ভিডিওগ্রাফি পোস্ট।। জেসমিন ফুলের ভিডিওগ্রাফি।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব জেসমিন ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। জেসমিন ফুল শচরাচর দেখা যায় না। তবে জেসমিন ফুল প্রেমি মানুষদের বসতবাড়িতে অবশ্যই দেখা যায়।
পাতাগুলো ছোট ছোট এবং চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। ডাটা সবুজ এবং পুরো গাছটি সবুজ হওয়ার কারণে অনেক বেশি জনপ্রিয়। সবুজ গাছের মধ্যে সাদা রংয়ের ফুল দেখতে অসম্ভব সুন্দর দেখায়। সুগন্ধিতে ভরপুর একটি ফুল। চীন জাপান এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এই ফুল ব্যাপক হারে দেখা যায়। আমাদের দেশে এই ফুল জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দেখা যায়। ফুলগুলো এককভাবে হয়ে থাকে। আর পাপড়ি গুলো খুবই গোছালো এবং ঘন ঘন হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের পর এমনিতেই পাপড়িগুলো ঝরে পড়ে যায়।
শুকনো এবং হালকা স্যাতসেতে মাটিতে এই ফুল ব্যাপক হারে হয়ে থাকে। বাণিজ্যিকভাবে চাষাবাদ না করা হলেও এই ফুলের শীতকালীন সময়ে ব্যাপক চাহিদা থাকে। প্রতি পিস বাজারে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। বিভিন্ন অনুষ্ঠানেও জেসমিন ফুলের বেশ কদর রয়েছে। এই ফুল গাছে প্রতিদিনই পানি সেচ দিতে হয়। ঔষধি গুনাগুন আমার এই মুহূর্তে জানা নেই। এই ফুলে সার এবং কীটনাশক প্রদান করতে হয়। বিশেষ করে রাসায়নিক সার অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে জৈব সার ও বটে। আমি এই ফুলের ভিডিওগ্রাফিটি সংগ্রহ করেছিলাম ঢাকার শ্রীরামপুর থেকে। চলুন বন্ধুরা আমার ভিডিওগ্রাফিটি দেখে নেওয়া যাক।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1955960550447570969?t=lUv1xwY44-9eiC-nJwvPvA&s=19
https://x.com/mdetshahidislam/status/1955892921510846589?t=zUD-S_RXglXUA2uGwcswIQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1955892398053319114?t=eAy-gDagsAt8mLhMcaI_SA&s=19
https://x.com/mdetshahidislam/status/1955891897370861714?t=-W2MqRgblp-QEnwP82T9hg&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1956055745138712933?t=ac9mXS_-7oKvFPfwFu096A&s=19
বেশ কিছুদিন আগে কার পোস্টে যেন জেসমিন ফুলের ফটোগ্রাফি দেখলাম।আপনি আজকে খুব সুন্দর ভাবে জেসমিন ফুলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করছেন।সত্যি বলতে ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে ভাইয়া।ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জাসমিন ফুল আমার বেশ ভালো লাগে। জেসমিন ফুল দেখতেও ভীষণ সুন্দর হয়ে থাকে। এমন সুন্দর জাসমিন ফুল দেখে মনটা ভরে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।