেমনই ভালো লাগে। আপু আপনার কন্ঠে এর আগেও গজল শুনেছি। গজল এবং গান দুটোই কভার করেন আপনি। আপনার খালি গলা তো জাস্ট অসাধারণ। আর এরকম অসাধারণ কন্ঠে গান কভার করলে সবার কাছে ভালো লাগবে। আর আপনি গজলের কভার করেছেন, পুরোটা একেবারে মন ছোঁয়া ছিল। রমজান উপলক্ষে এখন বেশিরভাগ ইউজার গজল করছে দেখে ভালো লাগছে। সুন্দর হয়েছে আপনার পুরো গজল কভার।

 2 years ago 

খুবই সুন্দর একটা ইসলামিক সংগীত কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আপনার কন্ঠে আমি অনেকগুলো গান শুনেছি আপনার কন্ঠটা আসলেই অনেক সুন্দর। আপনার কন্ঠের সাথে ইসলামিক সংগীত শুনতে খুবই ভালো লাগছে।

 2 years ago 

খুব সুন্দর একটি ইসলামিক সংগীত আজকে আপনি নিজ কন্ঠে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুনে খুশি হলাম। এই ইসলামিক সংগীত তো আমার খুবই প্রিয়। আমিও মাঝেমধ্যে যখন তখন গেয়ে উঠি। আপনার কন্ঠ শুনতে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আজকে সকালবেলা আমি এই গজলটি শুনেছি। আসলে রোজার মধ্যে গজল আমি দিনে প্রায়ই শুনে থাকি। আজকে আপনার কন্ঠে গজলটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মেহেরবান তুমি মেহেরবান গজল টা আমার এত পছন্দের যে, আপনার কন্ঠে পুরোটা আমি খুবই উপভোগ করে শুনেছি। এই গজলটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কন্ঠে গজল শুনতে এবং গান শুনতে আমি খুব পছন্দ করি আপু। আশা করছি আপনি প্রতিনিয়তই আমাদের মাঝে সুন্দর সুন্দর গান আর গজল শেয়ার করবেন। মনটা ভরে যায় সুন্দর সুন্দর গজল শুনলে। তেমনি আপনার খালি গলায় শুনে মনটা ভরে গেল। ধন্যবাদ আপু পুরোটার কভার শেয়ার করার জন্য। ভালো থাকবেন।