Flower Photography

in #jl3 years ago

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



IMG_20221213_111548.jpg

IMG_20221213_110309.jpg

IMG_20221213_111539.jpg

বড় বড় ফুলের গাছ গুলোর মধ্যে এই ফুলের গাছটি আমার কাছে অনেক ভালো লাগে কেননা এই গাছটিতে প্রায় সব জায়গায় বেগুনি রংয়ের সুন্দর সুন্দর ফুল দেখা যায়। তাছাড়া এই ফুলটি আপনার বাড়ি সুন্দর্য একটু হলেও বৃদ্ধি করবে। এবং এই ফুলটি আপনারা আপনাদের বাসার গেটের সামনে লাগাতে পারেন। এই ফুল ডিসেম্বর সম্পর্কে কিছু তথ্য। Bougainvillea হল কাঁটাযুক্ত শোভাময় লতাগুল্ম, ঝোপ এবং গাছের একটি প্রজাতি যা Nyctaginaceae পরিবারের চারটি ঘড়ির অন্তর্গত। এটি পূর্ব দক্ষিণ আমেরিকার স্থানীয়, ব্রাজিল থেকে পশ্চিমে পেরু এবং দক্ষিণে দক্ষিণ আর্জেন্টিনা থেকে পাওয়া যায়। বিভিন্ন লেখক জিনাসে 4 থেকে 22টি প্রজাতি গ্রহণ করেন।

এই ফুলের গাছটি যেকোনো বাড়িতে বা যে কোনো জায়গায় খুব সহজেই জন্মায়। আপনি একটি সহজ উপায়ে এই ফুল বাড়াতে বা রোপণ করতে পারেন। এই ফুল দেখলে মনে শান্তি পাবেন। তাই আপনি আরও ফুল লাগানোর চেষ্টা করতে পারেন। যাইহোক আসার নয় অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন ও আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষন আমার পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য।


THANK YOU FOR STOPPING BY!