আমি জুম্মার দিন সম্পর্কে কিছু পোস্ট করতে চাই

#আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি জুম্মার সম্পর্কে কিছু হাদিস বলতে চাই

তো মানুষ আজ যারা সারা সপ্তাহে নামাজ পড়বে কিন্তু জুম্মার দিনে নামাজটা মিস দেয় না।আমার কিছু মানুষের ছাড়া বছরে নামাজ পড়ে না,আমার চোখের সামনে অনেক মানুষকে দেখেছি যে জুম্মার দিনে বাসায় ঘুমিয়ে থাকে তাদের জন্য আমার খুবই দুঃখ হয়।জুম্মার দিন যে কি একটা ফজিলতপূর্ণ দিন যদি তোমার দিন সম্পর্কে সবার জ্ঞান থাকতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও জুম্মার নামাজ আদায় করতো। আসলে জুম্মার দিনে আমাদের যা যা করা উচিত।

আলহামদুলিল্লাহ 🌸
শুক্রবারে কিছু বিশেষ আমল আছে, যা হাদিসে উল্লেখ করা হয়েছে। নিচে দিলাম:

শুক্রবারের বিশেষ আমল

1️⃣ গোসল করা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের প্রত্যেকের উপর শুক্রবারের দিনে গোসল করা ফরজ।”
(সহিহ বুখারি, হাদিস: 879)

2️⃣ সুরা কাহফ তিলাওয়াত করা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি শুক্রবারে সুরা কাহফ পাঠ করবে, তার জন্য এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত নূর প্রকাশিত হবে।”
(সহিহ হাদিস, হাকিম, বাইহাকি)

3️⃣ বেশি বেশি দরুদ পাঠ করা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা তোমাদের উপর বেশি বেশি করে শুক্রবারে আমার প্রতি দরুদ পাঠ করো।”
(আবু দাউদ, হাদিস: 1047)

4️⃣ জুমার নামাজ আদায় করা
শুক্রবারে জুমার নামাজ ফরজ।
আল্লাহ তাআলা বলেছেন:
“হে ঈমানদারগণ! যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো।”
(সূরা জুমুআ: 9)

5️⃣ এক বিশেষ দোয়ার সময় থাকে
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“জুমার দিনে একটি সময় আছে, যখন কোন মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তা কবুল করবেন।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)

✨ তাই শুক্রবার হলো ফজিলতের দিন, আর বেশি বেশি ইবাদত ও দোয়ার দিন।

যদি আমার হাদীসটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবেন।