সবাইকে শুভ সন্ধ্যা,
আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ভাই বোনদেরকে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের সাথে আমার ভালোমন্দ বিষয়গুলো শেয়ার করে নিতে। ইদানিং এত অসুস্থ এত ব্যস্ততার মাঝে ক্রিয়েটিভ কিছু তৈরি করতে একদম সুযোগ হয় না। বিশেষ করে কোন কিছু করতে হলে মনের একটি আগ্রহ দরকার হয়। সেই মনের আগ্রহ যদি হারিয়ে ফেলা হয় তাহলে কোন কাজে মন বসাতে পারে না। এটার জন্য অবশ্যই সুস্থ মন মানসিকতা সুস্থ শরীর লাগে। ইচ্ছে করলে যেমন ইচ্ছে তেমন করা যায় না তার জন্য পারফেক্ট মন মানসিকতা সুন্দর পরিবেশ সবকিছু প্রয়োজন হয়। যদিও আগে চেষ্টা করতাম ক্রিয়েটিভ কোন কিছু তৈরি করার। কিন্তু ইদানিং একদম কোন কিছু তৈরি করা হয় না।

যদিও মাঝে মধ্যে মন স্থির করি কোন কিছু তৈরি করব কিন্তু শেষমেষ আর পারি না ক্লান্ত লাগে। আজকে হঠাৎ করে একদম ভালোমন্দ কোন কিছু না ভেবেই একটি কালারফুল আর্ট করতে বসে পড়েছিলাম। যদিও বুঝতে পারছিলাম না আসলেই কি আর্ট করব। অবশেষে চিন্তা করলাম যে একটা সাদামাটা সোজা সাপটা জবা ফুলের আর্ট করি। জবা ফুল আর্ট করে যখন কালার করা হয় দেখতে বেশ ভালো লাগে। আমাদের ফুলের বাগান গুলোতে আমরা বিভিন্ন কালারের জবা ফুল দেখতে পাই। এছাড়া বিভিন্ন ধরনের ডিজাইনের জবা ফুল রয়েছে। ফুলের বাগানে গেলে এ ধরনের জবা ফুল গুলো দেখতে আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আজকের লাল টকটকে একটি জবা ফুল এঁকে কালার করে নিলাম। যে কোন কালারফুল আর্ট আমার খুব পছন্দের। তাই চেষ্টা করেছি কালার কলম দিয়ে একটি জবা ফুলের আর্ট করে নিতে।

আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের সিম্পল জবা ফুলের আর্ট ভালো লাগবে। বন্ধুরা আমি কিভাবে জবা ফুলের আর্ট করেছি সেই ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করে নিব। যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনাদেরও আর্ট খুব সহজ হবে। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করেছি সেই প্রসেস সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি—

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
কালার পেন।
পেন্সিল।
ইরেজার।

আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সাদা কাগজ নিয়েছি। সেই কাগজের মধ্যে পেন্সিল দিয়ে একটি জবা ফুলের কিছু্টা অংশ এঁকে নিয়েছি।


দ্বিতীয় ধাপঃ
যখন জবা ফুলের পুরো অংশ আর্ট করা শেষ হয়ে যায় তখন লাল কালারের কালার কলম দিয়ে আমি কালার করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা অংশ কালার করে নিয়েছি।



তৃতীয় ধাপঃ
বন্ধুরা আপনারা এই ধাপে দেখতে পাচ্ছেন আমি জবা ফুল কালার করে নিয়েছি। সেই সাথে কলির অংশ কালার করে নিয়েছে। এখন নিচের ফুলের বোটার অংশ সবুজ রং দিয়ে কালার করে নিব।



চতুর্থ ধাপঃ
এই ধাপে আমি ফুলের পাতা ও গাছের অংশ কালার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালার করা আমার সম্পূর্ণ হয়ে গেছে।



৫ম ধাপঃ
যখন ফুলের সম্পূর্ণ আর্ট করা এবং কালার করা শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন।



উপস্থাপনা
বন্ধুরা যখন পুরো আর্ট করা সম্পূর্ণ হয়ে যায় তখন আমি আপনাদের সাথে উপস্থাপন করে নিয়েছি। জানিনা কতটুকু ভালো লেগেছে আপনাদের। যদিও বেশ কিছুদিন হল কোন ধরনের আর্ট করি না। যখন কোন কিছু করতে করতে আয়ত্তের ভিতরে চলে আসে তখন আস্তে আস্তে যে কোন জিনিস সুন্দর হয় দেখতে ভালো দেখায়। যেহেতু অনেক দিন ধরে করতেছি না আর্ট সত্যি বলতে হাত একদম ভারি হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করেছি আজকে জবা ফুলে কালারফুল আর্ট করার। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আর্ট করার। সময় সুযোগ পেলে প্রতিনিয়ত কিছু না কিছু আর্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।




ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি কালারিং আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


মন ভালো না থাকলে কিছুই ভালো লাগেনা আপু। মন মানসিকতা ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জবা ফুলের আর্ট করেছেন দেখে ভালো লাগলো। জবা ফুল দেখতেও অনেক সুন্দর হয়েছে। দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপু। দেখেই মন ভালো হয়ে গেলো।
সুন্দরভাবে কাজ করার জন্য সুস্থ মন-মানসিকতা ভালো শারীরিক অবস্থার দরকার হয় আপু।
শুধুমাত্র কালার পেন ও পেন্সিল দিয়ে খুব সুন্দর জবা ফুল আঁকলেন আপু। সবশেষে আপনার আঁকাটি একটি পরিপূর্ণ জবা ফুলে পরিণত হয়েছে। কালার খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে যেভাবে সম্পূর্ণ আঁকাটি ছবি সমেত ব্যাখ্যা করেছেন তা অপূর্ব। সব মিলিয়ে আপনার দুর্দান্ত একটি শিল্পকর্ম দেখতে পেলাম।
হ্যাঁ দাদা আগে মোটামুটি আর্ট করতে পারতাম কিন্তু ইদানিং একদম আর্ট করা হয় না। হঠাৎ করে এই আর্ট করে শেয়ার করেছি।
আপনার জবা ফুলটি চমৎকার হয়েছে। আসলে আপু এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। দেখতে বেশ কিউট লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা জবা ফুলের আর্ট দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।
সত্যিই খিব সহজে আপনি এই জবা ফুলের আর্টটি এঁকেছেন৷ জবার অনেক রঙ হয় ঠিকই তবে লাল রঙ সব চেয়ে দেখতে ভালো লাগে৷ শুধু মাত্র কালার পেন ব্যবহার করে এতো সুন্দর ফুল এঁকেছেন, আপনাকে অভিবাদন জানাই৷
হ্যাঁ আপু জামা ফুলের রং গুলা আমারও খুব ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কালার কলম দিয়ে জবা ফুলের আর্ট করেছেন। আসলে কালারফুল কলম দিয়ে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে।আর আপনার আর্ট করা জবা ফুলের দৃশ্য টি অসাধারণ হয়েছে। আপনি আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
সময় দিয়ে বিস্তারিত আর্টের ধাপ গুলো দেখার জন্য অনেক ভালো লেগেছে।
দারুন জবা ফুলের চিত্র অংকন করেছেন আপনি। অসাধারণভাবে কাজ সম্পন্ন করেছেন আপনি। আমার অনেক অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর একটা দক্ষতা দেখতে পেলে। ফুলটা কিন্তু দেখার মত ছিল।
জবা ফুলের আর্ট সময় দিয়ে দেখলেন ধন্যবাদ।
কালার কলম ব্যবহার করে জবা ফুলের চমৎকার একটি আর্ট করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।নিখুঁত হাতে এত সুন্দর ভাবে জবা ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার কাজের প্রশংসা করার জন্য অনেক উৎসাহ পেয়েছি ভাইয়া।
https://x.com/nahar_hera/status/1848067677795057926?t=a4i1OmwGn3b3pLQ7qRr1pg&s=19
ফুলের বাগানের চমৎকার সুন্দর সুন্দর জবা দেখে আপনার জবা আর্ট করা জেনে বেশ ভালো লাগলো।ভীষন চমৎকার সুন্দর হয়েছে আপনার লাল টসটসে জবা ফুলটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে জবা ফুল আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ আপু আপনার কাছ থেকে এত সুন্দর অনুপ্রেরণামূলক মতামত পেয়ে ভালো লাগলো।
কালার কলম দিয়ে খুবই সুন্দর জবা ফুলেলের চিত্র অঙ্কন করেছেন। জবা ফুলটি একদম হুবহু অরিজিনাল হয়েছে দেখে ভালো লাগলো।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।