#পেগাসাস স্পাইওয়্যার হয়তো পৃথিবীতে প্রথম স্পাইওয়্যার যে সবচেয়ে
#পেগাসাস স্পাইওয়্যার হয়তো পৃথিবীতে প্রথম স্পাইওয়্যার যে সবচেয়ে সফলভাবে "জিরো ক্লিক ভনরাবিলিটি" কে কাজে লাগাতে পেরেছে। অর্থাৎ.. এতে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা মেসেজ বা এসএমএস, এমনকি একটা ছোট্ট মিস্ডকল মেরেও ফোনে ভাইরাস ঢোকানো সম্ভব! তোর মেসেজ দেখার প্রয়োজন নেই, কল তোলার প্রয়োজন নেই! শুধু মিস্ডকলটা ফোনে ঢুকলেই হল। তার সাথে সাথেই ফোনের কন্ট্রোল চলে যাবে পেগাসাস যে কন্ট্রোল করছে তার কাছে! কোন ক্লিক করার দরকার নেই, কোন টাচ করার দরকার নেই, ফোন আনলক করার দরকার নেই! বেশীরভাগক্ষেত্রেই মোবাইল বা কম্পিউটার-র "জিরো ডে ভনরাবিলিটি"গুলোকেই এক্সপ্লয়েট করে হ্যাকিং চালায় পেগাসাস। #PegasusProject #ProjectPegasus #NSOGroup #ZeroClickVulnerability #ZeroDayExploit #SS7Vulnerability #israel
#pegasus #nsogroup #pegasusproject #projectpegasus #zeroclickvulnerability #zerodayexploit #ss7vulnerability